আমি মোস্তাফিজুর রহমান পেশায় চাকুরীজীবী। বর্তমানে আমি ব্যবহার করছি জনপ্রিয় একটি বাইক যার নাম টিভিএস এপ্যাচি আরটিআর ৪ভি স্মার্টএক্সকানেক্ট। এই বাইকটি আমি মুলত কিনেছি এর স্টাইলিশ লুক, ইঞ্জিন শক্তি এবং টিভিএস ব্র্যান্ড দেখে অন্যদিকে বাজেটও একটি বড় বিষয় ছিলো । তাই সব মিলিয়ে আমার কাছে টিভিএস এপ্যাচি আরটিআর ৪ভি বাইকটাই বেশি পছন্দ হয়েছে । বাইক কেনার পর এখন পর্যন্ত আমি রাইড করেছি প্রায় ১০০০ কিমি। আমার দৃষ্টিকোণ থেকে এই বাইকের ভালো মন্দ অনেক বিষয় সামনে এসেছে । আমি মনে করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনারা উপকৃত হবেন এবং এই বাইক সম্পর্কে সঠিক ধারণা লাভ করবেন। নিচে আমার এই বাইক থেকে প্রাপ্ত ভালো মন্দ দিক তুলে ধরা হল।
ভালো দিক
-প্রথম যে ভালো দিক আমি বলবো সেটা হল এর ডিজাইন। আমার কাছে এর ডিজাইন অনেক প্রিমিয়াম মনে হয় । সামনের হেডল্যাম্প থেকে শুরু করে পেছনের টেল ল্যাম্প পর্যন্ত সবকিছুতেই নিখুঁত ডিজাইন লক্ষ্য করেছি এবং কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর।
-ইঞ্জিনের শক্তি দারুণ এবং এর সাথে সাথে এক্সেলেরশনটাও মারাত্মক। আমি এই বাইকের স্পীড মুহূর্তেই অনেক বেশি তুলতে সক্ষম হই এবং ৪ ভালভ ইঞ্জিনের ফলে ইঞ্জিনের টর্ক ও শক্তি অনেক বেশি পাওয়া যায়।
-ব্রেকিং সিস্টেম সিংগেল ডিস্ক হলেও আগের থেকে এর ব্রেকিং আমার কাছে উন্নত মনে হয়েছে।
-কন্ট্রোলটাও ব্রেকিং এর পাশাপাশি অনেক ভালো পাই। অনেকেই জানেন যে পূর্বের এপ্যাচি আরটিআর নিয়ে অনেকের মনের মধ্যে কন্ট্রোল নিয়ে একটা শংকা ছিলো এবং সেটা দূর করে টিভিএস তাদের এই ৪ভি বাইকের কন্ট্রোল অনেক বেশি উন্নত করেছে।
-মিটার প্যানেল অনেক সুন্দর এবং আমার দরকারি সব তথ্য আমি মিটারে পাই । এদিকে স্মার্টএক্সকানেক্ট এর ফলে আমি বেশ কিছু সুবিধা উপভোগ করতে পারছি।
মন্দ দিকের মধ্যে
-আমি যখন বাইকটা বেশি স্পীডে অর্থাৎ ৬০ থেকে ৭০ স্পীড ক্রস করি তখন আমার কাছে এর পাদানি থেকে একটা ভাইব্রেশন অনুভূত হয় যা আমাকে রাইড করতে একটু বাধাগ্রস্থ করে। ভাইব্রেশন না থাকলে বাইকটিতে স্পীড তুলে অনেক ভালো অনুভূতি হত।
-আমার উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি সেই তুলনায় আমি সিট হাইট একটু বেশি অনুভব করি।
এই বাইক থেকে আমি শহরের মধ্যে মাইলেজ পাই ৩৮ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে মাইলেজ পাই ৪০ কিমি প্রতি লিটার। ১৬০ সিসির ৪ভি ইঞ্জিন হিসেবে মাইলেজ খুব খারাপ না । একদিনে আমি একটানা রাইড করেছি ১২০ কিমি সেক্ষেত্রে আমার কাছে কোন ব্যাক পেইন অনুভূত হয়নি এবং ইঞ্জিনের কোন সমস্যা পাইনি। সব মিলিয়ে আমার কাছে বাইকটি অনেক ভাল লেগেছে।