Is this review helpful?
Rate count: 1Ratings:
This user provides ratings about this bike
This bike is purchased from Runner Automobiles Limited, Rajshahi
Runner Skooty 110 খুব ভালো একটি স্কুটার এটি আমি বিভিন্ন ওয়েব সাইট ও ব্যবহারকারীদের মন্তব্য পড়ে জেনেছি। আমি যখন একটি স্কুটার কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আমার কাছে বাজারে বিদ্যমান অনেক ব্রান্ডের স্কুটার ছিলো সেগুলোর মধ্যে আমার কাছে Runner Skooty 110 বেশি ভালো মনে হয়েছে কারণ এই স্কুটারের সাথে যে ডিজাইন ও সুযোগ সুবিধা দেওয়া আছে তা বাজেট অনুযায়ী একদম পারফেক্ট। তাই সব কিছু বিচার বিবেচনা করে আমি কিনে ফেলি এই স্কুটার।
আমি ১ মাসে প্রায় ৬০০ কিমি রাইড করেছি এবং রাইড করে আমার কাছে কিছু ভালো মন্দ দিক সামনে এসেছে। আজকে আমি আপনাদের সাথে আমার এই স্কুটার নিয়ে ভালো মন্দ অভিজ্ঞতা শেয়ার করছি । আশা করি আপনারা উপকৃত হবেন।
Runner Skooty 110 এর ভাল দিক
-আমার কাছে এই স্কুটারের সবচেয়ে বেশি ভালো যে বিষয়টি মনে হয়েছে তা হল ইউজার ফ্রেন্ডলি । আমি আমার নিজের মত করে এই স্কুটার রাইড করতে পারি এবং রাইড করে খুব স্বাছন্দ্য অনুভব করি।
-রাইড করে অনেক আরামদায়ক। শহরের মধ্যে বেশি রাইড করা হয় এবং শহরে রাইড করে আমি খুবই আরাম অনুভব করি।
-কম বাজেটে এর ডিজাইন ও ফিচারস অনেক ভালো লেগেছে আমার কাছে। এদিকে কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর।
Runner Skooty 110 এর মন্দ দিক
আমার কাছে এই স্কুটার রাইড করে শুধুমাত্র একটি বিষয় মন্দ লেগেছে তা হল এর থ্রটল রেসপন্স। আমার মনে হয় এই স্কুটারের ইঞ্জিন শক্তি আরেকটু বেশি হলে খুব ভাল হত।
শহরের মধ্যে আমি মাইলেজ পেয়েছি ৪০ থেকে ৪৫ কিমি প্রতি লিটার। ৬০০ কিমি রাইড করে এই ছিলো আমার Runner Skooty 110 নিয়ে ভালো মন্দ অভিজ্ঞতা ।
Is this review helpful?
Rate count: 1বাংলাদেশের বাজারে তাকালে, আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর স্কুটার রয়েছে বর্তমানে,কিন্তু রানার সবচেয়ে স...
Bangla EnglishRunner Skooty 110 খুব ভালো একটি স্কুটার এটি আমি বিভিন্ন ওয়েব সাইট ও ব্যবহারকারীদের মন্তব্য পড়ে জেনেছি। আমি যখন একটি স্কুটা...
Bangla Englishবর্তমান সময়ে স্কুটারকে সকলের ব্যাবহার উপযোগি যানবাহন হিসেবে বিবেচনা করা হয়, এমনকি সহজ এবং আরামদায়ক রাইডের জন্...
Bangla English