Is this review helpful?
Rate count: 3Ratings:
This user provides ratings about this bike
This bike is purchased from Runa Enterprise, Rajshahi
আমার নিজের এবং আমার পরিবারের কাজ একই সাথে ব্যবসার প্রয়োজনে মোটরসাইকেলের কোন বিকল্প নাই। আমার বাড়ীতে ইতোমধ্যে স্বনামধন্য একটি ব্রান্ডের স্বনামধন্য মডেল আছে কিন্তু সমস্যা হলো একটিমাত্র মোটরসাইকেল হউয়াই সবাইকে সমস্যায় পড়তে হয় আর এই ব্যাপারটা মাথায় রেখে আরও একটি মোটরসাইকেল কেনার কথা আমরা সবাই চিন্তা করছিলাম বেশ কিছুদিন থেকে। আমাদের প্রত্যেকেরই প্রয়োজন এমন একটা বাইক যা খুব ভাল মাইলেজ দিবে এবং যেকোন পথে বেশ ভালভাবে মানিয়ে নিতে পারবে। এমন সময় শুনলাম সুজুকির নতুন দুইটা মডেল বাজারে আসছে এবং এই ব্যাপারটা মাথায় রেখেই একদিন শোরুমে যায় বাইক দুটা দেখতে। আমরা যেমনটা খুজছিলাম ঠিক সম্পুর্ন তেমন না হলেও সুজুকি জিএসএক্স১২৫ বাইকটা আমাদের চাহিদার সাথে মিলে যায় এর ফীচারের বিবেচনায়। আমাদেরও যেহেতু একটা বাইক দরকার তাই সুজুকির ব্রান্ড ভ্যালু বিবেচনা করে সিদ্ধান্ত নিই এই বাইকটা কেনার এবং আমাদের হাতে এই বাইকটার বয়স এখন ১ মাস এবং প্রায় ১০০০ কিলোমিটারের মত চালানো হয়েছে। এই সময়ের মধ্যে এই বাইকের অবাক করা কয়েকটি দিক হলোঃ
-বাইকটা অনেক স্মুদ চলে। কোন রকম ভাইব্রেশন বা ভেসে আমি এখনও টের পায় নি
-গতি যতই থাক না কেন, ব্রেক করলে কোনরকম স্কিডিং আমি টের পায় নি।
-এর ইঞ্জিনের শব্দটা আমার কাছে অনেক ভাল লেগেছে।
-কন্ট্রোল এবং ব্যালেন্স অনেক ভাল যা আমাকে যেকোন প্রকারের পথে চলার সাহস যোগায়
এই বাইকটা যতটুকু আমি চালিয়েছি তাতে করে এর খারাপ দিক এখনও আমার নজরে আসে নি। তবে একটা দিক আমার দৃষ্টিকটু মনে হয়েছে তা হল এর মিটার যা ডিজিটাল হলে আমার ভাল লাগতো কারন এখনকার সময়ে এনালগ মিটার আমি মনে কারই ভাল লাগে না।
এখন যদি প্রশ্ন করা হয় যে একই সেগমেন্টের আরও অনেক বাইক থাকার পরেও কেন আমি এই মডেল পছন্দ করলাম? সে প্রশ্নের উত্তর এক অংশ আমি উপরে উল্লেখ করেছি। তারপরেও বলে রাখি যে বাইকের ব্যাপারে খুটিনাটি বিষয় জানার জন্যে আমি ইন্টারনেট ব্রাউজ করতাম আর ব্রান্ডটা যেহেতু সুজুকি তাই আমি বা আমার পরিবারের কেউ আর অন্য বাইক নিয়ে ভাবিনি।
মাইলেজ নিয়ে বলতে গেলে নতুন অবস্থায় আমি গড়ে মাইলেজ পাচ্ছি ৪০ কিলোমিটার প্রতি লিটার যা আমি আশা করছি সময়ের সাথে সাথে বাড়বে।
গতি উঠানোর ওপরে নিষেধাজ্ঞা থাকলেও আমি এখন পর্যন্ত ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতি উঠিয়েছিলাম যেখানে আমি বাইকটাতে আমার চাহিদামাফিক সবকিছু পেয়েছি।
Is this review helpful?
Rate count: 3আমার নিজের এবং আমার পরিবারের কাজ একই সাথে ব্যবসার প্রয়োজনে মোটরসাইকেলের কোন বিকল্প নাই। আমার বাড়ীতে ইতোমধ্যে স...
Bangla Englishআমি মোয়াজ্জেম ।আমার বর্তমান ঠিকানা রাজশাহী শহরের অদুরে নন্দনগাছিতে। আমার দৈনন্দিন চলাচলের জন্য একটা বাইকের খুব...
Bangla Englishযদি আমরা বিশ্বজুড়ে জনপ্রিয় বাইক ব্র্যান্ডের কথা উল্লেখ করি তবে সুজুকি নামটি উঠে আসবে। সুজুকি জাপানের অন্যতম ...
Bangla English