প্রথমে আমার সম্পর্কে কিছু বলি। আমি মোঃ জব্বার আলী, আমার বাসস্থান লালপুর, নাটোর। আমি পেশায় একজন চাকুরিজীবি। বাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বাহন। যেটা আমার জীবনের চলার গতিকে আরো গতিশীল করে তুলেছে। তাই শুধু চাকুরির জন্য নয় বরং জীবনের চলার গতিকে আরো গতিময় করা এবং বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টায় অনুপ্রেরণা দেয় আমার এই বাইক। আমি প্রথমে ডায়াং ৮০সিসি বাইকটি ব্যবহার করেছি। এরপরই সকল দিক বিবেচনা করে আমি এই ছোট ক্যাপসুল জাতীয় রানার দূরন্ত ৮০সিসি বাইকটি কিনি এবং দীর্ঘ এক বছর যাবত সেটি ব্যবহার করে আসছি। আর তাই আমার মনে হয়েছে আপনাদের সাথে এই বাইক নিয়ে কিছু বিষয় শেয়ার করা যায়।
রানার দূরন্ত ৮০সিসি বাইকটির ডিজাইন বেশ সুন্দর এবং আকর্ষনীয় লেগেছে আমার কাছে তবে এর বীল্ড কোয়ালিটি মোটামুটি যেহেতু বাইকটি ছোট। আমার কাছে এই বাইকটির সুন্দর ডিজাইন ও মার্জিত ভাব বেশ পছন্দ। বাইকটি চালিয়ে অনেক আরাম অনুভব করি। আমি এই বিষয় নিয়ে মোটামুটি সন্তুষ্ট। সিটিং পজিশনটা ভাল কিন্তু আর একটু বড় হলে ভাল হয় আর সামান্য ঝাকুনি অনুভব করি। তবে সিটিং পজিশন অনুযায়ী এর হ্যান্ডেলবার মাপমত। যে কোন রাইডারই এই বিষয়ে একমত হবে এবং হ্যান্ডেলবারের সকল সুইচ গুলো বেশ ভাল কাজ করে। হেডল্যাম্পের আলো মোটামুটি আছে রাতের বেলায় আমার তেমন অসুবিধা হয় না।
বাইকটির কন্ট্রোলিং বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই। এই বাইকটি কন্ট্রোল করা সামান্য অসুবিধা বলে মনে হয়েছে আমার কাছে। টপ স্পীডে এর ভাইব্রেশন অনেক বেশি যার ফলে আমি ঝাকুনি অনুভব করি। বাইকটির সাসপেনশন মোটামুটি ভাল, এর সামনে দিকের শকাপ(সাসপেনশন) গুলো মোটামুটি ভাল খেলে কিন্তু পিছনের দিকের শকাপ গুলো তেমন কাজ করে করে যার ফলে আমি বাইকটি অধিক সময় রাইড করলে আমার হালকা ব্যথা অনুভব করি। এই দিক গুলো আমার কাছে বেশ খারাপ লেগেছে। বাইকটির ব্রেকেও হালকা সমস্যা আছে তাই আমি পুরোপুরি সন্তুষ্ট না। তবে বাইকটি চালিয়ে বেশ মজা।
তেল খরচের কথা বলতে গেলে আমি বলবো বেশ ভাল। বর্তমানে আমি মাইলেজ পাচ্ছি ৬০ কিমি প্রতি লিটারে তবে সেলস সার্ভিস সেন্টারের ম্যানরা বলেছিল ৭০ কিমি এর উপরে যাবে কিন্তু তা পাচ্ছি না তবুও আমি এর মাইলেজ নিয়ে বেশ সন্তুষ্ট, আমার তেমন কোন অভিযোগ নেই। এছাড়াও সার্ভিসিং এর মানও বেশ ভাল। আমি দুই থেকে তিন বার গিয়েছি, তাদের ব্যবহার এবং বাইক ঠিক করার কৌশল আমার কাছে বেশ ভালো লেগেছে।
বাইকটি চালিয়ে বেশ মজা কিন্তু লং জার্নিতে তেমন মজা নেই। অতি অল্প সময়েই আমি ক্লান্ত বোধ করি। বাইকটির আরো খারাপ দিক বলতে এর চেইন বেশ ঢিল হয়ে যায় আর হঠাৎ করেই বাইকটির স্টার্ট বন্ধ হয়ে যায়। যেটা আমার কাছে অতি বিরক্তকর একটি বিষয়। তবে এই বাইকটির ডিজাইনের দিক দিয়ে সব বয়সের রাইডাররা এটি ব্যবহার করতে পারে।
ভালো দিক-
* ডিজাইন সুন্দর ও মার্জিত
* তেল খরচ সন্তুষ্ট জনক
* হেডল্যাম্পের আলো মোটামুটি ভাল
মন্দ দিক-
* বীল্ড কোয়ালিটি তেমন না
* পিছনের দিকের শকাপ তেমন খেলে না
* চেইন ঢিল হয়ে যায়
* হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায়
* লং জার্নি করা যায় না
তবে আমি বলব এই বাইকটির তেল খরচের দিকে বিবেচনা করলে বাজারের অন্য বাইকের থেকে এই বাইকটি বেশ ভাল। আমি এর দাম নিয়ে সন্তুষ্ট কারণ এই দামে এই রকমই বাইক পাওয়া যায়। এটা দেখতে সুন্দর ডিজাইনের ও সব বয়সের ব্যক্তিদের জন্য মানানসই বলে আমি মনে করি। বাইকটি চালিয়েও বেশ মজা। তাই আপনারা যারা তেল খরচের দিক বিবেচনা করে বাইক কিনতে চান তাদের জন্য এই বাইকটি একদম পারফেক্ট। তাই আশা করি সবাই বেশ মজা পাবেন।