Is this review helpful?
Rate count: 1Ratings:
This user provides ratings about this bike
This bike is purchased from K.R Motors, Habiganj
আমার বন্ধু মহলে যারা এই নতুন সুজুকি জিক্সার এফআই এবিএস ব্যবহার করে তারা সবাই বলেছে যে বাইকটা অনেক ভালো এবং এই বাইক ব্যবহার করে তারা সন্তুষ্ট আছে। তাদের কথা শুনে আমারও এই বাইকটি কেনার আগ্রহ হল কারণ বাজারে যে বাইকগুলো এই সেগমেন্টে আছে সেগুলোর মধ্যে আমার কাছে জিক্সার এফআই এবিএস কে অনেক বেশি ভালো লেগেছে । অন্যদিকে এই বাইকটা ফিচারস এর দিক থেকে অনেক আপডেট। তাই সব মিলিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে , বাইক যখন একটা কিনবো তখন সুজুকির জিক্সার এফআই এবিএস বাইকটাই কিনবো।
এই বাইকটা আমি এখন পর্যন্ত রাইড করেছি মোট ১০,০০০ কিমি। আমি এই ১০,০০০ কিমি রাইডের অভিজ্ঞতা আপনাদের সাথে আজ শেয়ার করবো।
আমি এই বাইকের ভালো দিকের মধ্যে যে সকল বিষয় পাচ্ছি
-জিক্সার বাইকের ডিজাইন আমরা জানি যে অনেক সুন্দর আর নতুন এই জিক্সার সিরিজের ডিজাইন আরও বেশি সুন্দর কারণ এই বাইকটা আগের মডেলের থেকে অনেক বেশি আপডেট। সামনে থেকে শুরু করে আমার কাছে সব বিষয় অনেক ভালো লেগেছে।
-ইঞ্জিনে যেহেতু এফআই ব্যবহার করা আছে তাই এই বাইকের ইঞ্জিন পারফরমেন্সটাও অনেক ভালো লেগেছে আমার কাছে।
-এফআই প্রযুক্তির কারণে মাইলেজ আমি অনেক বেশি পাচ্ছি। এখন আমি শহরের মধ্যে মাইলেজ পাচ্ছি ৪৫ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাচ্ছি ৫০ কিমি প্রতি লিটার। মাইলেজ নিয়েও আমি সন্তুষ্ট।
-এবিএস ব্রেকিং থাকার কারনে আমি অনেক ভালো ব্রেকিং পাচ্ছি।
-বাইকটা লং রাইডের ক্ষেত্রে আমার কাছে আরামদায়ক মনে হয়েছে।
এই বাইকের মন্দ কোন দিক আমি এখন পর্যন্ত লক্ষ্য করিনি তবে আমার কাছে মনে হয়েছে যে দামটা একটু কম হলে আরও ভালো হত।
এইছিলো আমার সুজুকি জিক্সার এফআই এবিএস নিয়ে ১০,০০০ কিমি রাইডের অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
Is this review helpful?
Rate count: 1আমার বন্ধু মহলে যারা এই নতুন সুজুকি জিক্সার এফআই এবিএস ব্যবহার করে তারা সবাই বলেছে যে বাইকটা অনেক ভালো এবং এই বাইক...
Bangla Englishআমার মতে বাংলাদেশের বাজারে সুজুকি জিক্সার বাইক টি খুবই জনপ্রিয় এবং তরুণদের কাছে প্রথম পছন্দ। জিক্সার সিরিজটি অ...
Bangla Englishআমার অনেক আগে থেকেই শখ ছিলো যে একটা নিজস্ব বাইক থাকবে এবং সেই স্বপ্ন বা শখ যাই বলি না কেন সেটা আজ পুরন হয়েছে। আমি এখ...
Bangla Englishনিউ জিক্সার! বাইকটি বাজারে আসার পরে আমি অপেক্ষা করছিলাম সেই সময়ের জন্য যে কখন আমি এই বাইকটি হাতে পাব। সুজুকি আমার ...
Bangla Englishবাইক চালানো আমার কাছে অনেক দিন ধরেই আবেগের অন্যনাম। পেশায় আমি একজন ব্যবসায়ী, তবে যখনই আমার সময় হয় আমি বেরিয়ে পড়...
Bangla Englishবাইকিং জগতে সুজুকি জিক্সার অনেক পছন্দের এবং ভালোবাসার একটি বাইক মডেল। বাংলাদেশে যখন সুজুকি তাদের এই জিক্সার সি...
Bangla Englishএকজন বাইক প্রেমী হিসেবে আমি সর্বদা চাই বাইকের ইঞ্জিনের পারফরমেন্স, ডিজাইন, ইত্যাদি ভালো হওয়া । আমি জানি যে সব বাইক...
Bangla English