বাইক কেনার ক্ষেত্রে বিভিন্নজন বিভিন্ন বিষয় মাথায় নিয়ে বাইক কিনে থাকে। আমার বাইক কেনার ক্ষেত্রে আমি দুইটা বিষয় বিবেচনা করেছিলাম। এক হচ্ছে স্পীড এবং আরেকটি হচ্ছে ব্র্যান্ড। এই দুইটা দিক থেকে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে সুজুকি জিএসএক্স আর। অন্যদিকে ডিজাইনগত দিক থেকেও রয়েছে স্পোর্টস বাইকের ছোঁয়া। এই বাইকটি আমি কিনেছিলাম ইউনিভার্স মোটরস থেকে প্রায় ১ বছর ৮ মাস আগে। বাইকটা ভালো হলেও শোরুমটা একদমই আমার পছন্দ না । আমি তাদের নিয়ে আমার কিছু অভিজ্ঞতা নিম্নে শেয়ার করবো। এখন আসি বাইকের বিষয়ে , এই বাইক আমি এখন পর্যন্ত প্রায় ৩১ হাজার কিলোমিটার রাইড করেছি। আজকে আমার ৩১ হাজার রাইডিং অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো।
আমার বাইকের যে সকল দিক খুব ভালো লেগেছে সেগুলো হল
-থ্রটল রেসপন্স অনেক দ্রুত
-সন্তোষজনক মাইলেজ
-স্মুথ ইঞ্জিন
-আকর্ষণীয় এক্সজস্ট শব্দ
-চেইন সেট
-গতির দানব
-ইগনিশন সিস্টেম আপডেট
এদিকে বাইকের কিছু কিছু বিষয় আমার একটু খারাপ লেগেছে সেগুলো হল
-সিটিং পজিশন বেশিক্ষন রাইডের জন্য আমার কাছে আরামদায়ক মনে হয়নি। এমনকি পিলিয়নের সিটিং পজিশন আরও কম আরামদায়ক
-লম্বা রাইডারদের জন্য এই বাইকের সাইজটা একটু সমস্যার কারণ হতে পারে।
-ব্রেকিং সিস্টেমটা সাধারণ স্পীডের জন্য ঠিক আছে কিন্তু বেশি স্পীডে রাইড করলে তখন সেটা একটু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
-মটোজিপি স্টিকার দেখে জিক্সার বাইকের মত মনে হয়।
আমার সবচেয়ে ভালো লাগার বিষয়গুলো মধ্যে একটি হচ্ছে এর স্পীড। আমি মুহূর্তের মধ্যেই অনেক বেশি স্পীড তুলতে সক্ষম হই এবং হাইওয়েতে যে কোন যানবাহনকে আরামের সাথে ওভারটেকিং করতে পারা যায়।
আমি এই বাইকের মাইলেজ শহরের মধ্যে পাচ্ছি ৩৮-৪০ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাচ্ছি ৪০-৪৫ কিমি প্রতি লিটার।
বাইকের ডিজাইনটা সুন্দর হলেও এর ডাইমেনশনটা বেশি লম্বা রাইডারের জন্য একটু কষ্টকর।এটি আমি শুরুতেও বলেছি এখনও বলছি। এদিকে একটানা বেশিক্ষন রাইড করলে হাতের কব্জি ব্যাথা অনুভুত হয়।সিটিং পজিশন আরেকটু উন্নত করা উচিত পাশাপাশি এর ডিজাইনটা আরেকটু উন্নত করা উচিত বলে আমি মনে করি। বাইকের হেডল্যম্পের আলোটা একটু দুর্বল মনে হয়েছে তবে অন্যান্য ইলেকট্রিক্যাল বিষয়গুলো অনেক সুন্দর। এয়ার ফিল্টার লোকেশন অনেক ভালো কিন্তু সমস্যার বিষয় হল এর ওয়েরিংটা এখনও বাংলাদেশের জন্য পারফেক্ট না বলে আমি মনে করি। আশা করা যায় এই সমস্যা খুব দ্রুত নিরসন হবে। আর বাইকটা আমার কাছে মনে হয়েছে যে অনেক টেকসই হবে এবং আমাকে ভালো সার্ভিস দিয়ে যাবে। অনেকেই দাম নিয়ে একটু চিন্তিত থাকেন এবং আমার কাছে এই বাইকের দাম কোয়ালিটি, পারফরমেন্স ইত্যাদি দিক থেকে পারফেক্ট বলে মনে হয়েছে।
এইবার আসি শোরুমের বিষয়ে। ইউনিভার্স মোটরস থেকে বাইক কিনে আজ পর্যন্ত বাইকের কোন কাগজপত্রের খবর নাই। আমি তাদের শোরুমে অনেকবার গিয়েছি এবং বিভিন্নভাবে চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ করার কিন্তু তারা এই বিষয়টা আমলেই নেয় না। আমি ইউনিভার্স মোটরস এর উপর একটু ক্ষুব্ধ।