বয়সটা অনেক অল্প তাই বাবাকে রাজি করানোর জন্য অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে আমি যখন অষ্টম শ্রেণিতে ছিলাম সেই সময় থকেই আমি বাইক কেনার জন্য মরিয়া হয়ে উঠি।বাবা আমাকে অনেক ভালোবাসে আমি যখন যা চেয়েছি তাই পেয়েছি,কিন্তু বাইক এর বিষয়টি অনেক আলাদা বাবা অনেক চিন্তা ভাবনা করে আমাকে বাইক কেনার অনুমুতি দেয়।আমি আবেগে আপ্লুত হয়ে যায় এবং বাবাকে জড়িয়ে ধরি।সময়টি ছিল আগস্ট মাস এখন আমার চিন্তা বেড়ে গেল কোন বাইক নিলে ভালো হবে কারণ এর আগে আমার বড় ভাইয়ের সুযুকি কোম্পানির জিক্সার ডুয়েল টোন বাইকটি ছিল তাই একবার মনে হল একটু ভিন্ন ব্র্যান্ড ব্যাবহার করে দেখা যাক।কিন্তু ভাইয়া আমাকে উৎসাহ দিল জিক্সার এসএফ ডাবল ডিস্ক বাইকটি কেনার জন্য তাই আমিও ভেবে দেখলাম এবং বাবা সাথে নিয়ে গিয়ে বাইকটি আমাকে কিনে দেন।আমি গত ৪ মাস যাবত বাইকটি ব্যাবহার করছি কিছু কথা আপানদের সাথে ভাগাভাগি করতে চাই।
আমি বাইক নিয়ে সারাদিন ঘুরে বেরাই।আমার ঘুরতে খুব ভালো লাগে। বয়স কম এর ফলে অনেক রাফ বাইক চালাই সেই ক্ষেত্রে বাইকের কন্ট্রোল অনেক ভালো পাচ্ছি এবং বাইকটি ডাবল ডিস্ক হওয়ার ফলে আমি পূর্বের জিক্সার এর তুলনায় এই বাইকে বেশি কন্ট্রোল পাচ্ছি।আমি এক দিনে ৫০০ কিলোমিটার পর্যন্ত রাইড করেছি সেই ক্ষেত্রে আমি অনেক ভালো কন্ট্রোল পেয়েছি আমার বাইক এর কাছে থেকে।
যেহেতু এক দিনে ৫০০ কিলোমিটার রাইড করেছি সেই ক্ষেত্রে ইঞ্জিন বেশ ভালো মজার বিষয় হচ্ছে বাইকের ইঞ্জিন যত গরম হচ্ছিলো আরও বেশি স্মুথ ফিল পাচ্ছিলাম তবে প্রায় ২০০ কিলোমিটার যাবার পর ইঞ্জিন কেমন যেন খাপ ছাড়া লাগছিলো কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে গিয়েছিল আমি এখন পর্যন্ত আমি ইঞ্জিনে তেমন কোন সমস্যা খুঁজে পায়নি আমার কাছে বাইকটির ইঞ্জিনের পাওয়ার অনেক ভালো মনে হয়েছে এবং আমি যখন যেমন স্পীড চাই ঠিক তেমন স্পীড পাই।
বাইকটির ডিজাইন বেশ ভালো এবং রং এর কোয়ালিটি ভালো।আমার বাইকটির রং কালো এর ফলে যখন আমি রাতের বেলায় বাইক নিয়ে বের হয় বাইকটি চিকচিক করে যেটি আমার বাইকটিকে ভারত্ব এনে দেয়।স্টিকার গুলোর কোয়ালিটি আমার কাছে কম মনে হয়েছে এর তুলনাত ইয়ামাহা কোম্পানির বাইকের স্টিকার গুলো কোয়ালিটি অনেক ভালো মনে হয় আমার কাছে।
উঠতি বয়স,সেই ক্ষেত্রে বাইক চালাতে আমার বাইক চালাতে অনেক ভালো লাগে।আমি সারাদিন বাইক চালিয়ে আমার ক্লান্তি আসে না তবে বাইক এর সিটিং পজিশন একটু নিচু মনে হয়েছে আমার কাছে যারা লম্বাতে ছোট তাদের একটু সমস্যা হতে পারে। বাইকটির হ্যান্ডেলবার ধরে কন্ট্রোল করা যায় বেশ ভালো ভাবে এবং আরামের সাথে রাইড করতে পারি,বিশেষ করে যখন আমি দূরের পথে পাড়ি দেয় সেই সময় হ্যান্ডেলবার অনেক আরাম এনে দেয়।বাইকটির হেডল্যাম্প বেশ জোরালো আলো দিতে সক্ষম এবং এই হেডল্যাম্প এর ফলে বাইকটির লুক আমার কাছে ভিন্ন রকম মনে হয়।
আমি বাইকটি কিনেছি একতা এন্টারপ্রাইজ তাদের সার্ভিস সেন্টার নেই সেই জন্য আমি নিজে থেকেই বাইক সার্ভিস করাই।তাদের ব্যাবহার ভালো মনে হয়েছে আমার কাছে যদিও বাবর পরিচিত।
দাম আমার কাছে ঠিক মনে হয়েছে কারণ আমি যেমন সার্ভিস পাচ্ছি এই দিক বিবেচনা করে দাম আমার কাছে ঠিক মনে হয়েছে।
আমি মোঃ ইমরান স্বপ্ন এই ছিল আমার সুযুকি জিক্সার(বিস্ট)এর কথা।
ভালো দিকঃ
-কন্ট্রোল
-ইঞ্জিন
খারাপ দিকঃ
-মাইলেজ
-স্টিকার কোয়ালিটি।