Is this review helpful?
Rate count: 1Ratings:
This user provides ratings about this bike
This bike is purchased from Runa Enterprise, Rajshahi
রাইডিং আমার প্রতিদিনের প্রয়োজন, পারিবারিক প্রয়োজনে এবং আমার কাজের প্রয়োজনে আমাকে অনেকটা পথ পার করতে হয়। বাইকের প্রতি আমার ভালবাসা অনেক আগে থেকেই আছে এবং আমি গ্রামে বাস করি, এ কারণেই মোটরসাইকেল সবচেয়ে উপযুক্ত যানবাহন যা আমাকে দৈনন্দিন যাতায়াতে সহযোগিতা করতে পারে। সবকিছু ভেবে ৬ মাস আগে আমি সুজুকি হায়াতে নামে একটি বাইক কিনেছিলাম। আমার চাহিদা ছিল ভাল মাইলেজ এবং ভাল পারফর্মিং একটি বাইক, যা দীর্ঘ সময়ের জন্য আমাকে ভাল পারফর্মেন্স দিতে পারে। এই ৬ মাসের মধ্যে ১১০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছি এই বাইকের সাথে এবং আমি এই বাইকটি প্রতি সম্পূর্ণ সন্তষ্ট নই। কেন তা বলতেই আজ আমি আপনাদের সামনে এসেছি।
আমি পুরোপুরি সন্তুষ্ট না হওয়ার কারণগুলো শুরু করার আগে, আমি আপনাদের এই বাইক সম্পর্কে আমার পছন্দ সম্পর্কে বলি।
- সামগ্রিকভাবে এই বাইকটি তার নিজস্ব সেগমেন্টে যথেষ্ট ভাল। ভাল কালার কম্বিনেশনসহ সুন্দর ডিজাইন রয়েছে এই বাইকে। পাশাপাশিএই বাইক রয়েছে রাইডার এবং পিলিয়ন উভয়ের জন্য বিস্তৃত সীটিং ব্যাবস্থা যা এই বাইকটিকে আরামদায়ক করে তোলে।
- ইঞ্জিনের পারফর্মেন্স যথেষ্ট ভাল। এক্সেলেরেশন ভাল এবং দীর্ঘ পথ পাড়ি দেবার জন্য যথেষ্ট শক্তিশালী ইঞ্জিন।
- একটি আদর্শ কমিউটার বাইক হিসাবে হায়াতের শহরের রাস্তাগুলিতে ভাল কনট্রলিং এবং কমফোর্ট দেবার মত সবকিছুই রয়েছে।
এখন, আমি আপনাদের বলি কেন আমি এই বাইক নিয়ে পুরোপুরি সন্তষ্ট নই।
- ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি অতিক্রম করার পরে আমি এই বাইকের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। খুব খারাপ ভাবে কাপাকাপি শুরু করে, যার ফলে আমি ভারসাম্য হারিয়ে ফেলি অনেক সময়, বিষয়টি খুব বেশি বিরক্তকর। এটা খুব স্বাভাবিক যে আমাকে শহরের রাস্তাগুলির চেয়ে হাইওয়েতে কিছুটা হলেও বেশি গতিতে চলা উচিত। সেই সময় আমি নিয়ন্ত্রণের অভাব অনুভব করে থাকি। একদিনে আমি আমার বাইকটি নিয়ে প্রায় ২২০ কিলোমিটার ভ্রমণ করেছি এবং আমি কম গতির পারফরম্যান্সে সন্তুষ্ট। তবে, আমি যতবার স্পিডে বাইক চালাতে যাই এই বাইকটি আমাকে সন্তুষ্ট করতে পারে না।
- আমি আগেই বলেছি যে এই বাইকটি কেনার সবচেয়ে বড় কারণ মাইলেজ ছিল। কেনার সময় কোম্পানি এই বাইকটি ভাল মাইলেজ সরবরাহ করবে বলে আশ্বাস দেয়। আমার ক্ষেত্রে আমি সম্পূর্ণ অসন্তুষ্ট। আমি ৪০ এর বেশি মাইলেজ পাচ্ছি না, কিন্তু এই বাইক থেকে আমার কমপক্ষে ৬০+ মাইলেজ পাওয়ার কথা।
মোট কথা, সুজুকি হায়াতে শহরের রাস্তায় চলাচলের জন্য একটি আকর্ষণীয় বাইক। যদিও আমি নিশ্চিত নই যে অন্য ব্যবহারকারীরাও আমার মতো একই রকম বোধ করেন কিনা, তবে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছি এবং তাদের একই সমস্যা রয়েছে। সুতরাং, আমি আমার বাইকটি নিয়ে সন্তুষ্ট, তবে মাইলেজ আমাকে কখনই সন্তুষ্ট করতে পারে নাই।
Is this review helpful?
Rate count: 1আমার কাজের উদ্দেশ্য এবং নিয়মিত ভ্রমণের জন্য আমি একটি মোটরসাইকেল কিনতে চেয়েছিলাম। আসা ছিল সেই বাইকটি আমাকে সা...
Bangla Englishরাইডিং আমার প্রতিদিনের প্রয়োজন, পারিবারিক প্রয়োজনে এবং আমার কাজের প্রয়োজনে আমাকে অনেকটা পথ পার করতে হয়। বা...
Bangla Englishব্যবসায়ের সুবিধার জন্য আমার বাইক নিত্য দিনের সঙ্গী । আমার ব্যবসা আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য বাইক খুবই দ...
Bangla Englishআমি নাজমুল হোসেন বর্তমানে একটা চাকুরী করছি। অফিশিয়াল বিভিন্ন কাজের জন্য আমাকে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। ...
Bangla Englishযারা বাইক পছন্দ করেন তারা সাধারণত লো সিসি থেকে হাই সিসি বাইকের দিকে বেশি আকৃষ্ট হন। আমার ক্ষেত্রে এই বিষয়টা একটু...
Bangla Englishব্যবসায়ের বিভিন্ন কাজে আমার বাইকের খুব দরকার হয় আর বাইক ছাড়া ব্যবসায়ীক কাজ সম্পাদন করা একটু মুশকিল হয়ে যায়। আমি ...
Bangla Englishপ্রথমে আমি আমার পরিচয় সংক্ষিপ্ত ভাবে দিতে চাই। আমি মোঃ মেহেদি হাসান এবং বর্তমানে আমি একটি এনজিও তে কর্মরত আছি। ব...
Bangla English