আমার নাম নাইম । আমি একজন ছাত্র। রাজশাহীর লক্ষিপুর এলাকায় বাস করি। বর্তমানে সুজুকি জিক্সার এসএফ ১৫৫ সিসি বাইক ব্যাবহার করছি। আমি বাইক চালাতে পছন্দ করি। এটা একটা নেশার মতো কাজ করে আমার মধ্যে এখন।
আমি বাইক চালানো শিখেছি এখন থেকে কয়েক বছর আগে ডিস্কোভার ১০০ বাইক দিয়ে । ব্যক্তিগত ও পারিবারিক কিছু কাজ এবং কলেজ প্রাইভেট যাতায়াত সুবিধার জন্য বাইকটি মূলত কেনা হয়েছিলো। এছাড়া তেমন কোনো কারণ নেই। আমি এখন পর্যন্ত অনেক গুলো মডেলের বাইক চালিয়েছি। যেমনঃ পালসার ১৫০, পালসার এনএস ১৬০, ডিস্কোভার ১৩৫, হোন্ডা হরনেট ১৬০ ইত্যাদি ।
জিক্সার এসএফ বাইকটি ৩ বছর যাবত ব্যাবহার করা হচ্ছে এবং প্রায় ৩৫০০০ কিলোমিটার চালানো হয়েছে। এই বাইকটি মূলত ছিলো আমার বড় ভাইয়ের, সে ব্যাবহার করত এখন আমি ব্যাবহার করছি।
বাইকটি নিয়ে কিছু বলতে হলে আমি আগে বলব ইঞ্জিনের কথা । কারণ ইঞ্জিন পারফর্মেন্স অনেক ভালো । অনেক স্মুথ , সহজে ইঞ্জিন গরম হয় না, ত্রুটিপূর্ণ কোনো শব্দ নেই এবং সঠিক গতি তুলতে সক্ষম।
বাইটির শুধু ইঞ্জিন পারফর্মেন্স ভালো না ডিজাইনও অনেক সুন্দর। বডির প্লাস্টিক এবং পার্টস মজবুত অনেক। সুন্দর ফুয়েল ট্যাংক তার সাথে রয়েছে ক্লাসিক একটা লুক। যেটা যেকোনো মানুষকে মুগ্ধ করবে। বাইকটা যথেষ্ট সুন্দর লাগে আমার কাছে তবে বডি কিটটা একটু কমা মনে হয়েছে। আরও বেশি মজবুত হতে পারত।
এছাড়া বাইকটির কন্ট্রোল বেশ ভালো কারণ এর সাথে রয়েছে জোশ ব্রেকিং এবং সাসপেন্সন সিস্টেম। ১২৪ কিলোমিটার স্পীডে বাইক রাইড করে ও আমি কোনো সমস্যা অনুভব করিনি। তাছাড়াও বাইকে বসে পা পেতে সমস্যা হয় না।দীর্ঘক্ষণ বাইক রাইদ করলেও পিঠে বা কাঁধে বাথ্যা হয় না। সুইচ গুলো ব্যাবহারে কষ্ট হয় না। রাতে রাইড করতে একটু সমস্যা হয় কারণ হেড লাইটের আলো কম মনে হয়। লং রাইডে বাইক রাইড করতে তেমন একটা কষ্ট হয় না।আমি আই বাইক নিয়ে পাকা রাস্তা এবং গ্রামের মাটির রাস্তায় চালিয়েছি কখনও বেশিও ঝাঁকুনি মনে হয়নি । হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম থাকায় বাইক চালাতে নিরাপদ অনুভুতি হয়।
মাইলেজ নিয়ে বলতে গেলে বলতে হয় মাইলেজ নিয়ে সন্তুষ্ট। ৩ বছর পার হতে চলছে তারপরও এখন ৪০-৪২ কিলোমিটার প্রতি ঘন্টা মাইলেজ পাচ্ছি। আগে ৪৫ কিমি. এর বেশি মাইলেজ যেত।
সার্ভিস সেন্টারের তেমন কোনো কিছু খারাপ লাগেনি। তাদের ব্যাবহার ভালোই , পরিবেশ ভালো, কাজের মানও ভালো কিন্তু সমস্যা খুঁজে পেতে সময় অনেক বেশি ব্যয় করে।এই বিষয় টাতে তাদের নজর দেয়া দরকার।
সজুকি জিক্সার এহ এফ বাইকটি এর সার্ভিসের তুলনায় বাইকের দাম আমি মনে করি ঠিক আছে।তবে যদি একটু কমানো সম্ভব হয় তাহলে সাধারন মানুষ বাইকটির প্রতি আগ্রহি হবে বেশি।
বাইকটির হেড লাম্পের আলো বাড়াতে হবে। তাহলে বাইকটি স্বয়ংসম্পূর্ণ হবে।