সুজুকি জিক্সার হচ্ছে বংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় মোটরসাইকেল। এই বাইকটা অনেক ভালো মানের একটি বাইক। আমি সুজুকি জিক্সার এস এফ বাইকটা প্রায় ২ বছর ধরে ব্যবহার করছি। এটা আমাকে কখনও হতাশ করেনি। সুন্দর স্পোর্টস লুক এবং ভালো পারফরমেন্সের ইঞ্জিন আমাকে অনেক সন্তুষ্ট করেছে। আমার বাইকটা দেখতে অনেকটা দানবের মতো এবং এর ইঞ্জিনটা যখনও আমি স্টার্ট দিই তখন আরো দানবীয় মনে হয়। এক্সেলেরেশন চমৎকার এবং আমি যখন পিকআপ দেই তখন এটা আর ভালোভাবে অনুভব করতে পারি। বাইকটা অনেক স্মুথ এবং আরামদায়ক। আমি মোঃ শাকিল উদ্দিন পেশায় একজন সার্ভিস হোল্ডার এবং আমার ব্যাক্তিগত আরেকটি ব্যবসা আছে। আমার বাইক কেনার মুল উদ্দেশ্যে ছিলো ভাল যাতায়াত ব্যবস্থা এবং ব্যবসা ও চাকুরি দুটা এক সাথে সামাল দেওয়ার জন্য। আমার বর্তমান ঠিকানা ঝলমলিয়া, পুঠিয়া, রাজশাহী। আমি এর আগে অনেক বাইক ব্যবহার করেছি যেমন – বাজাজ ডিস্কোভার, টিভিএস এপ্যাচি। আজকে আমি আমার ২ বছরের সুজুকি জিক্সার ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরবো। আশা করি সেগুলো আপনাদের জন্য অনেক সহায়ক হবে।
প্রথমে বলবো যে ইঞ্জিনের পাওয়ার অনেক ভালো এবং আমি এটা বেশ ভালো অনুভব করি। ইঞ্জিনের পারফরমেন্স দারুণ এবং এখন পর্যন্ত আমি কোন ঝামেলা অনুভব করিনি। ভালো ইঞ্জিন পারফরমেন্সের পাশাপাশি আমি এখন মাইলেজ পাচ্ছি লিটারে ৪০ কিমি এর মত। অনেকেই বলে যে এর মাইলেজ ভালো কিন্তু মাইলেজ নিয়ে আমি তেমন সন্তুষ্ট না। আমি আরও মাইলেজ আশা করেছিলাম।
ডিজাইন ও বিল্ড কোয়ালিটি অসাধারণ। আমি এর স্পোর্টস লুক অনেক পছন্দ করি এবং মজবুত বিল্ড কোয়ালিটি আমাকে অনেক ইমপ্রেস করেছে।
হ্যান্ডেলবার এবং সিটিং পজিশন অনেক সুন্দর ভাবে স্থাপন করা হয়েছে যার কারণে আমি অনেক আরাম অনুভব করি। আমি লং জার্নিতে কখনও ব্যাক পেইন অনুভব করি না । সিটিং পজিশন আমার অনেক ভালো লাগে। হ্যান্ডেলের সাথে সংযুক্ত সুইচগুলো অনেক ভালো কাজ করে এবং রাতে আমি এর হেডল্যাম্প থেকে যথেষ্ট পরিমাণে আলো পাই।
কন্ট্রোলিং আমার বাইকের একটা অন্যতম ভালো দিক। আমি বাইকটার কন্ট্রোলিং অনেক ভালো অনুভব করি। টপ স্পীডে খুব কম ভাইব্রেট করে, ব্রেকিং গুলো অনেক ভালোভাবে আমাকে স্পীড নিয়ন্ত্রন করতে সাহায্য করে। টায়ার মোটা এবং ভালো গ্রিপ রয়েছে যার কারণে স্কীড তেমন অনুভব করি না। খারাপ কিংবা ভালো রাস্তায় এর সাসপেনশন আমাকে যথেষ্ট আরাম এনে দেয়। আমি সত্যিই অনেক সন্তুষ্ট এর কন্ট্রোলিং নিয়ে।
আমার কাছে এর দানবটার দাম একদম ঠিক মনে হয়েছে। আমি আমার বাইকের অনেক ভালো পারফরমেন্স পাচ্ছি এবং আমি রাত কিংবা দিন,শহর কিংবা হাইওয়ে, ভালো কিংবা খারাপ রাস্তাতে অনেক বিশ্বস্ত বাইক। এটা খুব ভালো লাগার একটি বাইক।
আমি তাদের সার্ভিস সেন্টারে গিয়েছি। তাদের সার্ভিস মান অনেক ভালো এবং তারা গ্রাহকদের সাথে অনেক ভালো আচরণ করে। তারা আমাকে কখনও হতাশ করেনি।
বাইকটা অনেক স্টাইলিশ এবং আমি এটা অনেক পছন্দ করি কিন্তু হতাশ করার বিষয় হলো যে এর মাইলেজ এবং পেছনের ব্রেকিংটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়।
যদি কেউ এই বাইকটি কেনার কথা ভাবেন তবে আমি বলবো যে সময় নষ্ট না করে আজই কিনে ফেলুন।