সুজুকি মোটরসাইকেল নির্মাতাদের বর্তমানে বাংলাদেশে এক আনন্দময় সময় চলছে।ইতি মধ্যে বেশ কিছু নতুন মডেল বাজারে নিয়ে আসা হয়েছে এবং সম্প্রতি তারা তাদের লাইন আপে আরও একটি পণ্য যোগ করেছে, যা হচ্ছে সুজুকি সামুরাই১৫০।বাজারে সদ্য চালু হওয়া এই স্ট্যান্ডার্ড টাইপ১৫০ সিসি বাইকে রয়েছে ব্যবহারকারীদের আকৃষ্ট করার মত সমস্ত আকর্ষণ।দেখতে ঠান্ডা প্রকৃতির মনে হলেও এতে রয়েছে আকর্ষনীয় এবং আপডেট ফিচারস।সেইসাথে, এই বাইকের ব্র্যান্ডের মান এটিকে১৫০সিসি সেগমেন্টের ভেতরে আকর্ষনীয় করে তুলবে এতে কোন সন্দেহ নেই।এই বাইকে স্পোর্টস লুক না থাকলেও কমিউটার বাইক হিসাবে এটি নিখুঁত বলে মনে হয়।যাইহোক, আজ আমরা এখানে পারফরম্যান্স কেমন হবে তা নির্ধারণের জন্য কথা বলছিনা, আজ আমরা একটি বাইকের পারফরম্যান্স যেগুলোর উপর নির্ভর করে অর্থাৎ এই বাইক টির সাথে কীকী ফিচার রয়েছে সে সম্পর্কে তথ্য সরবরাহ করার চেষ্টা করব।তাহলে চলুন আমরা আর কোন সময় নষ্ট না করে বাইকের ফিচার সম্পর্কে আলোচনায় চলে যায়।
ডিজাইন এবং লুকঃ
এই বাইকটি সম্পর্কে একটি আকর্ষণীয় দিক হচ্ছ এটির ডিজাইন। ১৫০সিসি বাইকের কাতারে সচারচর বাইক দেখতে পাওয়া যায় স্পোর্টস লুক সহ, কিন্তু এই বাইকের ডিজাইনে আপনি স্পোর্টস লুক খুঁজে পাবেন না।বাইটি তৈরী হয়েছে সম্পূর্ন কমিউটার অউটলুকের উপর ভিত্তি করে।সুজুকি চেষ্টা করেছে একটি স্ট্যান্ডার্ড বাইকের ভেতরে যতটুকু হাই পার্ফরমেন্স ফিচার দেয়া যায়।এ জন্য এই বাইকে১৫০সিসি বাইকের সকল নিয়মিত বৈশিষ্ট্য পাওয়া যাবে।এই বাইকের জন্য ম্যাট কালারের ব্যাবহারের পরিবর্তে রয়েছে গ্লসি কালার স্কিম, রাইডার এবং পিলিয়নের জন্য রয়েছে বড় রাইডিং সীট, বিশাল আকৃতির ক্যারিয়ার, স্টাইলিশ হেডল্যাম্প সহ এবং সাইলেন্সারের জন্য সামান্য ক্রমিং এর ব্যবহার।সব কিছু মিলিয়ে বাইকের আউটলুককে শালীন এবং মানসম্পন্ন করে।
ইঞ্জিন ট্রান্সমিশনঃ
জাপানি ব্র্যান্ডের বাইক মানেই ধরে নেয়া যায় ইঞ্জিন ফিচার হবে দূর্দান্ত।এই বাইকেও মোটামোটি একই ছাপ রয়েছে।১৫০সিসি এই বাইকের জন্য সুজুকি ব্যাবহার করেছে ১৪৯.৫সিসি, এয়ার-কুল্ড, 4-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা৮.২পিএস ম্যাক্স পাওয়ার তৈরী করে ৮০০০আর পি এমে, এবং ১১.৫ এন এম সর্বোচ্চ টর্ক তৈরী করে৫৫০০আর পি এমে ।স্মুথ ইঞ্জিন ট্রান্সমিশিনের জন্য রয়েছে সুজুকি সামুরাইতে ৫স্পিড গিয়ার ট্রান্সমিশন সিস্টেম।১৫০এই মাস্টার পিস স্ট্যান্ডার্ড কমিউটার বাইকের ইঞ্জিন থেকে সুজুকির আশা করছে ভাল মাইলেজ দিতে পারবে তাদের ব্যবহারকারীদেরকে।তবে গতির গণনাও ততটা কম হবে না।ইঞ্জিনটি স্ট্যার্ট করার জন্য এই বাইকে কিক এবং ইলেক্ট্রিক দুই ব্যাবস্থায় রয়েছে।
ডাইমেনশনঃ
আমরা যেমন বলছিলাম যে এই বাইকটি কেবল শুধু মাত্র যে স্ট্যান্ডার্ড লুক নিয়ে এসেছে তা শুধু নয়, বাইকের ডিজাইনটি আরো আকর্ষনীয় হয়েছে এই বাইকে রডাইমেনশনের জন্যও বটে, ফলে বাইকটি আকর্ষণীয় দেখায়।এই বাইকে রয়েছে ১০৭৫মিমি দৈর্ঘ্য, ৭৫০মিমি প্রস্থএবং২০৫৫মিমি উচ্চতা রয়েছে, যা নিখুঁত কমিউটারের উদাহরন হিসেবে দেখা যায়।সেই সাথে হুইলবেসের জন্য ব্যাবহার হয়েছে ১৩১০মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫মিমি। ১২.৫লিটার ফুয়েল ট্যাঙ্কার দীর্ঘ সময় ধরে বাইক চালানোর জন্য রাখা হয়েছে এবং এই সব কিছু মিলিয়ে বাইকের ওজন ১৩৩ কেজি।
টায়ার এবং হুইল:
উভয় দিকেই ১৮ইঞ্চি অ্যালোইহুইল এই বাইকে দেখা যায় এবং ভাল স্থায়িত্বের জন্য এগুলি নিখুঁত।টায়ারের জন্য সামনের দিকে২.৭৫/১৮মিমি এবং পেছনে রয়েছে ৯০-৯০আর টিউবলেস টায়ার।
সাসপেনশন এবং ব্রেক:
এই দুটি ফিচার একটি বাইকে সুরক্ষা ব্যবস্থা হিসাবে পরিচিত এবং এই কারণে সামুরাই বাইকের জন্য কোন কম্প্রোমাইজ করেনি সুজুকি।এই বাইকের জন্য টেলিস্কপিক টাইপের ফ্রন্ট সাসপেনশন এবং সুইং আর্ম টাইপের রিয়ার সাসপেনশন ব্যবহার করা হয়েছে।ব্রেক যথারীতি, এই বাইকটিতে কোন ও বিশেষত্ব স্পর্শ করেনি।এই বাইকে সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেকের সংমিশ্রণ রাখা হয়েছে।
মিটার ক্লাস্টার এবং ইলেকট্রিকাল:
সম্পূর্ণ অ্যানালগ টাইপ মিটার ক্লাস্টারটি এই বাইককে দিয়েছে ভিন্টেজলুক।এখানে রয়েছে ফুয়েল গেজ, গিয়ার কাউন্টার, স্পিডো, ওডো ইত্যাদি।সম্পূর্ণ ব্ল্যাক থিমের ব্যাকগ্রাউন্ড এবং বহু রঙের ব্যবহার এই ক্লাস্টারটিকে করে তুলেছে আকর্ষণীয়।
ইলেকট্রিক ফিচারের ক্ষেত্রেও এই বাইক আপটুডেট।উভয় দিকে ইস্টাইলিশ হেডল্যাম্প এবং রিয়ার ল্যাম্প স্থাপন করা হয়েছে।ইলেকট্রিকাল ফিচার অপারেটের জন্য ১২ভোল্ট এএইচ ব্যাটারি রাখা হয়েছে। 12V, 35 / 35W-12V হেডল্যাম্প, 21 / 5W টেলল্যাম্প, শক্তিশালী টার্ন ল্যাম্প এবং সমস্ত ইলেকট্রিকাল ফিচার এই ব্যাটারি সেট আপ দ্বারা পরিচালিত হবে।
শেষকথাঃ
এই ছিল আজকের আলোচনার বিষয়।সুজুকি নিশ্চিত ভাবে একটি ভালো কমিউটার বাইক নিয়ে এসেছে তা এর ফিচার বলেদিচ্ছে ।তবে এই বাকিটা এই বাইকের ব্যবহারকারীদের উপর এবং তাদের মতামতের উপর নির্ভর করছে।সুজুকির এই নতুন মডেলটি তিনটি ভিন্ন রঙে পাওয়া যাবে, সিঙ্গেল বা ডাবল ডিস্কের মতো সংস্করণ নেই।সুজুকির বর্ণিত রঙ গুলি হচ্ছে কালো, লাল এবং নীল।আমরা আজ এখানেই শেষ করেছি, আশা করি এই আর্টিকেলটি ব্যবহারকারীদের জন্য সহায়ক হবে।