Owned for 1year+ [] Ridden for 10000km+
টিভিএস এপাচি আরটিআর ১৫০ মোটরসাইকেল রিভিউ - মিঠু
যেদিন আমার স্বপ্নের বাইকটি পেলাম
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে আমি নিয়মিত ক্লাস করতাম। একদিন বাবা ক্লাস থেকে তাড়াতাড়ি বাসায় আসতে বললেন। আমি বাসায় আসার পরে বাবা বললেন চলো তোমার বাইক কিনতে যাবো। সেই সময়ে আমি আনন্দে আত্নহারা হয়ে গিয়েছিলাম। বাবা জানতেন আমি TVS Apache RTR বাইকটি পছন্দ করি। এই বাইকটি আমি খবুই পছন্দ করতাম এর স্টাইলিল লুক আর গতির কারনে। আমি আর বাবা মিলে শোরুমে গিয়ে বাইক কিনে ফেললাম। সেদিন ছিলো ২৩শে জুন ২০১৩।
বাইকটির ইনজিন
যারা TVS Apache RTR ব্যবহার করেছেন তারা জানেন যে বাইকটিতে একটি শক্তিশালী ইনজিন ব্যবহার করা হয়েছে। এর পারফরমেনস অসাধারন। বিগত ২বছরের বেশি বাইকটি ব্যবহারে খুব ছোটখাটো বিষয় ছাড়া ইনজিনটি চমতকার সার্ভিস দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ইনজিনে সামান্য পরিমান কাজও করাতে হয় নাই। বাইকের বেশি টর্ক স্পীড তুলতে দারুন সাহায্য করে।
কমফোর্ট
জার্নি আরামদায়ক না হলে বাইক চালিয়ে শান্তি হয় না। বাইকটি স্পোর্টি হলেও এর সিটিং পজিশন আরামদায়ক। এছাড়াও বাইকটি প্রায সকল দিক থেকেই রাইডারকে মনমুগ্ধকর জার্নির নিশ্চয়তা দেয় বলেই TVS Apache RTR রাইডাররা সব সময়েই তার বাইকের উপরে সন্তুষ্ট থাকে। TVS Apache RTR করে আমার প্রতিটি জার্নির অনুভুতি প্রশান্তির।
কন্ট্রোল
কন্ট্রোলের সাথে বাইক চালানো খুবই গুরুত্বপূর্ন। বাইকের গাঠনিক বৈশিষ্ট্যর সাথে এর ওজন ইত্যাদি গতির সাথে নিয়ন্ত্রের চমতকার কমবিনেশন করেছে। যদিও এর ওজনটি আমাকে কিছুটা সমস্যার মধ্যে ফেলে দেয়। বেশি স্পীডে বাইকটি সামান্য ভাইব্রেট করে, কিন্তু এটি ধর্তব্যের মধ্যে নয়।
স্পীড ও মাইলেজ
এটি সর্বজন স্বীকৃত যে TVS Apache RTR এর স্পীড ইর্ষনীয়। আমি একাধিকবার ১১৫কিমি/ঘন্টা পার করেছি। নিরাপত্তার কারনেই আমি এর বেশি স্পীড তুলি না। বাইকের মাইলেজে আমি সন্তুষ্ট। ৪৫কিমি/লিটার।
ভালো দিক
- ভালো কন্ট্রোল
- দারুন স্পীড
- ব্রে্ক এবং সাসপেন্সন দারুন
- শক্তিশালী হেডলাইট
খারাপ দিক
- ইনজিন দ্রুত গরম হয়ে যায়
- চেইন দ্রুত লুজ হয়ে যায়
- চেইন কাভার না থাকায় চেইনে দ্রুত ময়লা জমে যায়।
এই ছিলো আমার বাইক ব্যবহারের অভিজ্ঞতা। যারা বাইকটি কিনতে চান নিদ্বিধায় কিনে নিতে পারেন। মোটরসাইকেলটি মজবুত এবং দীর্ঘদিন ব্যবহারের উপযোগী।
নিরাপদে বাইক চালান, হেলমেট ব্যবহার করুন।