বাইরে ঘুরে বেড়ানো এবং ট্রাভেল করার জন্য বাইক রাইডই পারফেক্ট বলে আমি মনে করি তাই নিজের কাজ এবং সব কিছুর জন্য বাইক প্রয়োজন । তাই আর দেরি না করে আমার পছন্দের বাইক
TVS Apache RTR 160 4V বাইক টি ক্রয় করে ফেলি বর্তমান সময়ের একটি জনপ্রিয় বাইক যা আমাকে আকর্ষিত করে তার লুক্স এবং তার কন্ট্রোল সবসময় আমার কাছে ভালো লাগে । আমার ব্যাবহার অভিজ্ঞতা আজকে শেয়ার করবো এখন পর্যন্ত আমি ২২০০০ কিলোমিটার রাইড করেছি বাইক ।
বাইকের ভালো দিকগুলার মধ্যে যা মনে হয়েছেঃ
*বাইকে কন্ট্রোল সিস্টেম আমার কাছে বেস্ট মনে হয়েছে কোন ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হয় নাই।
*মাইলেজ আমার কাছে গাড়ির বাজেটের দিক থেকে ঠিক মনে হয়েছে মাইলেজ সিটির মধ্যে বাইকের মাইলেজ ৩৫+ এবং সিটির বাইরে অর্থাৎ হাইওয়েতে ৪০+ মনে হয়েছে।
*টপ স্পীড আমার কাছে বেশ ভালো লেগেছে বাইকের আমি সর্বচ্চ ১২৬ কিলো মিটার পর্যন্ত গতি তুলতে পেরেছি এখন পর্যন্ত যা টপ স্পীডের দিক থেকে বলতে পারি এটা ভালো দিক।
*ট্যুর করতে যেহেতু আমি একটু পছন্দ করি সেক্ষেত্রে আমি লং রাইড করেছি ৩৮০ কিলোমিটার এর ও বেশি সেইখান থেকে আমার বাইকের প্রতি তেমন কোন অভিযোগ নেই বাজেট এর মধ্যে একটি বেস্ট গাড়ি বলে আমি মনে করি তারপর ও কিছু জিনিস আরও একটু ভালো হতে পারতো
*কন্ট্রোল আমার কাছে ভালো মনে হয়েছে কিন্তু বর্তমান সময়ে বাইকের তুলনায় আরও একটু ব্রেক কন্ট্রোল টা ভালো হলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো।
*হট পিকাপে রাইড করলে ইঞ্জিন একটু বেশি পরিমান গরম হয়ে যা লং রাইডে এ বুজতে পেরেছি আমি।
*যেহেতু আমি একজন রাইডার তাই আমার কাছে মনে হয় সার্ভিস খরচ কম হলে ভালো হয়ে এবং পার্টস এর ও দাম বেশি যা রাইডার হিসেবে একটু ব্যায়বহুল মনে করি ।
ছোট রাইডার হিসেবে এই ছিল আমার সল্প অভিজ্ঞতা যা আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো আমার এই অভিজ্ঞতা যারা নতুন বাইক কিনবে তাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে