আমি সৌরভ সাহা। বর্তমানে আমি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিবিএ তে পড়াশোনা করছি। ব্যাক্তিগত ও পারিবারিক কিছু কাজ এবং ভার্সিটি যাতায়াত সুবিধার জন্য আমি প্রায় দীর্ঘ ২ বছর ধরে ব্যবহার করছি সুজুকি জিক্সার এস এফ সিংগেল ডিস্ক এবং এটাই আমার ব্যবহৃত প্রথম বাইক। সুন্দর আউটলুক, ভালো কন্ট্রোল এবং ভালো ডিজাইনের কারণে আমি সুজুকি জিক্সার বাইকটা পছন্দ করি। আমি এই ২ বছরে সুজুকি জিক্সার নিয়ে প্রায় ১৪ হাজার কিমি পথ পাড়ি দিয়ে ফেলেছি। এই ২ বছর অর্থাৎ ১৪ হাজার কিমি তে বাইকটি বেশ ভালোই সাপোর্ট দিচ্ছে। ছোট খাট কিছু সমস্যা ছাড়া মেজর কোনো সমস্যা আমি এখনও পাই নি। আজকে আমি মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে আপনাদের সাথে আমার ২ বছর রাইডিং অভিজ্ঞতা তুলে ধরবো। আশা করি সেগুলো আপনাদের জন্য অনেক সহায়ক হবে।
ডিজাইন ও বিল্ড কোয়ালিটি
ডিজাইনটা অনেক সুন্দর। আমি মনে করি যে সহনীয় দামের মধ্যে সুজুকি জিক্সারের ডিজাইনটা একদম পারফেক্ট। সুন্দর ফুয়েল ট্যংকার, অসাধারণ গ্রাফিক্স সব কিছুই অনেক ভালো মনে হয়েছে আমার। বাইকটির ডিজাইনের সব দিক আমার কাছে বেশ ভালো লেগেছে। অন্যদিকে বিল্ড কোয়ালিটি মোটামুটি মজবুত আছে আরও ভালো হতে পারত এবং বডি কিটটা খুব মজবুত মনে হয়নি আমার কাছে।
কম্ফোরট
আমি একদিনে প্রায় ১৫০ কিমি রাইড করার পরেও কোনো ব্যাক পেইন বা ক্লান্তি অনুভব করিনি কারণ এর রয়েছে সুন্দর ও আরামদায়ক সিটিং পজিশন এবং সিটিং পজিশনে বসে হ্যান্ডেলবারটা ধরেও আমি বেশ মজা ও আরাম বোধ করি। একইভাবে হ্যাণ্ডেলবারের সাথে সংযুক্ত সুইচগুলো অনেক ভালো কাজ করে এবং ব্যবহার করে কোন ঝামেলা অনুভব করি না। রাতে আমি বিভিন্ন রাস্তায় রাইড করেছি এবং আমার কাছে হেডল্যাম্পের আলোটা যথেষ্ট মনে হয়েছে।
কন্ট্রোল
সুজুকি জিক্সার এফ এস এর কন্ট্রোলিং আমি অনেক ভালো বলবো কারণ, এর রয়েছে সুন্দর ব্রেকিং সিস্টেম এবং আরামদায়ক সাসপেনশন যার কারণে খারাপ ও ভালো রাস্তায় অনেক ভালো কন্ট্রোল পাই। বলে রাখা ভালো যে আমি আমার বাইক নিয়ে গোপালপুর বাইপাসে ১২৮ কিমি টপ স্পীড তুলতে সক্ষম হয়েছি এবং টপ স্পীডে আমি কোনো ভাইব্রেশন অনুভব করিনি। টায়ারগুলো যথেষ্ট মোটা এবং কড়া ব্রেক করলেও তেমন স্কীড করেন না এবং কর্নারিং এ খুব ভালো সাপোর্ট দেয়। সব মিলিয়ে সুজুকি জিক্সার এস এফ এর কন্ট্রোল সত্যিই দুর্দান্ত।
ইঞ্জিন ও মাইলেজ
ইঞ্জিনের পারফরমেন্স ভালো এবং এই ২ বছরে ইঞ্জিনের কোনো সমস্যা পাইনি। ভালো ইঞ্জিন পারফরমেন্সের পাশাপাশি আমি বর্তমানে মাইলেজ পাচ্ছি লিটারে প্রায় ৪০-৪২ কিমি প্রতি লিটারে । ইঞ্জিনের পারফরমেন্স এবং মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট।
সার্ভিস সেন্টার
সার্ভিস সেন্টারের ব্যবহার ভালো এবং তারা বেশ ভালো কাজ করে কিন্তু কোন পার্টস নিয়ে আসতে বললে তারা সেটা গুরুত্ব দেয়না, অনেক সময় নেয় এবং দামটাও একটু বেশী রাখে।এছাড়া আমার কাছে সার্ভিস সেন্টারের নেগেটিভ কোনো দিক চোখে পড়েনি।
ভালো দিক
-ব্রেকিং অনেক ভালো
-সুন্দর আউটলুক
-ভালো তেল সাশ্রয়ী
মন্দ দিক
-বডি কিটটা আরও মজবুত হলে ভালো হতো
পারফরমেন্স, কোয়ালিটি বিবেচনায় সুজুকি জিক্সার এসএফ এর মুল্য আমার কাছে বর্তমান সময় অনুযায়ী ঠিক মনে হয়েছে। যারা এই বাইকটি কিনতে চান তাদের কাছে আমার পরামর্শ থাকবে যে, আমি ২ বছর ব্যবহার করে অসন্তুষ্ট হইনি। আশা করি আপনারাও হবেনা । সবাইকে ধন্যবাদ।