Yamaha Banner
Search

English Version
2017-09-10

TVS Apache RTR 160 Feature Review


tvs-apache-rtr-160-feature-review


বর্তমানে দুই চাকার বাহনগুলো সারা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। জনপ্রিয়তার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে বাইকের মান। যে সকল কোম্পানীর বাইকগুলোর গুনে ও মানে বেশী ভাল সেসকল কোম্পানিগুলো বাজারে সফলতার সাথে ব্যবসা করে যাচ্ছে এবং গ্রাহকদের মাঝে আস্থা বজায় রাখছে। টিভিএস ঠিক তেমনি একটি নির্ভরযোগ্য কোম্পানী যাদের দুই চাকা এবং তিন চাকার বাহন তৈরিতে বিশেষ খ্যাতি রয়েছে। বাংলাদেশে লোকাল মার্কেটগুলোতে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে টিভিএস কোম্পানির সকল প্রোডাক্টের বেশ ভাল চাহিদা রয়েছে এবং তারা গ্রাহকদের ভাল সেবা দিয়ে আসছে। ইন্ডিয়ান এই কোম্পানিটির বাইকগুলোতে রয়েছে আন কমন কিছু ডিজাইন। ঠিক তেমনি ভাবে তাদের একটি বাইক যেটিতে রয়েছে স্টাইলিশ লুক, শক্তিশালী ইঞ্জিন, মাস্কুলার বডি, রেডি পিক এবং তারুন্যের প্রথম পছন্দের বাইক সেটি হল টিভিএস এপ্যাচি আরটিআর। তাদের এই বাইকটি বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে দেখা এবং এর বেশীরভাগ রাইডারগন হল তরুণ। খুব অল্প সময়ের মধ্যে গ্রাহকদের মনে জায়গা করে নেয় এই এপ্যাচি আরটিআর। টিভিএস কোম্পানী তাদের এই বাইকটিকে আরও পরিচিত করার জন্য ম্যাট সিরিজের কিছু ভার্সন নিয়ে এসেছে যেগুলো মার্কেটে সফলভাবে এখনও চলছে। তারা নতুন করে বাংলাদেশে প্রথম বারের মত নিয়ে আসছে এপ্যাচি ১৬০ সিসির বাইক যেটা তাদের কালেকশনের মধ্যে সম্পূর্ণ নতুন একটি বাইক। পূর্বে বাংলাদেশে ১৫০ সিসি লিমিট ছিল কিন্তু খুব সম্প্রতি সরকারীভাবে সিসি লিমিট ১৫০ থেকে ১৬৫সিসি করা হয় যার ফলে এপ্যাচি আরটিআর ১৬০ সিসির এই বাইকটি অনায়াসে বাংলাদেশের মার্কেটে আসতে পারবে এবং গ্রাহকদের মন জয় করবে। এই বাইকটি দেখতে আগের আরটিআর ১৫০ সিসি মডেলের মত তবে ১৬০ সিসিতে দু একটি ফিচার আপডেট করা হয়েছে ।চলুন এক নজর দেখে নেওয়া যাক বাইকটিতে পূর্বের থেকে কি কি আপডেট ফিচার রয়েছে।

ডিজাইন
ডিজাইনের দিক বলতে গেলে আগের ১৫০ সিসি মডেলের মতই রয়েছে। বাইকটির এরো ডাইনামিক ডিজাইনের কারণে খুব বেশী স্পীডে বাতাস কাটতে সাহায্য করে এছাড়াও মাস্কুলার ফুয়েল ট্যাংকার, সুন্দর ইঞ্জিন গার্ড, ডি আর এল ল্যাম্প সব কিছু মিলিয়ে বাইকটি কে অন্য রকম নজরকাড়া লুক এনে দিয়েছে।বাইকটির আরেকটি মুল্যবান বিষয় হল এর চেসিস এর বিল্ড কোয়ালিটি অসাধারণ। যার ফলে হাই স্পীডেও বাইকটার সম্পূর্ণ কন্ট্রোল বাইকারের হাতে।

ডাইমেনশন
ভাল কন্ট্রোলিং, বসে আরাম, ভাল রাইডিং এর সব কিছুই সম্ভব হয় একমাত্র ভাল ডাইমেনশনের ফলে।বাইকের যত বেশী ভাল ডাইমেনশন তত বেশী ভাল রাইডিং কন্ট্রোলিং। টিভিএস এপ্যাচি আরটিআর ১৬০ সিসির বাইকটির ডাইমেনশন রয়েছে লম্বায় ২০৮৫মিমি,চওড়ায় ৭৩০মিমি এবং উচ্চতায় ১১০৫মিমি।অন্যদিকে বাইকটির হুইলবেজ রয়েছে ১৩০০ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ১৬৫মিমি এছাড়াও বাইকটির কারভ ওয়েট রয়েছে ১৩৭ কেজি। সব কিছু মিলিয়ে বাইকটি একজন রাইডারকে ভাল রাইডিং করতে বেশ সহায়ক হবে।



tvs-apache-rtr-160-engine

ইঞ্জিন
এপ্যাচি আরটিআর ১৫০ সিসি মতই ১৬০ সিসির ইঞ্জিন বেশ শক্তিশালী এবং মজবুত অন্যদিকে ১৫০ সিসির তুলনায় পাওয়ার একই রয়েছে । আরটিআর ১৬০ সিসি বাইকটির ইঞ্জিনে রয়েছে ১৫৯.৭ সিসি ৪ স্ট্রোক, সিংগেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন । এই ইঞ্জিন ১৫.২ বি এইচ পি সাহায্যে ৮৫০০আরপিএম ম্যাক্স পাওয়ার এবং ১৩.১ এনএম সাহায্যে ৪০০০ আরপিএম টর্ক তৈরি করতে পারে। ইঞ্জিনের কম্প্রেশান রেশিও রাখা হয়েছে ৯:৫:১ তে। এছাড়াও ৫ টি স্মুথ ট্রান্সমিশন গিয়ার বক্স এবং ইঞ্জিন চালু করার জন্য ইলেকট্রিক ও কিক স্টার্ট অপশন রয়েছে। সুতরাং সব মিলিয়ে বলা যেতে পারে যে বাংলাদেশের গ্রাহকদের ইঞ্জিন চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সব কিছুই একদম সুন্দর ভাবে রয়েছে।



tvs-apache-rtr-160-meter

ইলেকট্রিক্যাল এবং মিটার প্যানেল
ইলেকট্রিক এবং মিটার প্যানেলে নতুন কিছু ফিচার তেমন লক্ষ্য করা যায় না পূর্বের ১৫০ সিসির মতই একই ইলেকট্রিক এবং মিটার প্যানেল রয়েছে। ইলেকট্রিক্যাল দিকে রয়েছে মেইন্টেনেন্স ফ্রী ১২ ভোল্ট ৯ অ্যাম্পায়ারের ব্যাটারী, ডিআরএল লাইট, ক্রিস্টাল টাইপ টেল ল্যাম্প, ১২ ভোল্ট ৩৫/৩৫ ওয়াট হ্যালোজিন হেড ল্যাম্প, ক্রিস্টাল টার্ন ল্যাম্প, পাস সুইচ, ইঞ্জিন কিল সুইচ ইত্যাদি রয়েছে অন্যদিকে মিটার প্যানেলে রয়েছে ফুয়েল ইন্ডিকেটর, লো ব্যাটারী ইন্ডিকেটর, আরপিএম ইন্ডিকেটর, স্পীডোমিটার, স্পীডো মিটার এবং রাইডারের প্রয়োজনীয় সকল ফিচারই মিটার প্যানেলে রয়েছে।




tvs-apache-rtr-160-tire

টায়ার
এপ্যাচি আরটিআর এর সামনের চাকার পরিমাপ হচ্ছে ৯০/৯০x১৭ টিউবলেস টায়ার এবং পেছনের চাকার পরিমাপ হচ্ছে ১১০/৮০ x১৭ টিউবলেস টায়ার। শক্তিশালী বাইকে এধরনের চিকন টায়ার আমাদের মতো দেশের রাস্তায় ভালো পারফর্ম পাওয়া কষ্টকর।

সাসপেনশন
সাসপেনশনের কথা বলতে গেলে ১৬০ সিসির এই বাইকটিতে আগের মডেলের মতোই একই সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সামনের দিকে সাসপেনশনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপ ফর্ক সাসপেনশন এবং পেছনের দিকে ব্যবহার করা হয়েছে টুইন মনোটিউব ইনভারটেড গ্যাস ফিন্ড সাসপেনশন । পেছনের সাসপেনশনটা আগের মডেলের তুলনায় বেশ আপডেটেড।




tvs-apache-rtr-160-brakes

ব্রেকিং
ব্রেকিং এর কথা বলতে গেলে একজন বাইকারের জীবনের ঝুকি কমিয়ে নিয়ে আসে এই ব্রেকিং। তাই প্রত্যেকটি হাই পারফরমেন্স বাইকগুলোতে উন্নতমানের ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়। এপ্যাচি ১৬০ সিসি বাইকটির সামনের চাকায় রয়েছে ২৭০ মিমি এর ডিস্ক ব্রেক অপরদিকে পেছনের চাকায় রয়েছে ২০০ মিমি এর ডিস্ক ব্রেক অর্থাৎ উভয় চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এতে করে রাইডাররা আত্মবিশ্বাসের সাথে রাইড করতে সক্ষম হবে।

শেষকথা
সব কিছু বিবেচনা করে বলা যেতে পারে যে এপ্যাচি ১৬০ সিসির এই বাইকটি ভবিষ্যতে ১৫০ সিসির মতই জনপ্রিয়তা লাভ করবে। বাইকটির ফিচার ১৫০ সিসির মডেলের থেকে ১৬০ সিসিতে কিছুটা পরিবর্তন দেখা গেছে যেমন পেছনের সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেমটি আগের মডেলের থেকে উন্নত করা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের রাস্তায় ১৬০ সিসি হিসেবে বেশ ভাল পারফরমেন্স দিবে বলে আশা করা যায়। বাইকটির রয়েছে ৫টি ভিন্ন কালার যেমন (GREY, BLACK, WHITE, RED, YELLOW) ।


Rate This Review

Is this review helpful?

Rate count: 101
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on TVS Apache RTR 160 SD

TVS Apache RTR 160 4V SD ব্যবহার অভিজ্ঞতা Tanvir hasan Rakib
2024-09-30

আমার নিত্য দিনের যাতায়াত এবং কলেজ যাওয়ার জন্য বাইকের খুবই প্রয়োজন অনুভব করি এবং সেই প্রয়োজন থেকেই বাইক কেনার আগ...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ এসডি ব্যবহারিক অভিজ্ঞতা ১৯০০০কিমি এ এইচ এম রাকিবুল ইসলাম
2022-03-10

আমার অনেক দিনের শখ যে আমার নিজের একটি বাইক থাকবে এবং সেই বাইকটা হবে অবশ্যই অনেক সুন্দর। আমি যখন বাজারে বিভিন্ন ব্র...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ সিঙ্গেল ডিস্ক ব্যবহারিক অভিজ্ঞতা ১৫০০০কিমি মতিউর সরকার
2021-07-09

শহর থেকে অনেকটাই দূরে বসবাস করার কারনে মোটরসাইকেল ছাড়া আমার এবং আমার পরিবারকে যেকোন কিছু পরিবহনে অনেক ঝামেলা পো...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ১০,০০০কিমি রাইডিং অভিজ্ঞতা রিভিউ - ইমরান আরফিন
2020-04-24

আমি ইমরান আরফিন বর্তমানে ব্যবহার করছি টিভিএস এপ্যাচি আরটিআর ১৬০। এই বাইকটি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি বাইক ।...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৩০০০কিমি রাইডিং অভিজ্ঞতা রিভিউ - মানিক
2020-03-22

আমার নাম মোঃ মানিক। পেশাগত দিক থেকে আমি একজন ব্যবসায়ী। আমার মোটরসাইকেল এর নাম টিভিএস এপাচি আর,টি,আর ১৬০ সিসি। এই ...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ৫,০০০কিমি রাইডিং রিভিউ - ইবনুল কায়িস
2020-01-28

হ্যালো মোটরসাইকেল ভ্যালীর সকল পাঠকবৃন্দ! আমি ইবনুল কাইস, আজকে আমি এখানে আমার এপাচি আর,টি,আর ১৬০ সিসির মোটরসাইকেল...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ মোটরসাইকেল রিভিউ - জামিল হোসেন
2020-01-14

ছোটবেলা থেকেই আমি বাইকের প্রতি খুব আগ্রহী ছিলাম। তবে আমার কাছে ইন্ডিয়ান ব্র্যান্ডের বাইক গুলো খুব ভাল লাগত। তা...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১০,০০০কিমি রাইডিং রিভিউ - আশরাফুল ইসলাম
2020-01-11

সত্যিকার অর্থে আমার ইন্ডিয়ান ব্রান্ডের বাইকগুলো খুব ভাল লাগত। এই বিশ্বাস থেকেই আমি ইন্ডিয়ান ব্রান্ডের টিভিএস ...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ৭,০০০কিমি রাইডিং রিভিউ - অসিত কুমার
2019-12-12

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অসিত কুমার। বাইক চালানোটা অনেকটাই আমার কাছে নেশার মত। যুবক বয়স থেকেই রাইড করছি। বর্...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ৪০০০কিমি রাইডিং রিভিউ - লালন উদ্দীন
2019-11-18

আমি মোঃ লালন উদ্দিন, বর্তমানে পেশায় আমি একজন চাকুরীজীবী। আমার কেনা মোটরসাইকেলটির নাম হচ্ছে টিভিএস এপাচি আর,টি,আ...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ রিভিউ - সিহাব
2019-07-18

আমার ব্যবসার ক্ষেত্রে যাতায়াতের জন্য আমি একটি বাইক খুব মিস করতাম। সব সময় আমি চেয়েছি সুন্দর আউটলুক যুক্ত একটি বা...

Bangla English
বাজাজ এপাচি আরটিআর ১৬০ মোটরসাইকেল রিভিউ - বিপ্লব
2019-06-27

টিভিএস এপাচি আর,টি,আর বাইকটি আমি ৫ মাস যাবত ব্যবহার করছি। এটি আমার জীবনের ১ম বাইক। আমি এই ৫ মাসে প্রায় ২৫০০ কিমি প...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ রিভিউ - রুবেল হোসেন
2019-03-24

সাধারণ যাতায়াতের জন্য আমি টিভিএস এপাচি আর টি আর ১৬০ সিসির মোটরসাইকেল কিনেছি। ৫ মাস আগে মোটরসাইকেলটি কিনার মধ্য...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ রিভিউ - অন্তর
2019-02-26

টিভিএস এপাচি আর টি আর ১৬০ সিসি আমার জীবনের ১ম বাইক এবং আমি ৬ মাস আগে বাইকটি কিনেছি। ইতোমধ্যে ৩০০০ কিমি পথ চালিয়েছ...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ রিভিউ - মোসাররফ হোসেন
2019-02-07

আমার নাম মোসাররফ হসেন।আমি রাজশাহী জেলার ১৪নং ওয়ার্ডের বাসিন্দা।আমি ছোট বেলা থেকেই বাইক প্রেমী ছিলাম।এখনো আছি...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ রিভিউ - শরিফুল ইসলাম
2018-12-25

আমি আজকে সকলের উদ্দেশ্যে আমার মোটরসাইকেল বিষয়ে ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা তুলে ধরবো। সর্ব প্রথমে আমি আমার পরিচয় জ...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ রিভিউ - পিয়ারুল খান
2018-12-09

শুরুতেই আমি আমার পরিচয় জানিয়ে শুরু করছি। আমি মোঃ পিয়ারুল খান। পেশায় আমি একজন ব্যবসায়ী। আমার মোটরসাইকেল এর নাম ...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ মোটরসাইকেল রিভিউ - মজনু
2018-09-29

আজ আমি আমার মোটরসাইকেল এর এক মাসের রাইডিং অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি। তাই প্রথমেই আমি আমা...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ মোটরসাইকেল রিভিউ - দুলাল হোসেন
2018-09-22

আমার পরিচয় আমি মোঃ দুলাল হোসেন। পেশায় আমি একজন ব্যবসায়ী। আমি গ্রামে বাস করি। গ্রামের মানুষ সব সময় চায় কম মাইলে...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ মোটরসাইকেল রিভিউ - শামীম হোসেন
2018-09-14

আমার অনেক দিনের স্বপ্ন ছিল বড় মোটরসাইকেল কিনার। মোটরসাইকেল এর মাধ্যমে অল্প সময়ে দ্রুত যাতায়াত করা যায়। বিপদে আ...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ মোটরসাইকেল রিভিউ - সুমন আলী
2018-07-24

মোটরসাইকেল বাংলাদেশে একটি জনপ্রিয় বাহন হিসেবে পরিচিত। এটির মাধ্যমে অতি অল্প সময়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব। জী...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ মোটরসাইকেল রিভিউ - সজিব আহমেদ
2018-06-25

বাইক চালানো শিখেছিলাম অন্যের সিজি ১২৫ সিসি বাইক দিয়ে। আমার বাইক চালানোর নেশা শুরু হয় তখন থেকে যখন থেকে আমি সাইক...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ মোটরসাইকেল রিভিউ - টিপু
2018-06-18

আমাদের নিত্য দিনের প্রয়োজনে এবং দ্রুত চলাচল করার জন্য মোটরসাইকেল একটি সহজলভ্য বাহন। এটি নিয়ে যাতায়াত করা অনেক ...

Bangla English
সার্ভিস সেন্টার এর মান আরো উন্নত করা দরকার – টিভিএস এপাচি আরটিআর ১৬০ ব্যবহারকারী নয়ন
2018-05-12

আমার জীবনে বাইক চালানো শুরু হয় টিভিএস মেট্রো ১০০ সিসি দিয়ে। টিভিএস মেট্রো বাইকটি আমার প্রথম বাইক ছিলো এবং প্রথম ...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০সিসি মোটরসাইকেল রিভিউ -অনিক
2018-05-07

আমি মোঃ অনিক পেশায় চাকুরীজীবী। আমার বর্তমান ঠিকানা জয়রামপুর, পুঠিয়া, রাজশাহী। দুর্ভাগ্যক্রমে আমার এর আগে কোন ব...

Bangla English
ভাইব্রেশনটি পীড়াদায়ক – টিভিএস এপাচি আরটিআর ১৬০ ব্যবহারকারী নিয়াজ উদ্দীন
2018-04-29

খুব ছোট বেলা থেকেই বাইকের ওপর কেমন যেন একটা টান কাজ করত।রাস্তায় বাইক দেখলে তাকায়ে থাকতাম এবং ভাবতাম কবে নিজের এক...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৫০সিসি মোটরসাইকেল শর্ট রাইড রিভিউ -হায়দার আলী
2018-02-06

ব্যবসায়ীক কাজ এবং সহজ যাতায়াত করার জন্য আমি দীর্ঘদিন ব্যবহার করেছি বাজাজ সিটি ১০০। বাজাজ সিটি ১০০ বাইকটি আমি অ...

Bangla English
2017-09-10

বর্তমানে দুই চাকার বাহনগুলো সারা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। জনপ্রিয়তার পাশাপাশি পাল্লা দিয়ে বা...

Bangla English
2017-09-10
Filter