আমি রাজ, পেশায় ব্যবসায়ী। বর্তমানে আমি যে বাইকটি ব্যবহার করছি সেটি হচ্ছে নেকেড স্পোর্টস বাইক সুজুকি জিক্সার। আমার জানা মতে সুজুকি জিক্সার বাইকটি বাংলাদেশে ১৫০ সিসি নেকেড বাইক গুলোর মধ্যে জনপ্রিয় এবং আমি এটা গত দেড় বছর যাবত ব্যবহার করছি।আমার দের বছরের ব্যবহারের আলোকে আজকে আমি সুজুকি জিক্সার বাইকটি ভালো মন্দ কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো। শুরু করার আগে আমি বলতে চাই যে আমি এর আগে কোন বাইক ব্যবহার করিনি এবং বর্তমানে এই বাইকটি যাতায়াত সুবিধার জন্য কিনেছি। এখানে রিভিউ লেখার সুযোগ করে দিয়েছে টিম মোটরসাইকেল ভ্যালীকে আমি বিশেষ ধন্যবাদ জানাই। চলুন আর সময় না করে দেখে নেই সুজুকি জিক্সার বাইকটির ভালো এবং মন্দ দিকগুলো।
প্রথমেই আমি ইঞ্জিন নিয়ে বলবো। ইঞ্জিনটা অনেক শক্তিশালী । শক্তিশালী এই জন্যই যে এত বড় একটা দানবীয় আকৃতির বাইক এবং সাথে রাইডার নিয়ে সে বেশ ভালো গতি তুলতে পারি। ইঞ্জিনের বাজে কোন শব্দ কিংবা ওভার হিট হয় না । সব মিলিয়ে ইঞ্জিন নিয়ে আমি সন্তুষ্ট। এদিকে মাইলেজের দিক বিবেচনা করলে আমি বলবো যে, বাইকটি থেকে আমি ভালো মাইলেজ পাচ্ছি না। মাইলেজটা আরেকটু উন্নত করা উচিত।
ডিজাইনের দিক দিয়ে বাইকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি বলবো যে ১৫০ সিসির এই রকম বাইকের থেকে এর ডিজাইন সেরা। সুন্দর সাদা ও নীল রঙ এবং বডির গ্রাফিক্সগুলো আমাকে বেশ মুগ্ধ করেছে। ডিজাইনের পাশাপাশি আরেকটি বিষয় আমি আপনাদের বলতে চাই সেটা হল বিল্ড কোয়ালিটি। বাইকটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত । বিভিন্ন বডির পার্টসগুলো অনেক মজবুত মনে হয় এবং আমি আশা করি যে বাইকের বডি পার্টসগুলো ভালো টেকসই হবে।
সিটিং পজিশন অনেক নরম । আমার বসতে কোন সমস্যা হয় এবং সিটিং পজিশনের উচ্চতা ঠিক থাকার ফলে মাটিতে পা পেতে সমস্যা হয় না দীর্ঘক্ষণ বসে রাইড করলে কোন ব্যাক পেইন হয় না। আমি নিজেই এই বাইক নিয়ে একদিনে প্রায় ২৫০ কিমি রাইড করেছি এবং টপ স্পীড তুলেছি ৮০ কিমি। টপ স্পীড কম তুলেছি কারণ আমি বেশি স্পীডে চালাতে একটু ভয় পাই। হ্যান্ডেলবারের সুইচগুলো অনেক ভালো কাজ করে। এদিকে ব্রেকিং অনেক ভালো, সাসপেনশনগুলোও অনেক ভালো এবং খারাপ রাস্তায় অনেক কম ঝাঁকুনি মনে হয়। সব মিলিয়ে আরাম ও কন্ট্রোলের দিক দিয়ে বাইকটি পারফেক্ট তবে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমি মনে করি যে আরও উন্নত করা উচিত যেমন,ব্রেকটা আরেকটু উন্নত করা যেত এবং সিটিং পজিশনটা আরেকটু উন্নত করা দরকার বিশেষ করে পিলিয়নের সিটিং পজিশনটা।
আমি যে শো-রুম থেকে বাইকটি কিনেছি সেখান থেকেই সার্ভিস করাই। তাদের সার্ভিস মান আমার ভালো লেগেছে কিন্তু তাদের সার্ভিস জায়গাটা একটু ছোট। বেশি গ্রাহক হলে নড়াচড়া করা অসুবিধা হয়। সার্ভিস সেন্টারের টেকনিশিয়ানদের কাজ ভালো কিন্তু আরেকটু কাজের মান উন্নত করা দরকার।
কোয়ালিটি ফিচারস অনুযায়ী সুজুকি জিক্সারের দাম আমার কাছে একটু বেশি বলে মনে হয়েছে। কারণ অন্যান্য বাইকের তুলনায় এর দামটা একটু বেশি। দামটা কমানো গেলে আমি আশা করি যে তাদের আরও বেশি গ্রাহক হবে।
কোম্পানীর কাছে আমার অনুরোধ থাকবে যে দামটা কমানোর এবং মাইলেজটা বেশি করার। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।