নিজের একটা মোটরসাইকেল কেনার কথা অনেকদিন থেকেই মাথায় ঘুরছিলো আর চলতে ফিরতে দেখতে থাকতাম কখন কোন মডেলটা নতুন আসছে। বর্তমান সময়ে আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষনীয় মনে হয়েছে টিভিএস এপাছে আরটিআর ৪ভি বাইকটা। আমি যখন বাইকটা নিয়ে ইন্টানেটে দেখা শুরু করলাম, খেয়াল করলাম যে এই বাইকটা একটাই মডেল যেখানে সমসাময়িক প্রতিটা বাইকেরই ২টা-৩টা-৪টা করে মডেল ইতোমধ্যে বাজারে আছে। আমি কিছুদিন অপেক্ষা করতেই খবর পেলাম যে এই মডেলটার আপডেট অর্থাৎ রিফ্রেশ একটা ভার্সন আসতে যাচ্ছে।
আজ প্রায় ১ মাস হলো আমি টিভিএস এপাছে আরটিআর ৪ভি স্মার্ট এক্স কানেক্ট ডাবল ডিস্ক বাইকটা ব্যবহার করছি। এই সময়ের মধ্যে আমি আমার মোটরসাইকেলটা চালিয়েছি প্রায় ৬০০ কিলোমিটার। আসলে সময়ের সাথে সাথে আধুনিক প্রযুক্তি উদ্ভাবন এবং ব্যবহার বাড়বে এটাই স্বাভাবিক কিন্তু প্রযুক্তি হউয়া উচিত সবার সাথে মানিয়ে নেওয়ার মত।
আমার নতুন এবং বাজারেও নতুন এই বাইকটাতে “স্মার্ট এক্স কানেক্ট” ফিচার ব্যবহার করা হয়েছে যা অবশ্যই একটা ভাল ফিচার কিন্তু অতীব দুঃক্ষের সাথে আমাকে বলতে হচ্ছে যে আমি কোনভাবেই এই ফিচার ব্যবহার করতে পারছি না কারন কোম্পানী এই ফিচার ব্যবহার করার জন্যে যে মোবাইল এপ্লিকেশন বানিয়েছে তা শুধুমাত্র এন্ড্রয়েড অপারেটেড মোবাইলের জন্য। আমি একজন আইফোন ইউজার, আমি বুঝছি না টিভিএসের মত এতবড় একটা কোম্পানী এই ভুলটা কিভাবে করলো? একটা মোবাইল্ এপ্লিকেশন বানাবে সেটা এন্ড্রয়েড এবং আইওএস দুইটার কথা মাথায় রেখে কি বানানো উচিত ছিল না? এই একটা ভুলের কারনে আমি নতুন ফিচারের কোনকিছুই ব্যবহার করতে পারিনি।
এখন টপিক বাদ দিয়ে যদি আসি এই নতুন ভার্শনের কি কি আমার কাছে খুব ভাল লেগেছে?
এর কারেন্ট পিক আপ এককথায় অসাধারন যার জন্যে আমাকে ট্রাফিক অবস্থা নিয়ে চিন্তা করতে হয় না যেখানেই আমি যায় না কেন। ইঞ্জিন এবং ইঞ্জিনের শব্দটা অনেক সুন্দর যদিওবা আমি এখনও ব্রেক ইন পেরিয়ডের নিয়ন মেনেই ড্রাইভ করছি যার জন্যে এখনও বেশি গতিতে চালানো হয় নি। মিটার প্যানেলটা অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। সীটের ওপরে বসে মিটারের দিকে চোখ গেলে অনেক ভাল লাগে।
এবার যদি বলতে হয় যে আর কি কি আরেকটু ভাল হলে ভাল হতো?
প্রথমত, হেডলাইটের ওপরে যে সাদা প্লেট সেটা আমার পছন্দ হয় নি তাই আমি সেটা খুলে ফেলেছি। আর শুরু থেকেই খেয়াল করছি সামনের চাকার হাইড্রোলিক খুব বাজে শব্দ করছে। এছাড়া অন্যান্য সকল বিষয় নিয়ে আমি অনেক সন্তুষ্ট।
এই সেগমেন্টের আরও অনেক বাইক বাজারে আছে কিন্তু আমি সেগুলা বাদ দিয়ে এই বাইকটা কেনার সিদ্ধান্ত নিলাম কেন? প্রথম কারন হলো এই বাইকটা টিভিএসের লেটেস্ট মডেল এবং এতে রয়েছে ডাবল হাইড্রোলিক যা আমাকে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দেবে।
মাইলেজ নিয়ে বিস্তারিত বলতে গেলে আমি বর্তমানে মাইলেজ পাচ্ছি ৩৫ – ৪০ কিলোমিটার প্রতি লিটার এবং আমি আশা করছি সময়ের সাথে সাথে মাইলেজটা বাড়বে।
এখন পর্যন্ত আমি আমার মোটরসাইকেলটা একটানা চালিয়েছি ৮০ কিলোমিটারের মত আর সর্বোচ্চ গতি উঠিয়েছি ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা।