এটা নিঃসন্দেহে বলা যায় যে স্কুটারের চাহিদা সাড়া বিশ্বব্যাপী দিন দিন বেড়েই চলেছে। প্রত্যেকটি মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানীগুলো তাদের গ্রাহকদের জন্য স্কুটার বাজারে নিয়ে আসছে। আমরা যদি সুজুকি ব্র্যান্ডের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে তাদের লিস্টে কিছু স্কুটার রয়েছে এবং সেই স্কুটারগুলোর মধ্যে একটি হচ্ছে সুজুকি লেটস। লেটস হচ্ছে সুজুকির প্রথম সারির একটি স্কুটার এবং এটি এই সেগমেন্টের মধ্যে সাধারণ কোন স্কুটার নয়। সুজুকি লেটস স্কুটারের রয়েছে এসইপি( সুজুকি ইকো পারফরমেন্স) ইঞ্জিন। বর্তমান সময়ে পুরুষ ও মহিলা রাইডাররা উভয়ই স্কুটারের ব্যবহার করে চলেছে এবং সুজুকি লেটস স্কুটারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে । তাই চলুন এখন এক নজর দেখে নেওয়া যাক সুজুকি লেটস স্কুটারটিতে গ্রাহকদের জন্য কী কী ফিচারস রয়েছে।
মূল ফিচারসগুলোর মধ্যে রয়েছে
-মেইন্টেনেন্স ফ্রী ব্যাটারি
-টিউবলেস টায়ার এবং টেলিস্কোপিক সাসপেনশন
-সেন্ট্রাল লকিং এবং ইউনিক সেফটি শাটার
-ডুয়েল কালার মিটার কনসোল
ডাইমেনশন
আমরা যদি এই স্কুটারের ডাইমেনশনে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এটি লম্বায় ১৮০৫ মিমি, চওড়ায় ৬৫৫ মিমি এবং উচ্চতায় ১১০২ মিমি। হুইলবেজের পরিমাপ হচ্ছে ১২৫০ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ১৬০ মিমি। লম্বা এবং খাটো রাইডাদের সুবিধার্থে এখানে ব্যবহার করা হয়েছে ৭৬৫ মিমি সিট উচ্চতা। ৫.২ লিটার ফুয়েল ট্যাংক এবং ৯৮ কেজি বডি ওজন
স্কুটারটিকে বেশ ব্যবহার উপযোগী করে তুলেছে।
ইঞ্জিন
কমবেশি প্রত্যেকটি সুজুকির দুই চাকার বাহনগুলোতে চমৎকার ইঞ্জিন সাপোর্ট সরবরাহ করা থাকে এবং সুজুকি লেটস এর ক্ষেত্রেও ঠিক তেমনি গুণগত মানসম্পন্ন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের দিকে রয়েছে ১১২.৮ সিসি ৪ স্ট্রোক সিংগেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৬.৫ কিলোওয়াট@৭৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৯ এনএম@ ৫৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। অন্যান্য স্কুটারগুলোর মতই এখানে সিভিটি ট্রান্সমিশন রয়েছে এবং ইঞ্জিন চালু করার জন্য ইলেকট্রিক ও কিক স্টার্ট অপশন রয়েছে। কোম্পানী দাবি করে যে তাদের এই স্কুটারটি ৭০ কিমি প্রতি ঘন্টায় টপ স্পীড এবং ৬৫ কিমি প্রতি লিটারে মাইলেজ দিতে সক্ষম হবে।
সাসপেনশন
এর সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক, কয়েল স্প্রিং ওয়েল ডাম্পড সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে সুইং আরম টাইপ , কয়েল স্প্রিং ওয়েল ডাম্পেড সাসপেনেশন।
টায়ার এবং ব্রেকিং
গ্রাহককে ভালো সাপোর্ট দেবার জন্য এই স্কুটারটিতে রয়েছে উভয়দিকেই ৯০/১০০-১০ সাইজের টিউবলেস টায়ার এবং সামনে ও পেছনে দুই দিকেই এলয় হুইল রয়েছে।
অন্যদিকে এর গতিকে নিয়ন্ত্রন করার জন্য উভয়দিকেই ১২০মিমি এর ড্রাম ব্রেক রয়েছে এবং তেল ধারণ ক্ষমতা রয়েছে ৫.২ লিটার যা একবার পূর্ণ করে নিলে ২৬০ কিলোমিটার পথ চলতে পারবে।
মিটার কনসোল
সুজুকি লেটস এর রয়েছে এনালগ মিটার কনসোল যার মধ্যে রয়েছে ওডোমিটার, স্পীডোমিটার,ফুয়েল গেজ,ট্যাকচোমিটার, স্ট্যান্ড এলারম, লো ফুয়েল ইন্ডিকেটরসহ অন্যান্য প্রয়োজনীয় ফিচারস সমূহ এবং এগুলো সবকটি রাইডিং করতে সহায়ক ভুমিকা পালন করবে।
ইলেকট্রিক্যাল
মেইন্টেনেন্স ফ্রী ১২ ভোল্ট ৩ এম্পায়ার ব্যাটারী এখানে ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারীর সাথে রয়েছে ১২ ভোল্ট ৩৫/৩৫ ওয়াট হ্যালোজিন হেডল্যাম্প , মাল্টি রিফ্লেটর টাইপের রেয়ার ল্যাম্প, এলিডি টারনিং ল্যাম্প সহ অন্যান্য ইলেকট্রিক্যাল ফিচারস গুলো খুব সুন্দরভাবে পরিচালিত হয়।