Is this review helpful?
Rate count: 11Ratings:
This user provides ratings about this bike
This bike is purchased from Akota Enterprise, Rajshahi
আমার নাম ফারহান তানভীর সাহিল, আমি একজন ছাত্র। স্কুলে পড়ার সময় থেকেই আমাই বাইক পছন্দ। যখন নতুন যে বাইক বাজারে আসতো তখন সে বাইক নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করতাম। যখন বাইক কেনার কথা ফাইনাল হলো ঠিক তখনি দেখলাম বাজারে একদম নতুন বাইক হচ্ছে সুযুকি ব্যান্ডিট। আমরা সবাই জানি সুজুকি ব্র্যান্ড সম্পর্কে। সুজুকি ব্র্যান্ড তাদের বাইকের জন্যে সামস্ত বিশ্বে পরিচত। যেহেতু আমারও পছন্দের ব্র্যান্ডগুলোর মধ্যে সুজুকি অন্যাতম তাই ব্যান্ডিটের কথা শোনার পর শোরুমে দেখতে যায় এবং এক দেখায় বাইকটা পছন্দ হয়ে যায়। তাই আর কোন কিছু না ভেবে বাইকটা কিনেফেলি এবং এখন পর্যন্ত ১৫০কিমি রাইড করেছি। আজ মাই আমার বাইক সম্পর্কে আমার স্বল্প কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি আপনারা উপকৃত হবেন।
ভালো দিকঃ
-এ বাইকের প্রধান আকর্ষণ হচ্ছে এর ডিজাইন, সুজুকি এক ভিন্ন রকমের ডিজাইন দিয়েছে এ বাইকটি তে যা যে কোন বাইকার মন কেড়ে নেয়ার জন্যে যথেষ্ট।
-বাইকের কালার কম্বিনেশানটিও অনেক সুন্দর।
-বাইকের হ্যান্ডের বারটি অনেক সুন্দর এবং সিটের সাথে হ্যান্ডের বারের কম্বিনেশান অনেক ভালো। আমার মনে হই এ হ্যান্ডেল বার ধরে অনেক ক্ষন বাইক রাইড করলেও হাতে বা কব্জিতে কোন ধরনের ব্যাথা হবে না।
-বাইকের সিটিং পজিশানের উচ্চতা একদম পারফেক্ট এবং যে কোন হাইটের রাইডার কোন সমস্যা ছাড়াই এ বাইক রাইড করতে পারবে।
-সিটিং পজিশান অনেক আরামদায়ক এবং আমার মনে হই দীর্ঘ যাতায়াতের ক্ষত্রে এ সিট থেকে অনেক ভালো সাপোর্ট পাওয়া যাবে।
-থ্রটন রেসপন্স অনেক ভালো।
-একজস্টের শব্দ অনেক সুন্দর।
খারাপ দিকঃ
- বাইকে এখন পর্যন্ত কোন ধরনের খারাপ দিক খুজে পাইনি তবে আমার মনে হয় যদি দামটা আর একটু কম হতো তাহলে অনেক ভালো হতো।
এ বাইকটি কেনার পিছে প্রধান কারন হচ্ছে এর ডিজাইন এবং ব্র্যান্ড ভ্যালু।
পরিশেষ বলাতে চাই সুজুকি ব্যান্ডিট হচ্ছে সবদিক থেকে পারফেক্ট একটি বাইক। ধন্যবাদ।
Is this review helpful?
Rate count: 11আমার কাছে বাইক খুবই প্রিয় একটি বাহন। আমি সময় পেলেই বাইক নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে পছন্দ করি । যখন একটি বাইক ...
Bangla Englishআমার নাম ফারহান তানভীর সাহিল, আমি একজন ছাত্র। স্কুলে পড়ার সময় থেকেই আমাই বাইক পছন্দ। যখন নতুন যে বাইক বাজারে আসতো ...
Bangla Englishসুজুকির আরেকটি উপহার চলে এসেছে সুজুকি প্রেমীদের জন্য, এবং এর নাম করন করা হয়েছে Suzuki Bandit। “স্ট্রিটকিং” এই ট্যাগ লাইন ...
Bangla English