সময়ের সাথে মিলিয়ে চলতে হলে এখন বাইক ছাড়া চলাটা নিজেকে কেমন যেন একটু খারাপই লাগে। তবে আমি এখনও একজন ছাত্র এবং বাবা বলে আমি নাকি বাইক চালানোর উপযুক্ত হয়নি। বলা বাহুল্য যে, আমার বাবা আমাকে যখন যে কথা দিয়েছেন তা তিনি রেখেছেন। তাই বাইকের আবদার নিয়েও তিনি আমাকে বলেছিলেন যে সময় হলে আমাকে কিনে দিবেন তাই এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। আমার স্কুলের পড়াশোনার ক্ষেত্রে যাতায়াতের জন্য প্রায় কিছু সমস্যা হত। তাই বাধ্য হয়ে বাবা আমাকে ১ মাস আগে এপাচি ১৬০ সিসি ভার্শন ৪ বাইকটি কিনে দিয়েছেন। ইতিমধ্যে আমি প্রায় ৬০০ কিমি পথ চালিয়েছি কোন সমস্যা ছাড়াই। সত্য বলতে আমি একাই এই বাইকটা ব্যবহার করি না বরং আমার সাথে আমার পরিবারের অন্য সদস্যরাও এটি ব্যবহার করেন। আমার একটি কথা বলতে ভাল লাগছে যে, আমিসহ যারা যারা এই বাইকটা ব্যবহার করে তারা সবাই এই বাইকটির প্রশংসা করে। বাইকটি চালিয়ে আমি অনেক ভাল অনুভূতি পাই। এর গ্রাফিক্যাল ডিজাইন গুলো দেখতে চমৎকার। বডির প্লাস্টিক গুলো এবং বিল্ড কোয়ালিটি বেশ মজবুত। এর সাসপেনশন গুলো আমাকে আরামদায়ক রাইডিং নিশ্চিত করে। হাই স্পীডে ৯০ গতিতে চালিয়ে দেখেছি এর কোন সমস্যা পাইনি। আমি এক চান্সেই সেল্ফ স্টার্ট করতে পারি। এর গিয়ারের সিস্টেমটা ভাল। এটি অনেক আরামদায়ক একটি বাইক। তবে রাইডার এবং পিলিয়ন দুজনের জন্যেই। এমনকি অবৈধ হলেও আমরা অনেক সময় ৩ জন মিলেও রাইড করি সেক্ষেত্রেও খুব বেশি সমস্যা হয় না। এর সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবারের কম্বিনেশন খুবই ভাল। সেজন্য দীর্ঘ পথ যাতায়াত করেও আমি তেমন ক্লান্ত হই না। খুব অল্প সময়ের মধ্যে এই বাইকটি বেশি স্পীডে তোলা যায়।
ভাল দিকঃ
১/ গ্রাফিক্স ডিজাইন চমৎকার।
২/ সাসপেনশন গুলো ভাল।
৩/ মাইলেজ মোটামুটি ভাল।
৪/ ইঞ্জিন পারফর্মেন্স চমৎকার।
৫/ ব্রেকিং সিস্টেম উন্নত মানের।
৬/ হ্যান্ডেবারে যুক্ত সুইচ গুলো দেখতে সুন্দর।
৭/ দীর্ঘ যাতায়াতে সমস্যা হয় না।
৮/ দামটা সাধ্যের মধ্যেই রয়েছে।
বাইকটি পছন্দের কারণ?
এই বাইকটি পছন্দের মূল কারণ হচ্ছে, এর আউটলুক অনেক সুন্দর এবং গ্রাফিক্স ডিজাইন গুলো চমৎকার। এর বডির প্লাস্টিক ও বিল্ড কোয়ালিটি বেশ মজবুত। সব মিলিয়ে বাইকটি দেখতে অনেক সুন্দর।
মাইলেজ সিটিঃ ৩৭ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৪৮ কিমি।
আমার বাইকের ইঞ্জিন পারফরমান্স অনেক ভাল। এখন পর্যন্ত আমি এর ইঞ্জিনে কোন সমস্যা পাইনি। এর ইঞ্জিনের শব্দটা অনেক সুন্দর। এই বাইক কন্ট্রোল করার ক্ষেত্রে। বাইকটি ব্রেকিং সিস্টেম বেশ উন্নত। এর চাকা গুলো অনেক মোটা এবং ট্যায়ারের গ্রিপ গুলো দেখতে সুন্দর। আমি হঠাৎ কড়া ব্রেক করলেও বাইকটি তেমন স্লিপ করে না। এটি ডিস্ক ভার্শনের বাইক হওয়ায় কন্ট্রোল নিয়ে আমার কোন চিন্তা নেই। সাধ্যের মধ্যে এমন আকর্ষণীয় ডিজাইন যুক্ত মোটরসাইকেল কিনতে পারায় আমি খুব খুশি। তাই আমি বলবো, এর ভাল দিকগুলো বিবেচনা করে টিভিএস এপাচি আর,টি,আর ১৬০ সিসি ভি৪ বাইকটি আপনারাও ব্যবহার করতে পারেন। বাইকটি দেখতেও যেমন সুন্দর এটি ব্যবহার করেও অনেক ভাল অনুভূতি পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ।