Is this review helpful?
This user provides ratings about this bike
This bike is purchased from Akota Enterprise, Rajshahi
সাধারন বা দুরের পথে চলাচলের জন্যে আমার তেমন কোন যানবাহন না হলেও চলে কিন্তু বাসা থেকে অফিসে যাওয়া আসার সমস্যা লাঘবের জন্যে একটা মোটরসাইকেলের প্রয়োজন অনেকদিন আগে থেকেই মনে করছিলাম। যেহেতু আমার লম্বা পথে মোটরসাইকেল ব্যবহার করার কোন ইচ্ছা নাই তাই আমি শহরের মধ্যে ব্যবহার করা সহজ এমন একটা মোটরসাইকেল খুজছিলাম এবং অনলাইনে ভাল লাগা প্রতিটা মোটরসাইকেলের খুটিনাটি দেখে নিতাম। সবশেষে আমি স্কুটি সেগমেন্টে সুজুকির এক্সেস ১২৫ বাইকটা পছন্দ করি কারন আমি যতগুলা স্কুটি সেগমেন্টের রিভিউ দেখেছি তার মধ্যে এটাই সবচেয়ে ভাল লেগেছে। আমি গেল প্রায় ৭ মাস যাবত এই বাইকটা ব্যবহার করছি এবং এই সময়ের মধ্যে আমি রাইড করেছি প্রায় ৭০০০ কিলোমিটার।
এই ৭০০০ কিলোমিটারের মধ্যে আমার দেখা আমার বাইকের সবচেয়ে ভাল কয়েকটা দিক হলোঃ
-অনেক আরামদায়ক, এখন পর্যন্ত আমি আমাত এই বাইকে আরাম নিয়ে অভিযোগ করার মত কিছু খুজে পায় নি
-সাধারনভাবেই একটি স্কুটার মডেলের বাইকে অনেক জায়গা থাকে তাই আমি আমার বাইক নিয়ে নির্বিগ্নে অনেক কিছুই বহন করতে পারি
-এর লুকটা অসাধারন, আমি বা আমার বাবা অথবা আমার পরিবারের যে কেউ কোনরকম চিন্তা ছাড়াই এই বাইকটা চালাতে পারবে
অন্যদিকে যদি খারাপ দিক নিয়ে বলতে বলা হয় তবে দুইটা বিষয় উল্লেখ করবোঃ
-এর মাইলেজ, যা কোনভাবেই মেনে নেওয়ার মত না
-হেডলাইট ইন্ডিকেটর লাইটের আলো আরও বেশি প্রয়োজন ছিল
মাইলেজ নিয়ে বিস্তারিত বলতে গেলে আমি গড়ে মাইলেজ পাচ্ছি ৩০ কিলোমিটার প্রতি লিটার বা তার সামান্য কিছু বেশি। এখন এই ১২৫সিসির হালকা একটা স্কুটার সেগমেন্ট যদি আমাকে এই রেঞ্জে মাইলেজ দেয় তাহলে তা ভাল কিভাবে বলি?
এই ৭ মাসের মধ্যে আমি সর্বোচ্চ গতি উঠিয়েছি ৯৫ কিলোমিটার প্রতি ঘন্টা এবং একটানা চালিয়েছি ৭০ কিলোমিটার। একটি বাইককে সঠিকভাবে বোঝার জন্যে এর থেকেও চরম মাত্রায় নিয়ে যেতে হবে তা না হলে বাইকের চরম পর্যায় বোঝা সম্ভব না।
Is this review helpful?
সাধারন বা দুরের পথে চলাচলের জন্যে আমার তেমন কোন যানবাহন না হলেও চলে কিন্তু বাসা থেকে অফিসে যাওয়া আসার সমস্যা লাঘ...
Bangla English