Yamaha Banner
Search

English Version
2016-06-19

Suzuki Gixxer 150 motorcycle ownership review by Rad bin Alam


Suzuki Gixxerআমি রাদ বিন আলম। বাইক চালানো আমার নেশা। ‘নেশা’ শব্দ দিয়ে কী আমার আবেগ আপনাদের বুঝাতে পারলাম? ভাষাগত দূর্বলতার কারণেই আমরা অনেক কথা বা আবেগ অন্যকে বুঝাতে পারিনা। আমি যখন আব্বাকে বলি আমাকে পাচ হাজার টাকা দেন ‘খুব দরকার’। এই ‘খুব দরকার’ আব্বা কী আমার মতো করে বুঝতে পারেন? না, পারেন না এটা ভাষার দুর্বলতা। থাক এই নেশার আবেগ আমার কাছেই থাক। তবে বলে রাখি, তা হলে হয়তো কিঞ্চিৎ হলেও বুঝতে পারবেন আমার এই নেশা কেমন, বাজারে নতুন কোন বাইক এলে আমার যদি পছন্দ হয়, আমার ঝুলিতে ভরে নিতে দেরী করিনা । বর্তমানে আমার ঝুলিতে ৭ টি বাইক আছে। এর মধ্যে Yamaha R15 V2, Honda CBR, Suzuki Gixxer অন্যতম। আমি একজন স্টান্ট রাইডার। আমি যখন স্টান্ট করি আশেপাশের মানুষজন মুগ্ধ হয়ে দেখে। কখনো কখনো আমি নিজেও মুগ্ধ হই নিজের স্টান্ট দেখে। যা হোক নিজের ঢোল নিজে না বাজিয়ে বরং Suzuki Gixxer 150 নিয়ে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি।

কেনো কিনলাম এবং চালিয়ে কেমন লেগেছে তা বরং আপনাদের বলি।

Key features:
Brand: Suzuki
Model: Gixxer 150
Engine: 154cc Single Cylinder, Air cooling Four Strokes SOHC
Fuel Tank Capacity (L): 12 Liter
Weight: 135 KG
Starting method: Electric and Kick start.


বাইকটি একদম নতুন না। এই সিরিজের অর্থাৎ জিক্সার সিরিজের বাইক সুজুকি করপোরেশান অনেক আগে থকেই তৈরী করছে। আর ১৫০ সিসির এই বাইকটি শুধু ইন্ডিয়ার বাজার লক্ষ্য করেই তৈরী করা হয়েছে।

বাইকটির নামের Gixxer অংশ নেয়া হয়েছে তাদের অত্যান্ত জনপ্রিয় GSX-R 750 সিরিজের মডেলের নাম থেকে। ১৯৮৫ সালে প্রথম GSX-R 750 সিরিজের বাইক সুজুকি করপোরেশান বের করে। এরপর মডেলটিকেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সারা পৃথিবী জুড়ে এই সিরিজের লক্ষ-লক্ষ ডাইহার্ড ফ্যান রয়েছে। এই সিরিজের সম্প্রতি ১০০০ সিসির বাইকটি ব্যাপক সাড়া ফেলেছে। আসলে Suzuki Motorcycle India একটি বড় ধরনেরই ঝুকিই নিয়েছিল অত্যান্ত জনপ্রিয় দানবীয় Gixxer নাম ১৫৫ সিসির বাইকের সাথে জুড়ে দিয়ে। মানুষজনের প্রতিক্রিয়া কেমন হবে, একটি বনেদি অভিজাত পরিবারের উপাধী Gixxer, তুলনামূলক কম ক্যাপাসিটির একটা বাইকের সাথে জুড়ে দিলে। বাইকটি বাজারে আশার পরে ইন্ডিয়াতে ব্যাপক সাড়া ফেলে দেয় । ২০১৫ সালে ইন্ডিয়াতে সর্বাধিক এওয়ার্ড উইনিং বাইক এটি । খুবই উৎসাহিত ছিলাম । আরে চড়ে দেখতে হবে তো। এই বাইক আমার না হলেই না। বাইকের শো-রুম গুলি আমাকে সবাই চেনে একদিন বাইকটি নিয়ে এলাম।

ইনজিনের কার্যক্ষমতা
বাইকটির ইঞ্জিনের কথা যদি বলেন তবে এটি আমার চালানো অন্যতম একটি সেরা ১৫০ সিসির স্মুথ ইঞ্জিন।স্মুথ বললাম কারণ এটি বিশেষ ভাবে ভাইব্রেশান মুক্ত করে তৈরী করা হয়েছে। আপনি যদি বাইকটিকে এর সর্বোচ্চ লিমিটে নিয়ে যান তবে কম্পন বলতে হালকা গুন-গুনানি অনুভব করবেন। ইঞ্জিনের গিয়ারিং এর দিকটি আর একটা উল্লেখযোগ্য দিক। বাইকটির ইঞ্জিন সবচেয়ে ভালো পারফর্মেন্স দেয় 6000-8000RPM এ। কিন্তু শহরের ভীড়ের রাস্তায় আপনি যখন ৪০০০ RPM এ চালাবেন দেখবেন তেমন ঘন ঘন গিয়ার পরিবর্তন করার প্রয়োজনই পড়বে না। জিক্সারের ইঞ্জিন ১৪৫.৯ সিসি, ৪-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডারেরার এয়ার কুলিং ইঞ্জিন। জিক্সারে রয়েছে সুজুকির নিজস্ব SJCS অর্থাৎ Suzuki Jet Cooling System ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গেলে এই সিস্টেমটি পিস্টনের গায়ে তেল স্প্রে করে ইঞ্জিনকে অতিরিক্ত গরম হবার হাত থেকে রক্ষা করে। বাইকটির ম্যাক্স পাওয়ার ১৪.৮ পিএস @ ৮০০০ RPM এবং টর্ক ১৪ N m @ ৬০০০ RPM

কন্ট্রোল
একটি মোটরসাইকেল যতই পাওয়ারফুল, স্টাইলিশ আর আধুনিক ফিচার দিয়ে সাজানো হোক না কেন যদি না তা রাইডারকে কনফিডেন্ট আর উদ্বুদ্ধ করতে না পারে তবে তা তেমন কোন কাজে লাগবে না । আর জিক্সারের বিশেষত্ব এইখানেই। সামনের পেশীবিহুল ৪১ MM Forksসাস্পেনশান আর পেছনের মনো কয়েল সাস্পেনশান আপনাকে এতোটাই স্ট্যাবিলিটি দিবে যে যেকোনো রাস্তাতেই বাইকটি চালাতে আপনি অন্যধরনের কনফিডেন্ট পাবেন । বাইকটি আপনাকে চালাতেই ইচ্ছা করবে। আমার কাছে মনে হয়েছে বাইকটি চালিয়ে অভস্ত হয়ে গেলে এর সাথে আপনার এক ধরণের মানুষিক কমিউনিকেশান তৈরি হয়ে যাবে, AVATAR সিনেমার উড়ন্ত ড্রাগন আর তার রাইডারের মতো । এর চেসিস আর স্টিকি টায়ার জিক্সারের স্পোর্টি রাইডকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। যেকোনো উচ্চতা আর সাইজের রাইডারের জন্য উপযুক্ত করে বাইকটি বানানো হয়েছে। কিন্তু তাই বলে সুজুকি করপোরেশান এর স্পোর্টি ইমেজের সাথে কোন কম্প্রমাইজই করেনি। এর সিটিং পজিসান এমন, হ্যান্ডেল বার এবং পাদানির দুরত্ব এবং সিটে বসার অবস্থা জিক্সারকে এমন একটা স্পোর্টি লুক দিয়েছে যা এই ক্যাটাগরির অন্য বাইকে আপনি পাবেন না। বাইকটির সিটিং পজিশান একদিকে যেমন আরামদায়ক অন্যদিকে এর কোবরার ফনার মতো ট্যাঙ্ক এমনভাবে ডিজাইন করা হয়েছে, যে রাইডার ইচ্ছা করলেই ট্যাকের উপরে হেলে পড়ে বাইরের দিকে এত চমৎকার ভাবে পা লক করে নিতে পারেন যে দ্রুত গতিতে বাঁক নিতে আপনাক অতিরিক্ত কনফিডেন্ট দিবে । অর্থাৎ আপনি রেসিং স্টাইলে বাইকটি চালাতে পারবেন। বাঁক ঘুরার পরে আপনি আবার যখন বাইকটিকে দুই চাকার উপরে সোজা করে নিবেন দেখবেন একটি জেট ফাইটারের মতোই মুহুর্তেই গতি দিয়ে আপনাকে মুগ্ধ করে দিবে। । আর শহুরে রাস্তায়?? জেট ফাইটার যেমন এ্যারো-এক্রোব্যাট করে, ভিড় ট্রাফিকেও আপনি বাইকটি নিয়ে তা করতে পারবেন।বাইকটির গিয়ার বক্স এর অবস্থান, আকার ওজন এতই চমৎকার যে খুব মসৃণ ভাবে আপনি গিয়ার বদলাতে পারবেন। প্রায় পাচ ছয় সেকেন্ডের ভেতর ৮০কিমি/ঘন্টা স্পিড তোলা সম্ভব । বাইকটির পেছনে রয়েছে ১৪০/৬০-১৭ সাইজের টায়ার ও সামনে রয়েছে ১০০/৮০-১৭ সাইজের টায়ার। সব কিছু মিলিয়ে কন্ট্রোলিং নিয়ে যদি বলতে বলেন তবে বলবো দক্ষ বাইকারের হাতে পড়লে এই বাইকটি অন্যবাইকের থেকে এগিয়ে থাকবে।

কন্ট্রোলিং এর পাশাপাশি এর দৃষ্টনন্দন ডিজাইনের কিছু বর্ননা না দিলেই না। এক কথায় পেশীবহুল একটি পশু মনে হবে আপনাকে। হাজার হলেও GSX-R পরিবারের উপাধি যে লাগানো আছে বাইকটিতে। এর সাইলেন্সার প্রচলিত ধারার সাইলেন্সার থেকে আলাদা। সাইলেন্সার এর সেগমেন্ট দুটি। ট্যাংকটি দেখলে অনেকটা ফনা তোলা কোবরা। পেছনের চাকার দুটি মার্ডগার্ড, ত্রিকোন এলিডি ব্যাক লাইট।এর স্পীডো মিটার আসলেই অনন্য, আমাদের দেশের যেকোনো বাইকের তুলনায় এর স্পীড মিটার ফিচার ও দেখার দিক দিয়ে ভালো। মোট কথায় ভিন্ন ভিন্ন দিক থেকে দেখলে বাইকটিকে আপনার ভিন্ন ভিন্ন স্টাইলের মনে হবে।


স্পীড ও মাইলেজ
সুজুকি দাবি করে ৬৩ কিমি যায় প্রতি লিটারে । আসলে তা যদি সম্ভব হয় তবে সেটি বিশ্ব মানের পরিস্থিতিতে। সঠিক ভেজালমুক্ত জ্বালানী মসৃণ সোজা ট্রাফিক নিয়ন্ত্রত রাস্তা , আবহাওয়া একটি উল্লেখযোগ্য বিষয় হবে এই ক্ষেত্রে। আমি একবার চেষ্টা করে দেখেছিলাম তাও ৩৫ কিমি দুরত্বে পেয়েছিলাম ৫৫ কিমি/লিটার। তবে এভারেজে আমি ৪০ থেকে ৪৩ কিমি / লিটার পেয়ে থাকি। মাইলেজের ক্ষেত্রে আমি একটা বিষয় বিশ্বাস করি , আর তা হলো ইঞ্জিনের ঘোড়াকে আপনি যদি নির্দয়ভাবে চালান তবে তার খাদ্য পানিও বেশী দিতে হবে অন্যদিকে আপনি যদি মার্জিত ভাবে, সুন্দরভাবে ভালোবেসে দক্ষ হাতে চালান তাহলে দেখবেন অনেক কম খাবারেও অনেক দূর অতিক্রম করবে‌। যদিও কোম্পানি টপ স্পীড ১২০ কিমি /ঘন্টা বলেছে আমি একবার ১২৫ কিমি/ ঘন্টা গতি তুলেছিলাম। অসাধারণ অনুভুতি ছিল। তবে আমার ধারণা বাইকটির গতি আরও বেশী তুলে ফেলা সম্ভব।

লং জার্নি
আমি দুইবার বাইকটি নিয়ে লং জার্নিতে গিয়েছে। মাইলেজ স্পীড আর আমার কোন দিক দিয়েই কমতি পাইনি। যদিও SJCS প্রযুক্তি আছে এই বাইকে , কিন্তু আমার কাছে মনে হয়েছে ইঞ্জিন একটু বেশীই গরম হয়ে যায়। আমি একবার ২১০ কিমি রান করেছিলাম আমার কাছে মনে হয়েছিল সিটিং পজিশান অন্য রকম হলে ভালো হতো আবার এটাও মনে হলো ঠিকই আছে বাইকটি টি স্পোর্টি বাইক। হালকা পিঠ ব্যাথা নিয়ে ভাবছিলাম স্পোর্টি বাইক নিয়ে আর যাই হোক লং জার্নির জন্য না।


ভালো দিক
• ইঞ্জিন পারফর্মেন্স অসাধারণ
• মজবুত এবং টেকসই
• স্টাইলিশ এবং উজ্জ্বল রঙের গ্রাফিকস


মন্দ দিক
• লম্বা জার্নিতে আরামদায়ক না
• ব্রেকিং সিস্টেমে দুটিই ডিস্ক ব্রেক হতে পারতো
• প্লাস্টিক কোয়ালিটি বাইকের মানের সাথে যায় না


পরিশেষে বলতেই হয় ছোটখাট দুই একটা সমস্যা বাদ দিলে আমাদের দেশে প্রাপ্ত যেকোনো স্পোর্ট বাইকের থেকে এর পারফর্মেন্স ভালো।


Rate This Review

Is this review helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Suzuki Gixxer Monotone

Suzuki Gixxer Monotone ব্যাবহার অভিজ্ঞতায় Shimanto
2024-10-08

নিত্যদিনের সঙ্গি বাইক বিভিন্ন কাজে প্রয়োজন পরে বাইক তাই আমার ও প্রয়োজন ছিল চাকরির জন্য দুরের যাত্রা অর্থাৎ নিয়...

Bangla English
Suzuki Gixxer Monotone ব্যবহার অভিজ্ঞতা –শাহরিয়া নাফিজ
2024-06-12

আসসালামু ওয়ালাইকুম আমি শাহরিয়া নাফিজ ছোট বেলা থেকেই বাইকের প্রতি আমার ভাল লাগা বা ভালবাসা কাজ করে। বিশেষ করে যখ...

Bangla English
Suzuki Gixxer Monotone ব্যবহার অভিজ্ঞতা – স্বাক্ষর
2024-04-16

আমার বাসা থেকে অফিস প্রায় ১৩ কিমি এর দুরত্ব এবং এটা নিরসন করেছে বাইক। আমি প্রতিদিন বাইক নিয়েই যাতায়াত করে থাকে। আপ...

Bangla English
Suzuki Gixxer Monotone বাইক ব্যবহার অভিজ্ঞতা – ওয়ালিউর শেখ।
2023-11-20

বাইক নিয়ে আমার পথচলা অনেক আগে থেকেই বলতে পারেন। আমার কাছে বাইক জিনিসটা খুব ভালো লাগে যার জন্য আমি বাইক কেনার সময়...

Bangla English
Suzuki Gixxer Mono Tone SD ব্যবহারের অভিজ্ঞতা:আরাফাত খান
2023-01-01

আমি আরাফাত খান। আমি পড়াশোনার পাশাপাশি চাকুরি করি। বাইকের কেনার বিষয়ে বলতে গেলে, আমার বাসা মেহেরচন্ডী এবং আমার অ...

Bangla English
Suzuki Gixxer Mono Tone SD ব্যবহারের অভিজ্ঞতা: সায়েম
2022-12-29

Suzuki Gixxer বাইকটা আমার অনেক থেকেই অনেক পছন্দ ছিলো কারণ এর নেকেড ডিজাইন, ইঞ্জিন পারফরমেন্স, ব্রেকিং, ব্যালেন্স সব মিলি...

Bangla English
সুজুকি জিক্সার ব্যবহারিক অভিজ্ঞতা রাকিবুল ইসলাম
2022-04-09

আমি আমার বাইকিং জগতে Suzuki Gixxer বাইক অনেক ব্যবহার করেছি। বর্তমানে যে মডেলটি আমি ব্যবহার করছি তার পুর্বে আমি ব্যবহার কর...

Bangla English
সুজুকি জিক্সার ৫০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা আনোয়ারুল করিম
2021-05-22

ছাত্র জীবনে কম বেশি সকলেরই বাইকের প্রতি এক আলাদা রকম আবেগ কাজ করে । বাইক রাইডিং আমার অনেক ভালো লাগে তাই আমার যাতায়...

Bangla English
সুজুকি জিক্সার ৮০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা অনিক হোসেন
2021-05-19

সুজুকি ব্র্যান্ড আমার পরিবারের সাথে যুক্ত আছে সেই অনেক দিন আগে থেকেই। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমি আমার বাবাক...

Bangla English
সুজুকি জিক্সার ১২,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ সাজিদুর রহমান
2020-11-25

একটি মোটরসাইকেল কেনার পেছনে অনেকের অনেক রকমের গল্প থাকে। কেউ যোগাযোগের জন্য, কেউ ছোটখাট পন্য অর্থাৎ ব্যবসা সামল...

Bangla English
সুযুকি জিক্সার ব্যাবহারিক অভিজ্ঞতা তারিক হাসান
2020-11-04

উঠতি বয়সে বাইক এবং গতির ইচ্ছা বা সখ কার না আসে। আমি অনেক দিন থেকেই চিন্তা করতাম যে একটা মোটরসাইকেল হলে আমার জীবনটা...

Bangla English
সুজুকি জিক্সার ৬০০০ কিমি ব্যবহার অভিজ্ঞতা জীবন
2020-09-09

আমার নাম জীবন এবং আমি একজন ছাত্র। সেই ছোটবেলা থেকেই আমার মোটরসাইকেল অনেক ভালো লাগে এবং মোটরসাইকেল চালানোর অনেক ই...

Bangla English
সুজুকি জিক্সার ৮০০০ কিমি ব্যবহার অভিজ্ঞতা শুভ
2020-09-09

আমি অষ্টম শ্রেনি থেকে বাইক রাইড করি এবং তখন হোন্ডা সিডি ৮০ বাইক দিয়ে আমার বাইক চালানোর হাতে খড়ি। তারপরে ওয়াং বাইক ...

Bangla English
সুজুকি জিক্সার ২০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - মাহবুবুর রহমান মিঠুন
2020-04-27

বাজাজ পালসার ১৫০ বাইকটি অনেক দিন ব্যবহার করার পর আমার কাছে ভালো লাগলো আরেকটি বাইক সেটি হল সুজুকি জিক্সার। আমি পূ...

Bangla English
সুজুকি জিক্সার মোটরসাইকেল রিভিউ - মেহেদি হাসান
2020-01-06

একজন ছাত্র হিসেবে আমার প্রথম চাহিদা হচ্ছে বাইকে আউটলুক সুন্দর হতে হবে। এরপরে বাইকের পারফরমেন্স ,ইঞ্জিন পারফরমে...

Bangla English
সুজুকি জিক্সার ৬০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - সাব্বির হোসেন
2019-10-23

বাইক আমার জন্য শখের চেয়েও একটা বেশি কিছু তাই বাইকের প্রতি ঝোঁক আমার অনেক আগে থেকেই ছিলো।আমার টিভিএস এপাচি ১৫০ স...

Bangla English
সুজুকি জিক্সার ১২০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - গালিব
2019-10-21

আমি গালিব বর্তমানে পড়াশোনা করছি। আমার ছোট বেলা থেকেই বাইকের প্রতি একটা শখ ছিলো এবং সেই শখের বসে সুজুকি জিক্সার ক...

Bangla English
সুজুকি জিক্সার ২০,০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - ওয়াদুদ
2019-10-17

বাইকের প্রতি ঝোঁক অনেক আগে থেকেই আমার ছিলো কারণ আমার বাইক রাইড করতে খুব ভালো লাগে এবং বাইক নিয়ে বিভিন্ন স্থানে ঘ...

Bangla English
সুজুকি জিক্সার ২০,০০০কিমি রাইডিং রিভিউ - সাদ ইবনে সায়েদ
2019-10-14

সুজুকি জিক্সার প্রথম যখন বাংলাদেশের আসে তখন এই বাইকটার লুক্সস দেখে আমার খুব ভালো লেগে যায়। এদিকে এই বাইকটি আমার ...

Bangla English
সুজুকি জিক্সার ২০০০০কিমি রাইডিং রিভউ - রাসেল হোসেন
2019-03-11

বাইকটি কিনেছিলাম ২০১৭ সালের জানুয়ারী মাসে। এখন পর্যন্ত আমি এই বাইকটি নিয়ে প্রায় ২০,০০০ কিলোমিটার রাইড করে ফেলে...

Bangla English
সুজুকি জিক্সার মোটরসাইকেল রিভিউ - সোহেল আরমান পিয়াল
2018-11-15

অনেক আগে থেকেই বাইক এর ওপর আমার বেশ ভালো লাগা কাজ করত। তাই বাইক নিয়ে বেশ উন্মাদনা কাজ করত।আমার শুরুটা হয়েছিলো ও...

Bangla English
সুজুকি জিক্সার মোটরসাইকেল রিভিউ - রশিদ খান
2018-09-12

আমাদের দেশে দিন দিন মোটরসাইকেল এর কদর বৃদ্ধিই পাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে বাজারে আসছে নতুন নতুন ডিজাইনের বাই...

Bangla English
সুজুকি জিক্সার ৪০,০০০ কিমি রাইড রিভিউ – রনি
2018-09-06

আমি অনেক ছোট বেলা থেকেই মোটরসাইকেল এর প্রতি আগ্রহী ছিলাম। ১৮ বছর বয়সে প্রথম আমি প্রথম ১০০ সিসির একটি মোটরসাইকেল ...

Bangla English
সুজুকি জিক্সার মোটরসাইকেল রিভিউ - শাহিন আলম
2018-05-20

প্রথমে আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম মোঃ শাহীন আলম। নাটোর জেলায় নাটোর সদর থানার বড়গাছা গ্রামে আমার বাসা। প...

Bangla English
সার্ভিস সেন্টারের মান উন্নত করা দরকার – সুজুকি জিক্সার ব্যবহারকারী মিল্টন
2018-05-17

আমি মোঃ মিল্টন হোসেন পেশায় ব্যবসায়ী । ব্যবসায়ীক কাজ ও আমার অবসরে একটু বিনোদনের জন্য বাইক খুব প্রয়োজন। আমার যখন ব...

Bangla English
সুজুকি জিক্সার মোটরসাইকেল রিভিউ - নাসিম উদ্দীন
2018-04-11

সুপ্রিয় পাঠকমন্ডলী, আমি নাসিম উদ্দিন পেশায় একজন চাকুরীজিবি। গত একবছর যাবত আমি “সুজুকি জিক্সার ১৫০সিসি” ব্যবহা...

Bangla English
সুজুকি জিক্সার মোটরসাইকেল রিভিউ - সাদমান রহমান
2018-01-25

দীর্ঘদিন ইয়ামাহা এফযেডএস এবং টিভিএস এপ্যাচি আরটিআর ব্যবহার করার পর আমি কিনে ফেলি সুজুকি জিক্সার ২০১৭ মডেল। আগ...

Bangla English
সুজুকি জিক্সার মোটরসাইকেল রিভিউ - রাসেল মাহমুদ
2018-01-24

মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে আমি আমার বাইকের রিভিউ দিতে পেরে খুব আনন্দ বোধ করছি। আমি মোঃ রাসেল মাহমুদ এবং আমি একজ...

Bangla English
সুজুকি জিক্সার মোটরসাইকেল রিভিউ - আবরার ফাহিম ফারহান
2018-01-15

সুদীর্ঘ সময় ধরে ইয়ামাহা ফেজার ব্যবহার করার পর আমি সিদ্ধান্ত নিলাম যে বাইকটি এখন একটু পরিবর্তন করব। ইয়ামাহা ফেজ...

Bangla English
2017-10-15

আমি কাকন চাকমা বাসা আমার রাঙামাটিতে । ছোট বেলা থেকেই আমার স্বপ্ন যে আমার নিজের বাইক থাকবে এবং আমার নেকেড স্পোর্ট...

Bangla English
2016-11-26

বাহন হিসেবে বাবা দীর্ঘদিন থেকেই ব্যবহার করতেন Yamaha Delux. জাপানে তৈরী ১০০সিসি এই বাইকটি ডিজাইন, গতি, শক্তিতে ছিলো অতুল...

Bangla English
2016-08-18

আমি সেই দলের যাদের শৈশব থেকেই রয়েছে মোটরসাইকেলের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও নেশা। তরুন বয়সে এসে সেই নেশার পরিমান ...

Bangla English
2016-06-19

আমি রাদ বিন আলম। বাইক চালানো আমার নেশা। ‘নেশা’ শব্দ দিয়ে কী আমার আবেগ আপনাদের বুঝাতে পারলাম? ভাষাগত দূর্বলতার কা...

Bangla English
2016-05-19

...

English
2016-05-19

...

English
2015-06-24

...

English
2017-10-15
2016-11-26
2016-08-18
2016-06-19
2016-05-19
2016-05-19
2015-06-24
Filter