বর্তমান সময়ে এসে বাইক কার না পছন্দ বাইক আমার শুরু থেকেই পছন্দ ছিল এবং খোঁজ করতে থাকলাম সুজুকি ব্র্যান্ডের দিকে আমি খুজতে খুজতে বাজেট এবং লুক্স এর দিক থেকে পেয়ে যায় Suzuki Gixxer SF Carburetor বাইকটি আমার নজর কারে এবং বাইকের ডিজাইন অনেক সুন্দুর অন্য সব বাইকের থেকে আমার কাছে বেশ ভালো লেগেছে বাইকটি। দেড় বছরে ৮৫০০ কিলোমিটার রাইড করেছি তাই আজ এই স্বল্প কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো যাটে বাইক ক্রয় করতে এবং বাইক সম্পর্কে তথ্য পেতে সুবিধা হয়।
বাইকের ভালো দিকঃ
*একটি কমিউটার সেগমেন্টের বাইক পাওয়া সত্তেও লুক্স পারমরফেন্স স্পোর্টস বাইক এর মত
*বাইকের পারফরমেন্স এর সাথে বাইকের মাইলেজ ভালো পাওায়া যায় সিটির মধ্যে ৪৩-৪৫কিলোমিটার এবং হাইওয়েতে ৪৮-৫০ কিলোমিটার মাইলেজ এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে।
*অন্য সব বাইকের যেমন পিলিওনের সিটে সমস্যা থাকলেও Suzuki Gixxer SF Carburetor পিলিওনের সিটে কমফোর্টেবল ভাবে বসতে পারে ।
*বাইকের লুক্স সুন্দর ডিজাইনের সাথে সাথে যে কারো নজর কারবে ।
*বাইকের ব্রেকিং কন্ট্রোল অনেক ভালো সিটির মধ্যে বিভিন্ন রাস্তায় ব্রেকিং কন্ট্রোল ভালো সার্ভিস দিয়ে থাকছে।
বাইকের মন্দ দিক বা আরও ভালো হতে পারতঃ
*বাইক নিয়ে লং রাইড অর্থাৎ দীর্ঘক্ষণ রাইড করার ফলে কোমর ও হাতের কব্জি ব্যাথা হয় । সিটিং পজিশন ঠিক আছে যা নিয়ে অসুবিধা নেই তবে রাইডারদের জন্য জেন কোন মাধ্যম বের করা হয়।
* দীর্ঘ সময় রাইড করা বলতে আমি একটানা ১৭০ কিলোমিটার পর্যন্ত রাইড করেছি এবং সর্বচ্চ ১০৭ কিলোমিটার পর্যন্ত তুলতে পেরেছি যেখানে ব্যাথা অনুভব করেছি।
*বাইকের মিটার ছোট কালারফুল নয় একটু বড় হলে ভালো হতো অন্য বাইকের মত একটু উন্নতি দরকার।
*বর্তমান সময় আধুনিকতারযুগ দেখতে গেলে প্রায় সব বাইকে ব্লুটুথ সিস্টেম কানেক্টিভিটি থাকে যা এই বাইকে নেই । যা দরকার ছিল বলে আমি মনে করি।
সব মিলিয়ে বলা যায় অন্য সব বাইকের পারফরমেন্স দিক থেকে Suzuki Gixxer SF Carburetor ভালো মনে হয়েছে যারা এই বাইকটি নিতে চান নিতে পারেন ভালো মানেএ একটি বাইক বাজেটের দিক থেকেও যথেষ্ট ভালো মনে হয়েছে ধন্যবাদ সবাইকে।