টিভি এস এপ্যাচি আর টি আর হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম বিক্রিত মোটরসাইকেল। এই মোটরসাইকেলটি তার ভাল কারেন্ট পিকআপের জন্য খুবই জনপ্রিয়। টিভিএস এর মোটরসাইকেল গুলোর ডিজাইন বেশ সুন্দর। আমি মোঃ শাহরিয়ার পারভেজ । আমি পেশায় একজন কলেজ শিক্ষক। আমার বাসা নাটোরে। বর্তমানে আমি ব্যবহার করছি আমার পছন্দের মোটরসাইকেল টিভিএস এপ্যাচি আরটিআর ম্যাট ব্লু । এই মোটরসাইকেলটি কেনার মুল কারণ হল আমার অনেক দিনের স্বপ্ন যে এই মোটরসাইকেলটি কিনবো। মোটরসাইকেল শুধু আমার ভালোলাগা না আমার কলেজে যাতায়াত করার জন্য মোটরসাইকেলের প্রয়োজন অনুভব করি। এটা আমার প্রথম মোটরসাইকেল না আমি এর পূর্বে ব্যবহার করেছি ডায়াং ১০০ সিসি সহ বিভিন্ন মোটরসাইকেল। আগের মোটরসাইকেলটা আমাকে যথেষ্ট স্পীড দিতো না এবং ডিজাইনটা খুব খারাপ ছিলো তাই আমি টি ভি এস এপ্যাচি এই বাইকটি কিনে ফেলি। আমি প্রায় ১ বছর ধরে ব্যবহার করছি টি ভি এস এপ্যাচি আর টী আর এবং আজ আমি আপনাদের সাথে এই ১ বছরের রাইডিং অভিজ্ঞতা তুলে ধরবো।
প্রথমত এর ডিজাইনটা অনেক সুন্দর। আমি এর ডিজাইনটা খুব বেশী পছন্দ করি। মোটরসাইকেলটির দানবীয় লুক,বড় ফুয়েল ট্যংকার এবং কিট আমার কাছে খুবই ভালো লেগেছে। বিল্ড কোয়ালিটি অনেক ভালো । বিভিন্ন রাস্তায় চালিয়ে আমি এর ভালো বিল্ড কোয়ালিটি লক্ষ্য করেছি। এক কথায় বলতে চাই ডিজাইনটা অনেক সুন্দর পাশাপাশি বিল্ড কোয়ালিটি বেশ মজবুত।
মোটরসাইকেলটি চালিয়ে আমি অনেক আরাম অনুভব করি। আমি মনে করি এটা অনেক আরামদায়ক একটি মোটরসাইকেল। সিটিং পজিশন এবং হ্যান্ডেলবার অনেক ভালো ।আমি সারাদিন চালিয়ে কোনো ক্লান্তি বোধ করি না এবং আমি কখনো ব্যাক পেইন অনুভব করিনি। সুইচগুলো অনেক ভালো কিন্তু এর হেডল্যাম্পটা খুব বেশী আলো সরবরাহ করতে পারে না। আমি যথেষ্ট ভালো আরাম অনুভব করি এবং আরাম নিয়ে আমার কোনো অভিযোগ নেই।
কন্ট্রোলিং একটি বড় বিষয় এবং আমি অনেক ভালো কন্ট্রোলিং পেয়েছি। টপ স্পীডেও ভাইব্রেট করে না। সাসপেনশনের পারফরমেন্স অনেক ভালো পাশাপাশি ব্রেকিংটাও অনেক ভালো। আমি আজ পর্যন্ত ব্রেকিং এবং সাসপেনশনে কোনো ঝামেলা অনুভব করিনি। টায়ারের গ্রিপটা অনেক ভাল যার ফলে কষে ব্রেক করলে পেছনের চাকা স্লীপ খায় না। এক কথায় বলতে গেলে কন্ট্রোলিং অনেক দারুন এবং আমি বাইকটির কন্ট্রোলিং অনেক উপভোগ করি।
মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট না। মাইলেজটা আমার কাছে অনেক খারাপ লেগেছে। বর্তমানে আমি মাইলেজ পাচ্ছি ৫০ কিমি প্রতি লিটারে এবং আমি মনে করি মাইলেজটা আরও বাড়ানো দরকার।
ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো। ইঞ্জিনের সাউন্ডটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক ভালো ইঞ্জিন পাওয়ার পাই এবং অনেক তাড়াতাড়ি স্পীডে তুলতে সক্ষম।
সার্ভিসিং সেন্টারের মান আমার কাছে ভালো লাগে নি। তাদের ব্যবহার, ঠিক করার মান ইত্যাদি আমি মনে করি আরও উন্নত করা উচিত।
এই দানবটার পারফরমেন্স,মান এবং অন্যান্য সব দিক দিয়ে আমার কাছে দামটা ঠিক বলে মনে হয়েছে।
খারাপ দিক হল মাইলেজ এবং অন্যান্য সকল দিক আমার কাছে ঠিক মনে হয়েছে। এই মোটইরসাইকেলটা সকল পরিবেশের জন্য দারুন একটি মোটরসাইকেল।
যদি কেউ এই বাইকটি কিনতে চান তবে আমি বলবো যে কোনো দিকে না তাকিয়ে এই মোটরসাইকেলটি কিনতে পারেন। অনেক ভালো মানের মোটরসাইকেল এটি।