আমার সাধ্যের মধ্যে কেনা সুজুকি জিক্সার এস এফ ১৫০ সিসি মোটরসাইকেলটি আমি ২ মাস যাবত ব্যবহার করছি। এযাবৎ আমি প্রায় ১০০০ কিমি পথ চালিয়েছি। এই মোটরসাইকেলটি কেনার মূল করণ হচ্ছে এর আউটলুক এবং গ্রাফিক্যাল ডিজাইন গুলো খুবই সুন্দর। এর ফুয়েল ট্যাংকারটা বড় এবং এটি দেখতে বেশ আকর্ষণীয়। এর বডির প্লাস্টিক গুলো বেশ মজবুত। এর সিটিং পজিশন মোটামুটি ভাল। আমি পরিবার নিয়েও খুব সহজেই যাতায়াত করতে পারি। মোটরসাইকেলটির হ্যান্ডেলবারের সাথে সিটিং পজিশনের কম্বিনেশন খুবই ভাল। তাই আমি দীর্ঘ পথ যাতায়াত করেও তেমন ক্লান্ত হই না। কোন প্রকারের ভাইব্রেশন ছাড়াই মোটরসাইকেলটি হাই স্পীডে চালানো যায়। এর সাসপেনশন গুলো আরামদায়ক পথ চলতে সহায়তা করে। রাতে এর হেড লাইটে পর্যাপ্ত আলো হয়। এর হ্যান্ডেলবারে যুক্ত সুইচ গুলো দেখতে চমৎকার। মোটরসাইকেলটির সেল্ফটি অনেক ভাল কাজ করে। এর ব্যাটারি কোয়ালিটি বেশ মজবুত। তবে এই মোটরসাইকেলটির তেল খরচ একটু বেশি। এছাড়া আমার সাধ্যের মধ্যে কেনা এই মোটরসাইকেলটি চালিয়ে অনেক ভাল অনুভূতি পাচ্ছি।
ভাল দিকঃ
- গ্রাফিক্স ডিজাইন চমৎকার।
- সিটিং পজিশন ভাল।
- দীর্ঘ যাতায়াতে কোন সমস্যা হয় না।
- সেল্ফ ভাল কাজ করে।
- সাসপেনশন গুলো অনেক ভাল।
- এর সুইচ গুলো দেখতে সুন্দর।
- ইঞ্জিন পারফর্মেন্স খুব ভাল।
- ব্রেকিং সিস্টেম খুব ভাল।
- দাম কম।
মন্দ দিকঃ
- তেল খরচ বেশি।
মোটরসাইকেলটি পছন্দের কারণ?
এই মোটরসাইকেলটি পছন্দের মূল কারণ হল, এই মোটরসাইকেলের নতুন নতুন ফিচারস গুলো দেখতে চমৎকার। এর আউটলুক অনেক সুন্দর। সাধ্যের মধ্যে এমন সুন্দর মোটরসাইকেল পেয়েই কিনে ফেলি।
মাইলেজ সিটিঃ ৩০ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৩৫ কিমি।
মোটরসাইকেলটি ২ মাস ব্যবহার করে বুঝেছি এর ইঞ্জিন পারফর্মেন্স চমৎকার। দীর্ঘ যাতায়াতে এটি ওভার হীট হয় না। ইঞ্জিনের শব্দটা অনেক সুন্দর। আমি এখন পর্যন্ত এর কোন সমস্যা বুঝতে পারিনি। আমার এই সুজুকি জিক্সার এস এফ
মোটরসাইকেলটির ব্রেকিং সিস্টেম খুবই ভাল। এটি ডিস্ক ভার্শনের মোটরসাইকেল হওয়ায় কন্ট্রোলের দিক থেকে আমার চিন্তা নেই। এর ব্রেক গুলো অনেক ভাল কাজ করে। এই মোটরসাইকেলের চাকা গুলো মোটা এবং চাকার গ্রিপ গুলো দেখতে অনেক সুন্দর। কড়া ব্রেক করলেও এটি স্লিপ করে না। এই মোটরসাইকেলটির ওজন একদম পারফেক্ট রয়েছে। পরিশেষে বলতে চাই, সাধ্যের মধ্যে এমন আকর্ষণীয় ডিজাইন যুক্ত মোটরসাইকেল হয় না। তাই মাইলেজের কথা চিন্তা না করে ভাল পারফর্মেন্সের কথা বিবেচনা করে সুজুকি জিক্সার এস এফ ১৫০ সিসির মোটরসাইকেলটি আপনারাও ব্যবহার করতে পারেন। এটি একটি আরামদায়ক বাইক। যে কোন ধরনের যাতায়াত করে আমি অনেক ভাল অনুভূতি পাই। সবাইকে ধন্যবাদ।