আমি এযাবৎ কালে যতগুলো বাইক কিনেছি বা ব্যবহার করেছি সেগুলো কেনার পুর্বে রাইড করে বাস্তব অভিজ্ঞতা নিয়েই কিনেছি,। Suzuki Gixxer SF FI ABS বাইকটা কেনার ক্ষেত্রে ব্যাতিক্রম কিছু নয়, আমি এই বাইকটা রাইড করেছি এবং আমার মনে মত হওয়ার কারনে নির্দ্বিধায় ক্রয় করেছি। এখন পর্যন্ত আমি এই বাইকটা রাইড করেছি ২ বছরে ২২,০০০ কিমি এবং এই রাইডে আমার কাছে যে সকল বাস্তব বিষয় সামনে এসেছে সেগুলো আপনাদের সাথে আজ শেয়ার করবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই বাইক থেকে আমি কেমন অভিজ্ঞতা পাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি ।
Suzuki Gixxer SF FI ABS বাইকের ভালো দিক:
*আমার কাছে প্রথমে যে বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হল এই বাইকের ডিজাইন। সামনের বডি কিট থেকে শুরু করে পেছনের টেল ল্যাম্প পর্যন্ত বাইকটাতে নিখুঁত ডিজাইন লক্ষ্য করা যায় যা এই সেগমেন্টে মন জয় করার মতন।
*ব্রেকিং সিস্টেমে রয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম , আমার কাছে এই ব্রেকিং সিস্টেম এর পারফরমেন্স অনেক ভালো লেগেছে এবং এই ব্রেকিং আমাকে চলার পথে অনেক ভালো একটা সাপোর্ট দেয়।
*ইঞ্জিনের পারফরমেন্সটা আমার কাছে স্মুথ ও অনেক বেশি মনে হয়েছে। আমি রাইড করে দেখেছি যে ইঞ্জিনের পারফরমেন্স এর দিক থেকে কোন কমতি নেই।
*এফ আই বা ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমের কারণে আমি এই বাইক থেকে ভালো ইঞ্জিন পারফরমেন্সের পাশাপাশি অনেক ভালো মাইলেজও পাই। শহরের মধ্যে আমি পেয়েছি ৪০ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে আমি পেয়েছি ৪২ কিমি প্রতি লিটার। মাইলেজের দিক থেকে আমার কাছে ভাল মনে হয়েছে।
*রাইড করে আমার কাছে যথেষ্ট আরামদায়ক একটি বাইক বলে মনে হয়েছে কারণ এর স্প্লীট সিটিং পজিশন, হ্যান্ডেলবার ইত্যাদির কম্বিনেশনের কারণে রাইড অনেক আরামদায়ক মনে হয়।
*সত্য বলতে এই বাইক রাইড করে আমি মেজর কোন খারাপ দিক পাইনি, যে খারাপ দিকগুলো পেয়েছি সেগুলো আমার মনে হয় তেমন উল্লেখযোগ্য না।
সব মিলিয়ে দারুন একটা বাইক মনে হয়েছে আমার কাছে ।