Yamaha Banner
Search

Runner Skooty 110 সুবিধা এবং অসুবিধা

English Version
2022-04-07

Runner Skooty 110 সুবিধা এবং অসুবিধা

runner-skooty-110-pros-and-cons.jpg
বাংলাদেশের বাজারে তাকালে, আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর স্কুটার রয়েছে বর্তমানে,কিন্তু রানার সবচেয়ে সাশ্রয়ী মূল্যের সাথে উন্নত ফিচার সম্পন্ন একটি স্কুটার আমাদের দিয়েছে যার নাম “Runner Skooty 110”। এই স্কুটারটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, ১১০ সিসি সেগমেন্টে সেরা ফিচার সহ সর্বনিম্ন মূল্য, এমনকি এমন কিছু উন্নত ফিচার যা আমাদের রাইডিংকে সহজ এবং রাইডিংয়ের অভিজ্ঞতাগুলোকে আরো আনন্দময় করে তুলতে পারে। এই স্কুটারটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই উপযুক্ত।তবে ব্যাবহারকারীদের মতে এই স্কুটারের ভাল দিকগুলোর সাথে কিছু মন্দ দিকও পাওয়া যায়।


Runner Skooty 110 সুবিধাঃ


প্রি ইন্সটল্ড সিকিউরিটি চলার পথকে আরো নিরাপদ করে তোলেঃ


রানারের এই স্কুটারটির নিরাপত্তার জন্য সিটের নিচে একটি সুইচ আছে, সুইচ বন্ধ থাকলে স্কুটারটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া সম্ভব। এই কারনে আপনার রাইড হয়ে উঠবে আরো বেশি নিরাপদ এবং আপনি কোথাও স্কুটার রেখে যেতে সাহস পাবেন।


ইউএসবি চার্জিং আপনাকে রাখবে সবার সাথে কানেক্টেডঃ


স্কুটি ১১০ এর স্মার্ট পকেটের ভিতরে আপনার জন্য থাকছে ইউএসবি চার্জিং সুবিধা, যাতে করে আপনাকে নেটওয়ার্কের বাইরে কখনো যেতে না হয়।


লাইটওয়েট এবং পর্যাপ্ত লেগ স্পেসঃ


স্কুটি ১১০স্কুটারটিতে থাকছে পর্যাপ্ত লেগ স্পেস, যা এই স্কুটারকে আরো বেশি আরামদায়ক করে তোলে, বিশেষ করে যখন আপনি নির্ধারিত স্টোরেজ ছাড়া অতিরিক্ত কিছু বহন করতে চান স্কুটারটি তখনও খুব বেশি ভারী হয়ে ওঠেনা।


বিশালাকার স্টোরেজের ব্যাবস্থা চলার পথে অনেক কিছু ক্যারি করতে সাহায্য করেঃ


এই ১১০ সিসির স্কুটিতে সিটের নিচে থাকছে বিশালাকার স্টোরেজের ব্যাবস্থা, যা প্রয়োজনীয় জিনিসপত্র বহন করতে পারে এবং যখন আপনি কোথাও দাঁড়িয়ে অন্যান্য কাজ করতে চাইবেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র থাকছে সেফ।


Runner Skooty 110 অসুবিধাঃ


মাইলেজ খুব একটা ভাল নয়ঃ


স্কুটার হিসাবে এই মডেলে কম মাইলেজ পাওয়া যায়, যা আরও পর্যাপ্ত হওয়া প্রয়োজন।


প্লাস্টিক বডী কম টেকসই:


যদিও এই স্কুটারটিতে 110cc স্কুটার সেগমেন্টে বেশ আকর্ষণীয় ডিজাইন এবং কালার কম্বিনেশন রয়েছে কিন্তু বডি প্লাস্টিক নিখুঁত মানের নয়। এগুলি অনেকটা দূর্বল এবং ক্ষীণ।


পিছনের টায়ারের আরও গ্রিপ থাকা দরকারঃ


এই স্কুটারের পিছনের টায়ার মাঝে মাঝে স্কিড করে যায় এবং যেকোনো ধরনের রাস্তার জন্য আরও ভাল গ্রিপ থাকা প্রয়োজন।



Rate This Review

Is this review helpful?

Rate count: 3
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Runner Skooty 110

Runner Skooty 110 সুবিধা এবং অসুবিধা
2022-04-07

বাংলাদেশের বাজারে তাকালে, আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর স্কুটার রয়েছে বর্তমানে,কিন্তু রানার সবচেয়ে স...

Bangla English
রানার স্কুটি ১১০ ব্যবহারিক অভিজ্ঞতা রিয়াদ
2021-12-30

Runner Skooty 110 খুব ভালো একটি স্কুটার এটি আমি বিভিন্ন ওয়েব সাইট ও ব্যবহারকারীদের মন্তব্য পড়ে জেনেছি। আমি যখন একটি স্কুটা...

Bangla English
রানার স্কুটি ১১০ ফিচার রিভিউ
2021-10-21

বর্তমান সময়ে স্কুটারকে সকলের ব্যাবহার উপযোগি যানবাহন হিসেবে বিবেচনা করা হয়, এমনকি সহজ এবং আরামদায়ক রাইডের জন্...

Bangla English
Filter