আমার যাতায়াত সুবিধার জন্য একটি বাইকের খুব প্রয়োজন অনুভব করি। নিজের একটা বাইক থাকলে ইচ্ছা স্বাধীনভাবে ঘুরা যায় এদিকে নিজের মন রিফ্রেশ করার জন্য বাইক নিয়ে ঘুরার মত মজা আর নাই। আমি আমার অনেক বন্ধুদের দেখেছি যে তারা তাদের বাইক নিয়ে বিভিন্ন স্থানে ট্যুর দেয় এবং মানসিক প্রশান্তি লাভ করে। আমি ঠিক করলাম আমার যাতায়াত সুবিধার জন্য একটি বাইক কিনবো। যখন নিজের ইচ্ছা পুরন করার জন্য বাইক কিনবো তখন সে বাইকটি অবশ্যই ভালো হওয়া চাই। মোটরসাইকেল মার্কেট ঘুরে আমার চোখে পরে সুজুকি জিক্সার এসএফ মটোজিপি এডিশন। বাইকির ডিজাইন , কালার কম্বিনেশন সব কিছু দেখেই আমার ভালো লাগে এবং এই ভালো লাগা থেকে আমি সুজুকি জিক্সার এসএফ মটোজিপি বাইকটি ক্রয় করি। সুজুকি জিক্সার বাইকটি পছন্দ ছিলো কিন্তু তার থেকে আরও বেশি মাস্কুলার এবং বেশি সুন্দর বাইক মনে হয়েছে সুজুকি জিক্সার এসএফ কে। আমি এই বাইকটা নিয়ে এখন পর্যন্ত রাইড করেছি ২৯ হাজার কিলোমিটার। আমার এই ২৯ হাজার রাইডিং অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করবো। এই রাইডিংকালে বাইকটি থেকে ভালো মন্দ অনেক সাপোর্ট পেয়েছি।
ভালো দিক
বাইকের ডিজাইন অনেক সুন্দর। অনেক মাস্কুলার একটি বাইক। আমি রাইড করে বুঝতে পারি যে মাস্কুলার বাইক রাইড করার মজাই আলাদা।
ইঞ্জিনের পারফরমেন্স অনেক ভালো। ইঞ্জিন অনেক দ্রুত স্পীড তুলতে পারে এবং কোন পারফরমেন্স লস করে না।
সিটিং পজিশন খুব আরামদায়ক। আমি বাইকটা রাইড করে দেখেছি যে লং রাইডেও বাইকটি আমাকে কোন সমস্যায় ফেলেনি এবং বাইকটি থেকে আমি খুব ভালো সাপোর্ট পেয়েছি আরামের দিক থেকে।
ডিজিটাল মিটার কনসোল আমার ভালো লেগেছে এবং এখানে প্রয়োজনীয় সব কিছুই রয়েছে।
ব্রেকিং অনেক সুন্দর এবং টায়ার মোটা থাকার ফলে সুন্দর ব্রেকিং এর সাথে কন্ট্রোল খুব ভালো করা যায়।
এই বাইকটি ২৯ হাজার কিলোমিটার রাইড করে দেখেছি যে বাইকটির ইঞ্জিন থেকে একটু সমস্যা হয় । ইঞ্জিনের শব্দ খুব তারাতারি নষ্ট হয়ে যায় এবং ইঞ্জিনের বেশ কিছু জিনিস তারাতারি পরিবর্তন করতে হয়। ইঞ্জিন ছাড়া আমি আর কোন বড় সমস্যা পাইনি এই বাইক থেকে।
শহরের মধ্যে মাইলেজ এখন পাচ্ছি ২৫ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাচ্ছি ৩৫ কিমি প্রতি লিটার। যেহেতু বাইকটি অনেক কিমি চলেছে তাই মাইলেজ একটু কম হবে স্বাভাবিক।
আপনারা যারা এই বাইকটি কিনতে আগ্রহী
তারা সবাই এই বাইকটি কিনতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগার একটি বাইক হচ্ছে সুজুকি জিক্সার এসএফ মটোজিপি। সব মিলিয়ে এই বাইকটা ২৯ হাজার কিমি রাইড করে আমি সন্তুষ্ট। সবাই ভালো থাকবেন। ধন্যাবাদ