আমি মোঃ আমিরুল ইসলাম, আমি দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশে এসেছি। বাড়িতে এসেই আমার একটি বাইকের অতি প্রয়োজন হয়ে উঠে। আর তাই আমি আমার পছন্দের টিভিএস এপাচি আরটিআর বাইকটি কিনি। এটিই আমার জীবনের প্রথম বাইক। এটি আমার ব্যবহার করা মাত্র ২ মাস হলো। আমি এই বাইকটি নতুন কিনেছি। তাই এই বাইক সম্পর্কে আমার তেমন ধারণা হয়নি তবে নতুন বাইক হিসেবে এবং আমি নতুন রাইডার হিসেবে আমার কাছে এই বাইক সম্পর্কে যেটুকু ধারণা বা অভিজ্ঞতা অর্জন করেছি তা আপনাদের সামনে ব্যক্ত করছি।
টিভিএস এপাচি আরটিআর বাইকটির ইঞ্জিন আমার কাছে ভালো মনে হয়েছে। এই বাইকটি ব্যবহার করে আমি তেমন বড় কোন সমস্যার সম্মুখিন হয়নি। এমনকি আমার বাইকের ইঞ্জিনে বাড়তি কোন বাজে শব্দও হয় না। তাই এর ইঞ্জিন পারফমেন্স নিয়ে আমি বেশ সন্তুষ্ট। আমার এই বাইকটির মডেল অন্যান্য বাইকের তুলনাই অনেক সুন্দর লাগে এবং যে কোন ব্যক্তির কাছেও বেশ আকর্ষনীয়। এর গ্রাফিক্স ডিজাইনটিও বেশ সুন্দর এবং আকর্ষনীয়। বাইকটির বীল্ড কোয়ালিটি মজবুত বলে আমার কাছে মনে হয়েছে।
আমার এই টিভিএস এপাচি আরটিআর বাইকটির সিটিং পজিশনটা একটু সমস্যা বলেই মনে হয়। কারণ আমি যখন এই বাইকটি চালাই তখন আমার শরীরের সকল ভার আমার হেন্ডেল দিকে অর্থাৎ আমার হাতের উপর এসে পরে এবং হাত ব্যথা করে। বাইকটির হ্যান্ডেলের সুইচগুলোও বেশ ভাল কাজ করে, এখন পর্যন্ত আমি তেমন কোন সমস্যা দেখতে পাইনি। এর ব্রেক গুলোও বেশ ভাল কাজ করে। যার ফলে আমি যেকোন মুর্হূতে আমার এই বাইকটি কন্ট্রোল করতে পারি। তাই আমি বলতে চাই আমার এই বাইকটির কমফোর্ট ও কন্ট্রোল বেশ চমৎকার। এর হেড লাইটের আলোও বেশ ভালো। রাতে তাই এই বাইকটি রাইড করতে কোন সমস্যা হয় না।
বাইকটির সাসপেনশন নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট। এর শকাপ গুলো বেশ ভালো খেলে। যার ফলে আমি উচু নিচু রাস্তাতেও তেমন কোন ঝাঁকুনি অনুভব করি না। বাইকটি বেশি গতিতে উঠালেও তেমন ভাইব্রেশন করে না। তবে এই বাইকটির মাইলেজটাও বেশি। আমার এই বাইকটি বর্তমানে ৪৫ কিমি মাইলেজ দিচ্ছে, যা বাজারের অন্যান্য বাইকের তুলনাই অতি কম। তবে মাইলেজ বাদ দিয়ে আর সব দিক একদম পারফেক্ট।
আমি সার্ভিসিং সেন্টারে যাইনি তবে আমার মনে হয়েছে এর মান হয়তো ভালোই হবে। কারণ আমি যেখান থেকে বাইকটি কিনি তাদের ব্যবহার অতি ভালো লেগেছে আমার কাছে। তবে সকল দিক বিবেচনায় এই বাইকটির দামও ঠিক আছে। যা বাজারের আর সব ১৫০সিসি বাইকের তুলনাই একটু কম বলে আমি মনে করি। তাই দাম নিয়ে আমি কোন বাজে মন্তব্য করব না। এক কথায় সব মিলিয়ে বেশ ভালো।
ভাল দিক
- ডিজাইন ও বীল্ড কোয়ালিটি বেশ সুন্দর ও মজবুত
- এর কন্ট্রোলিং বেশ ভালো
- হ্যান্ডেল, সুইচ বেশ ভালো
- রাতের হেড লাইটের আলোও বেশ ভালো
খারাপ দিক
- এর মাইলেজ একটু বেশি
- সিটিং পজিশন আমার কাছে আরাম দায়ক না
সবশেষে আমি বলব এই বাইকটি বেশ চমৎকার একটি বাইক। যে কোন বয়সের মানুষের সাথে অতি সহজেই মানিয়ে যায়। আমার সামান্য অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, এই বাইকটি যে কেউ চোখ বন্ধ করে কিনে ব্যবহার করতে পারেন। আমার বিশ্বাস কেউ ঠোকবেন না। আমি যেমন এই বাইকটি ব্যবহার করে বেশ মজা পাই ঠিক তেমনি আপনারাও বেশ মজা পাবেন আশা করি।