যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য মানুষের অনেক কিছুর প্রয়োজন হয় তার মদ্ধে আমার কাছে মনে হয় মোটরসাইকেল অন্যতম।আমি অনেক ছোট থেকেই মোটরসাইকেল ব্যাবহার করি আমার বাবার বাজাজ ক্যালিবার ১০০ সিসি একটি বাইক ছিল এই বাইকেই আমার হাতে খরি হয় এবং আমি যখন সময় পেতাম ঘুরতাম আমার অনেক দিনের স্বপ্ন ছিল নিজের একটি বাইক থাকবে কিন্তু বাবা আমাকে বাইক কিনে দিতে ভয় করত। কিন্তু আমি বাবাকে বোঝতে পারতাম আমার মনের আনুভুতি গুলো। এই ভাবে প্রাই ২ বছর কেটে যায় গত ২০ দিন আগে আমি বাবকে আমার অনুভুতি গুলো বোঝাতে সক্ষম হয়েছি এবং বাবা আমাকে আমার স্বপ্ন পূরণ করে দিয়েছে। আমি আমার অনেক শখের একটি বাইক সুযুকি জিক্সার বাইকটি কিনি এবং এখন পর্যন্ত ব্যাবহার করছি। আমি জুবায়ের মুবিন পেশায় একজন ছাত্র আমি আজকে আপনাদের সামনে আমার অল্প কিছু দিনের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিব আশা করি সাথে থাকবেন।
বাইকটি রাজশাহী রানীবাজারে অবস্থিত কেআর বাইক সেন্টার থেকে কেনা। তাদের ব্যাবহার বেশ ভাল কিন্তু তাদের সার্ভিস ভাল লাগেনি আমার কাছে। গুরুত্বহীন ভাবে সার্ভিস করে এবং তেমন কোন সমাধান দিতে বার্থ।তবে তাদের শো-রুমের পরিবেশ অনেক ভালো।বাইকটি আমার অনেক পছন্দ বিশেষ করে বডির কিট গুলোর জন্য আমার কাছে বেশ মাস্কুলার লাগে।বাইকটি বেস পাওয়ারফুল এবং স্মুথ এখন পর্যন্ত আমি ইঞ্জিনে কোন রকম বাজে শব্দ লক্ষ করিনি তার সাথে ইঞ্জিন তেমন গরম হচ্ছেনা।নতুন বাইক হিসিবে আমি বেশ ভাল সার্ভিস পাচ্ছি ইঞ্জিন থেকে আমি চাই আগামিতে যেন ইঞ্জিন নতুনের মত সার্ভিস দিয়ে যায় আমাকে।অনবদ্য ডিজাইন আছে বাইকটিতে।আমি বাইকটির ডিজাইনের কাছে রীতিমত কাতর হয়ে গেছি তবে বাইকটির বডি কিট গুলো আমার কাছে তেমন মজবুত মনে হয়নি।আমি বসে বেশ আরাম পাই কারন সিটের কোয়ালিটি বেশ ভাল এবং তার সাথে সিটিং পজিশন বেশ আরামদায়ক সিটে বসে সহজে হ্যান্ডেল ধরতে পারলেও মাঝে মাঝে মাটিতে পা পেতে একটু সমস্যা হয়ে থাকে।আগেই বলেছি বাইকটি অনেক স্মুথ সেই ক্ষেত্রে বাইকটিতে তেমন কোনো ভাইব্রেসন নাই তাই অনেকক্ষণ চালনোর পরেও শরীরে ঝিঁঝিঁ ফিল করিনা তবে আমি একটু হাতে এবং কাধে পেইন অনুভব করি।সুইচ গুলোর কোয়ালিটি নিয়ে আমার কনো সন্দেহ নেই কিন্তু সুইচ গুলোর রং উঠে যাচ্ছে মাত্র ২০ দিনের মধ্যে যদি রং উঠতে থাকে তাহলে আগামিতে কিছুই থাকবেনা।হেডল্যাম্প থেকে অনেক আলো পাচ্ছি এবং অনেক দূর পর্যন্ত আলো ছড়াচ্ছে এর ফলে আমি স্বচ্ছতার সাথে রাতের বেলাই সব কিছু লক্ষ করতে পারছি তবে আমার কাছে মনে হচ্ছে হাই লো করার সময় আলো অনেক ওপরের দিকে উঠে যাচ্ছে।সব মিলিয়ে হেডল্যাম্পটি আমাকে বেশ ভালো সার্ভিস দিতে সক্ষম হয়েছে।বাইকটির কন্ট্রোল অনেক ভালো কারন আমি মনে করি ২টি ডিস্ক ব্রেক বাইকটিকে বেশ ভালো কন্ট্রোল এনে দিবে।এখন পর্যন্ত আমি তেমন জরুরি অবস্তার মধ্যে পরতে হয়নি কিন্তু আমি ব্রেকিং নিয়ে ভালো কন্ট্রোল পাচ্ছি।বাইকটি টায়ারের কোয়ালিটি অনেক ভাল এবং বেশ শক্ত গ্রিপ পাচ্ছি তবে পুরোনো হতে থাকলে গ্রিপ কমতে থাকবে।আমি বেশ কিছু সময় খারাপ রাস্তা দিয়ে যাবার সময় লক্ষ করেছি সাস্পেসন গুলো ঠিক তেমন ভাবে খেলছেনা হতে পারে এটি নতুন তাই এমন হচ্ছে কিছু দিন যাবার পর আমার মনে হয় আর স্মুথ হয়ে যাবে।আমি মাইলেজ নিয়ে তেমন খুশি হতে পারিনি কারন শো-রুম থেকে আমাকে বলা হয়েছিল ৫০-৫৫ কিলোমিটার মাইলেজ পাবো কিন্তু আমি ৪২-৪৫ কিলোমিটার মাইলেজ পাচ্ছি আমি ৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেলে সন্তুষ্ট হতাম।
সব কিছু মিলিয়ে আমি এখন পর্যন্ত যেই সার্ভিস পাচ্ছি সেই দিক গুলো বিবেচনাই রেখে আমি মনে করি বাইকটির দাম একদম ঠিক।সবসময় ট্রাফিক আইন মেনে চলুন।
ভালো দিকঃ
-ডিজাইন
-কন্ট্রোল
-টায়ার
খারাপ দিকঃ
-বডির কিট
-মাইলেজ