যখনই টিভিএসের কথা আসে এবং বাংলাদেশী বাজারে এই টিভিএসনিয়ে কথা হয় সেসময় বলতেই হবে অ্যাপাচি আরটিআর 160 4V তাদের লাইনআপের মধ্যে একটি বড় নাম। শুধুমাত্র 160 সিসি সেগমেন্টের অন্যতম শক্তিশালী বাইক হিসেবেই নয় বরং সেই সাথে বেশ উন্নত মানের ফিচারযুক্ত মোটরসাইকেলও এটি। রেসিং ডিএনএ দিয়ে এই দুর্দান্ত স্পীড মেশিন তৈরি করতে টিভিএস প্রচুর সময় এবং প্রচেষ্টা ব্যয় করেছে। যদি আমরা শক্তি এবং থ্রটল রেসপন্সের বিষয়ে উল্লেখ করি তবে 4V এর সাথে কেবল কয়েকটি বাইক তুলনাযোগ্য। পাশাপাশি, দুর্দান্ত ডিজাইন, মডার্ন ফিচার এবং গতি এই বাইকটিকে একটি মাস্টার পিস করে তোলে। টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V বাজারে আসার পরে এটি বাংলাদেশে টিভিএসের জন্য একটি নতুন যাত্রাপথ সৃষ্টি করেছে। তবে এতে কয়েকটি ঘাটতি লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু এখন টিভিএস সে সবগুলিই মোটামোটিভাবে কাটিয়ে উঠেছে এবং সম্প্রতি 4V এর একটি নতুন ভার্শনের মোরক উন্মোচন করেছে। এই নতুন মডেলটি নতুন এবং ভিন্ন মাত্রায় বাজারে এসেছে, বাইকটির নামকরন করা হয়েছে টিভিএসঅ্যাপাচি আরটিআর 160 4V স্মার্টএক্সকানেক্ট। বাংলাদেশে প্রথমবারের মতো এই বাইকটি স্মার্ট ডিভাইসের সাথে সংযুক্ত হবে এবং নতুন মিটার প্যানেলের আরও অনেকগুলি বৈশিষ্ট্যও রয়েছে। মিটার কনসোল ছাড়াও, কিছু কসমেটিক চেঞ্জ এবং কয়েকটি আপগ্রেড এই বাইকটিকে এখন একটি সম্পূর্ণ প্যাকেজ করে তুলেছে। যদিও এই বাইকের প্রধান অংশ, আর্থাৎ বডি ডিজাইন একই , তবে এখানে নতুন নতুন কিছু বিষয় এড করা রয়েছে। তাহলে চলুন আমরা এই নতুন মডেলটির নতুনত্ব যাচাই করে দেখি।
টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V স্মার্টএক্সকানেক্ট এ কি কি নতুন?
নতুন ইমপোজিং এলইডি হেডল্যাম্প:
নতুন ফ্যাং ডিজাইনের সাথে এগ্রেসিভনেস, সেই সাথে পাওয়ারফুলLED হেডল্যাম্পএর বেশি কার্যকারিতা এই নতুন 4V স্মার্টএক্সকানেক্ট বাইকেকে একটি নতুনত্ব দিতে সক্ষম হয়েছে। এই নতুন মডেলের হেডল্যাম্প শেপ এবং লাইটিংয়ের ধারা বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে, সেই সাথে ভাল পারফর্ম করবে বলেও আসা করা হচ্ছে।
নতুন রিফ্রেশিং রেসিং এস্থেটিক্স:
টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V স্মার্টএক্সকানেক্ট বাইকটি আগের প্রজন্মের মতো রেসিং ডিএনএ বহন করছে, তবে এই বাইকের জন্য রয়েছে আরো অভিনবত্ব। পারফরম্যান্সের দিক দেখা যাবে অনেকটা পরিবর্তন, তার কারন এই বাইকের নিজস্ব রেসপন্স থাকবে আগের থেকে ভিন্ন। নতুন রেসিং ডিকলস, গ্রাফিক্স, ডুয়ালটোন সীট এবং আগের থেকে বেশিএগ্রেসিভ ডিজাইন করা একটি হেডল্যাম্প। সব মিলিয়েএই রেস মেশিনটি ট্র্যাকে চলার জন্য একদম প্রস্তুত।নতুন ডুয়ালএক্সহস্ট ডিজাইন, মোটোজিপি ফ্লাগের ছাপ সহ ফুয়েল ট্যাঙ্কারের শেডিং এই বাইকটি আরও আকর্ষণীয় করে তুলেছে আগের মডেলের তুলনায়।
নতুন রেডিয়াল টায়ার:
এই নতুন 4V স্মার্টএক্সকানেক্ট এর জন্য নতুন ইউরোগ্রিপ প্রোটার্ক স্পোর্ট এসআর রেসিং ব্রিডের টায়ার ব্যাবহার করা হয়েছে। এই ধরণের টায়ারগুলি সহজেই কর্নারিং করতে, ভালকন্ট্রলিং দিতে এবং স্থায়িত্ব সরবরাহ করেতে সক্ষম।
বাংলাদেশে প্রথমবারের মতো স্মার্টএক্স কানেকশন:
সম্পূর্ন নতুন স্মার্টএক্সকানেক্ট ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি ব্লুটুথের মাধ্যমে পরিচালিত হবে। একটি ফোনের ব্লুটুথের মাধ্যমে রাইডার সংযোগ করতে পারবে মিটার ক্লাস্টারে, যার মাধ্যমে lean angle mode, tour mode, low fuel warning and assist, navigation, race telemetry & crash alert সব কিছুই দেখা যাবে। যদি কখনওবাইকটি কোন দূর্ঘটনা অনুভব করে তখন জরুরি ভিত্তিতে এসএমএস পাঠাবে ইমার্জেন্সি নম্বরে।এই মিটার ক্লাস্টারের আরো রয়েছে গিয়ার ইন্ডিকেটোর, সাদা ডিসপ্লে ব্যাকলাইট এবং আকর্ষনীয় ডিজিটাল নাম্বারিং।
টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V স্মার্টএক্সকানেক্ট ডিডি স্পেসিফিকেশন:
ইঞ্জিন এবং ট্রান্সমিশনঃ
নতুন টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V স্মার্টএক্সকানেক্ট ডিডি বাইকে ব্যাবহার করা হয়েছে ১৫৯.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ৪ ভালভ অয়েল কুলার র্যা ম এয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিন যা ১৬.৫ পিএস ম্যাক্স পাওয়ার @ ৮০০০ আরপিএম এবং ১৪.৮ এনএম ম্যাক্স টর্ক তৈরী করে ৬৫০০ আরপিএম এ। এই ইঞ্জিনে কোনও এফ আই প্রযুক্তি নেই, তাই কার্বুরেটরের ব্যাবহার রয়েছে এখানে। স্মুথ গিয়ার ট্রান্সমিশনের জন্য এই বাইকটিতে ৫-স্পীড গিয়ারবক্স রয়েছে।মাল্টিপল ওয়েট ক্লাচ সিস্টেম এবং আইডিআই টাইপ ইগনিশন সিস্টেম সহ এই ইঞ্জিনটিতে কিক এবং ইলেক্ট্রিক স্টার্ট দুটিইরয়েছে। কোম্পানির দাবি সর্বাধিক গতির কমপক্ষে ১১৩ কিলমিটার প্রতি ঘন্টার বেশি হবে।
ডাইমেনশনঃ
ডাইমেনশনের ক্ষেত্রে 4V স্মার্টএক্সকানেক্ট এর এগ্রেসিভনেসআগের মডেলের মতই। একই ধরনের ডাইমেনশন ব্যবহার করা হয়েছে এই বাইকে।এই বাইকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই যথাক্রমে ২০৫০ মিমি, ৭৯০ মিমি এবং ১০৫০ মিমি। এই বাইকের জন্য ১৩৭৫ মিমি হুইলবেস এবং ১৮০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে এবং এটি লং রাইড কিংবা সিটি রাইড দুই ক্ষেত্রেই যথেষ্ট ভাল। সীট হাইট ৮০০ মিমি। বাইকে রএয়চেহ ১২লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং ২.৫ লিটার রিজার্ভ ট্যাঙ্কার। টিভিএস নতুন আরটিআর 4 ভি এর জন্য ডাবল ক্র্যাডল স্প্লিট সিঙ্ক্রো স্টিফ ফ্রেম ব্যবহার করেছে। সমস্ত কিছু মিলিয়ে এই বাইকটির মোট ওজন১৪৫ কেজি, যদিও সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টটির ওজন ১৪৩ কেজি।
হুইল এবং টায়ারঃ
আরটিআর 4V স্মার্টএক্সকানেক্ট এর সামনের দিকের জন্য টিভিএস পূর্ববর্তী মডেলের মতো একই টায়ার ব্যবহার করেছে, যা ৯০/৯০-১৭,টিউবলেস। তবে রেয়ার টায়ারের জন্য ১৩০/৭০-১৭টিউবলেস র্যা ডিয়াল টায়ারের ব্যাবহার দেখা যায় এই বাইকে। এই বাইকের টায়ার প্লেসিং এর জন্য থাকছে আকর্ষনীয় এলোয় রিম।
ব্রেক এবং সাসপেনশনঃ
নতুন 4V স্মার্টএক্সকানেক্টঃবাইকে ফ্রন্টের জন্য ২৭০ মিমি পেটাল ডিস্ক ব্রেক এবং রেয়ার সেকশনের জন্য ২০০ মিমি পেটাল ডিস্ক ব্রেক রয়েছে। এই বাইকের একটি সিঙ্গল ডিস্ক ভেরিয়েন্টও রয়েছে, যা সামনের ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেকের সাথে মিলিত।
সাসপেনশণের দিকে লক্ষ্য করলে এই বাইকে তার ছোট ভাই অর্থাৎ আগের 4V এর মতোই সেট আপ। টেলিস্কোপিক অয়েল ড্যাম্প ফর্ক সামনে এবং পিছনের সাসপেনশন মনো-শক।
ইলেক্ট্রিক্যালঃ
পুরো বাইকের জনই রয়েছে নতুন এলইডি সেট আপ যা এই বাইকের নতুনত্ব। ১২ ভোল্ট ৬ এমএএইচ ব্যাটারি দেয়া হয়েছে যাবতীয় ইলেক্ট্রিকাল ফিচার চানালোর জন্য। এএইচও, এলইডি হেডল্যাম্পে, এলইডি পজিশন ল্যাম্পের এবং রেয়ার সেকশন ল্যাম্পগুলিও এলইডি। সেই সাথে থাকছে এলইডি টার্ন লাইটের ব্যাবহার। সব কিছুই চালিত হবে উল্লেখিত ১২ ভোল্ট ব্যাটারির মাধ্যমে।
শেষকথাঃ
টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V স্মার্টএক্সকানেক্ট ডিডি আগের 4 ভি মডেলের মতো তিনটি ভিন্ন কালারেইপাওয়া যাবে। রেসিং রেড, মেটাল ব্লু এবং নাইট ব্ল্যাক এই নতুন রেসিং মেশিনের এই তিনটি শেড। টিভিএস অ্যাপাচি আরটিআর 4 ভি এর পারফরম্যান্স সম্পর্কে আমরা ইতিমধ্যে জানি এবং এই বাইকে থাকা নতুনত্ব এবং অন্যান্য ফিচার দেখার পরে বলা যায় বাইকটি এখন পারফেক্ট। সুতরাং যদি সবকিছু ঠিক থাকে তবে নতুন টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4 ভি স্মার্টএক্সকানেক্ট ডিডি-এর আগের 4V মডলের ঘাটতিগুলো পুরন করতে পারবে বলে আসা করা যায়, এখন শুধু অপেক্ষার পালা।