আমাদের দেশের প্রায় রাস্তাতেই অনেক বাইক ব্যবহার হচ্ছে। তার মধ্যে থেকে সুজুকি একটি। সুজুকি জিক্সার বাইক দেখতে বেশ সুন্দর। আমি এই বাইক ব্যবহার করে অন্যরকম শান্তি পাই। যা আগে পেতাম না। আমি এই বাইকটির ছোট খাটো সমস্যা ছাড়া কোন বড় রকমের সমস্যা পাইনি। আমি মোঃ জিহাদ হোসেন। বর্তমানে আমি বসবাস করি সাধুর মোড়, রাজশাহীতে। পেশায় চাকুরিজীবি। আর এই চাকুরির জন্যই আমার বাইকের বেশি প্রয়োজন। বর্তমানে আমি ৮ মাস যাবৎ সুজুকি জিক্সার বাইকটি ব্যবহার করছি। আমি পূর্বে ছাত্র অবস্থায় বাজাজ পালসার বাইক ব্যবহার করতাম। তবে বর্তমানে আমি এই বাইকটি ব্যবহার করে বেশ সন্তুষ্ট। এই বাইকটি যে কোন বয়সের ব্যক্তির সাথে অতি সহজেই মানিয়ে যায়। আর যে কোন ব্যক্তির এই বাইকটি নজর কাড়ে। আমি ভালো খারাপ উভয় রাস্তাতে এই বাইক নিয়ে চলাচল করেছি এবং করি। তাই আমার কাছে মনে হয়েছে এই সুজুকি জিক্সার-১৫৫সিসি বাইকটি সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি।
সুজুকি জিক্সার বাইকটির গঠন একদম পারফেক্ট। এর সিটিং পজিশন বেশ আরাম দায়ক কোন পেইন অনুভক করি না লং জার্নিতে। হ্যান্ডেলটা ধরে একটু আরাম কম। এর হ্যান্ডেলটা একটু মোটা হলে বেশ ভালো হতো। তবে হ্যান্ডেলের সকল সুইচগুলোর মান অতি উন্নত এবং এর পারফরমেন্স আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। এই বাইকটির হেড লাইটের আলো ভালো। তবে হেড লাইটের বাল্ব দুটি হলে ভালো হতো। আমি এই বাইক অতি সহজেই কন্ট্রোল করতে পারি, আমার কাছে বাইকটির কন্ট্রোল ভালো মনে হয়েছে। আমি শহরের রাস্তা, গ্রামের রাস্তা এবং হাইওয়েতেও এই বাইক ড্রাইভ করেছি, বেশি গতিতেও এই বাইক কাঁপে না এবং এর টায়ার অতি উন্নত মানের তাই স্লিপ খায় না। বাইকটির পেছনের টায়ারটা বেশ চওড়া যার কারনে এটি রাস্তায় ভালো কন্ট্রোলিং পাওয়া যায়। আমি মনে করি এই বাইকটি অনেক দুরন্ত। এর শকাপ গুলো বেশ ভালো খেলে যার ফলে আমি তেমন ঝাঁকুনি অনুভব করি না।
সুজুকি জিক্সার বাইকটির ইঞ্জিন পারফরমেন্স অতি উন্নত ও আধুনিক। এর ইঞ্জিনের শব্দ আমার মন ছুয়ে যায়। যার ফলে আরো বেশি আমি এই বাইকটাকে ভালোবাসি। তবে তেল খরচটা অনেকটাই বেশি বলে আমার কাছে মনে হয়। এটি প্রথমে প্রতি লিটারে ৩০ কিমি যাচ্ছিলো বর্তমানে আমি এর মাইলেজ পাচ্ছি ৪০-৪২ কিমি। যা আগের চেয়ে বেশ ভালো। তবে আর একটু বেশি হলে বেশ ভালো হতো। সার্ভিসিং সেন্টারের মান ও তাদের ব্যবহার মোটামুটি। আমি মনে করি এই দিকটা দেখা দরকার। আর এছাড়া সার্ভিসিং-এর সকল দিক মোটামুটি ভালো। তাদের প্রয়োজনীয় সকল যন্ত্রাংশ রয়েছে এবং তাদের ঠিক করার মান ও তাদের অভিজ্ঞতা বেশ ভালো মনে হয়েছে। তবে সার্ভিসিং সেন্টারের মান আর একটু ভালো হলে ভালো হতো বলে আমি মনে করি।
ভালো দিক-
- ডিজাইন অনেক সুন্দর ও স্টাইলিশ
- বীল্ড কোয়ালিটি বেশ মজবুত
- বাইকটি চাকা গুলো বেশ মজবুত
- চালিয়ে বেশ মজা
মন্দ দিক-
- মাইলেজটা একটু বেশি
- হেড লাইটের বাল্ব দুটি হলে ভালো হয়
সবশেষে আমি বলতে পারি যে, বাইকটির ডিজাইন, ফিচারস, বীল্ড কোয়ালিটি এবং সার্ভিসিং এর দিক দিয়ে অন্যান্য সকল বাইকের দাম হিসেবে এই সুজুকি জিক্সার বাইকটির দাম ঠিক আছে। আর আমি মনে করি এটা আমার জন্য এবং আমার স্টাইলের জন্য অনেক ভালো একটি বাইক। তাই আমার পরামর্শ থাকবে কেউ যদি এই বাইকটি পছন্দ করেন তবে অতি বিশ্বাসের সাথে এই বাইকটি কিনে ফেলতে পারেন। বাইকটি চালিয়ে বেশ মজা পাবেন।