মোটরসাইকেল চালাতে কার না ভাল লাগে। তাও আবার সেটি যদি হয় আকর্ষণীয় ডিজাইন যুক্ত মোটরসাইকেল। আমার মোটরসাইকেলের নাম সুজুকি জিক্সার এস এফ। এটি আমি ২ বছর যাবত ব্যবহার করছি। এত দিনে আমি প্রায় ১২,০০০ কিমি পথ যাতায়াত করেছি। আমার এই মোটরসাইকেলটি দেখতে বেশ বড়। এর গ্রাফিক্স ডিজাইন গুলো সুন্দর। এর বডির প্লাস্টিক বেশ মজবুত। আমি লক্ষ্য করে দেখেছি হালকা আঘাতে এগুলো কিছুই হবার না। সব কিছু মিলিয়ে এটি আমার বডির সাথেও বেশ মানানসই। মোটরসাইকেলটি থেকে দীর্ঘ যাতায়াত করে আমি অনেক ভাল অনুভূতি পাই। হাই স্পীডে ১০০ গতিতে তুলেও কোন সমস্যা বুঝতে পারিনি। এর সাসপেনশন গুলো আরামদায়ক ভাবে পথ চলতে সাহায্য করে। এই মোটরসাইকেলটির তেল খরচ বেশি হলেও এর দামটা কিন্তু আমার সাধ্যের মধ্যেই ছিল। মোটরসাইকেলটির সিটিং পজিশন ভাল। সিটের সাথে এর হ্যান্ডেলবারের কম্বিনেশন খুবই ভাল। আমি আমার পরিবার নিয়েও খুব সহজেই এর সিটে বসে যাতায়াত করতে পারি। মোটরসাইকেলটির হ্যান্ডেলবারে যুক্ত সুইচ গুলো দেখতে সুন্দর। এগুলো খুব সহজেই ব্যবহার করতে পারি। মোটরসাইকেলটি রাতে চালিয়ে দেখেছি এর হেড লাইটে পর্যাপ্ত আলো হয়। এর ওজনটাও সঠিক রয়েছে।
ভাল দিকঃ
-এর বিল্ড কোয়ালিটি বেশ মজবুত।
-আকর্ষণীয় গ্রাফিক্স ডিজাইন রয়েছে।
-ব্রেকিং সিস্টেম উন্নত।
- ইঞ্জিন বেশ শক্তিশালী।
- দীর্ঘ যাতায়াত করে আমি কোন সমস্যা বুঝতে পারিনি।
মন্দ দিকঃ ---
- তেল খরচ বেশি।
মোটরসাইকেলটি পছন্দের কারণ?
এই মোটরসাইকেলটি পছন্দের কারণ হচ্ছে, এর আউটলুক খুব সুন্দর এবং আকর্ষণীয়। গ্রাফিক্যাল ডিজাইন গুলো বেশ স্টাইলিশ। আমার সাধ্যের মধ্যে এমন ভাল ডিজাইন যুক্ত মোটরসাইকেল পেয়ে সাথে সাথেই কিনেছি।
মাইলেজ সিটিঃ ৩২ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৩৮ কিমি।
আমার এই মোটরসাইকেলটির কন্ট্রোল অনেক ভাল। এর সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। ডিস্ক ব্রেকটি আমাকে কন্ট্রোলের ক্ষেত্রে একটু বেশি সাহায্য করে। মোটরসাইকেলটির চাকা দুটো মোটা এবং এর ট্যায়ারের গ্রিপ গুলো দেখতে অনেক সুন্দর। তাই আমি হঠাৎ কড়া ব্রেক করলেও খুব একটা স্লিপ করে না। বর্তমানে আমি মোটরসাইকেলটি থেকে মাইলেজ একটু কম পাচ্ছি। কিন্তু মোটরসাইকেলটির ইঞ্জিন পারফর্মেন্স চমৎকার। ইঞ্জিনের শব্দটি শুনতে আমার ভাল লাগে। এখন পর্যন্ত এর ইঞ্জিনে কোন প্রকারের সমস্যা পাইনি। সকল প্রকারের গতিতে চালিয়ে দেখেছি মোটরসাইকেলটি থেকে সর্বদা ভাল অনুভূতিই পাওয়া যায়। তাই বলবো এটি একটি আরামদায়ক বাইক। পরিশেষে বলবো, সুজুকি জিক্সার এস এফ মোটরসাইকেলটি দীর্ঘ যাতায়াতের জন্য একদম পারফেক্ট।