আমি মোঃ রুহুল আমি বর্তমানে পড়াশোনা করছি। আমার বাসস্থান মাঝপাড়া,বাগাতিপাড়া,নাটোর। আমার ঘুরাঘুরি, শখ এবং বিভিন্ন কারণে বাইকের খুব দরকার হয় । গ্রাম থেকে শহরে যাতায়াত এবং কলেজ যাতায়াতের ক্ষেত্রে বাইক খুব কাজে লাগে। আমি বর্তমান আমার স্বপ্নের বাইক ব্যবহার করছি যার নাম টিভিএস এপাচি আরটিআর ১৫০। এটা আমার প্রথম এবং স্বপ্নের একটি বাইক। বাইক নিয়ে আমি এখন ঝামেলা বিহিনভাবে যে কোন স্থানে যাতায়াত করতে পারি এবং আমার সময় ও শ্রম অনেক কমিয়ে দিয়েছে এই বাইক। আমি প্রায় ৪ মাস যাবত ব্যবহার করছি টিভিএস এপ্যাচি আরটিআর ১৫০ এবং এই ৪ মাসে আমি বাইক নিয়ে বিভিন্ন রাস্তায় দাপিয়ে বেড়িয়েছি। আজকে আমি আপনাদের সাথে আমার টিভিএস এপ্যাচি আরটিআর ১৫০ নিয়ে ৪ মাসের রাইডিং অভিজ্ঞতা তুলে ধরবো।
প্রথমে আমি ডিজাইনের দিকে, ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর মনে হয়েছে এবং ডিজাইনের পাশাপাশি বাইকটিতে অনেক সুন্দর কালার কম্বিনেশন ও গ্রাফিক্স রয়েছে যা দেখলে আমার চোখ জুরিয়ে যায়। ডিজাইনের সাথে সাথে বিল্ড কোয়ালিটিটাও অনেক মজবুত লেগেছে আমার কাছে । বাইকটার মজবুত গঠনের কারণে আমি অনেক আত্মবিশ্বাসের সাথে রাইড করতে পারি। ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিক দিয়ে এটা অনেক আকর্ষণীয় একটি বাইক।
সিটিং পজিশন ও হ্যান্ডেলবারের কম্বিনেশনটা আমার কাছে একদম পারফেক্ট লেগেছে যার কারণে চালিয়ে অনেক আরাম বোধ করি এবং অনেক্ষন রাইড করার পরও কোন ক্লান্তি আসে না। হ্যান্ডেলবারের সুইচগুলো ভালো কাজ করে এবং ব্যবহার করতে কোন ঝামেলা হয় না। রাতে আমি হেডল্যাম্প থেকে সন্তোষজনক আলো পাই।
কন্ট্রোল খুব ভালো হয়। হাই স্পীডে আমি কোন ভাইব্রেশন না খারাপ কিছু লক্ষ্য করিনি। ব্রেকিং সামনে পিছনে দুটাই বেশ ভাল কাজ করে এবং যে কোন খারাপ পরিস্থিতিতে ব্রেক করে নিয়ন্ত্রন করে তে পারি। গ্রামের বিভিন্ন রাস্তায় চালিয়ে আমি এর অনেক কম ঝাঁকুনি অনুভব করি কারণ এর সাসপেনশনগুলো আমাকে অনেক আরাম সরবরাহ করে। টায়ার যথেষ্ট মোটা এবং ব্রেক করলে তেমন স্কীড করে না।
ইঞ্জিনটা অনেক শক্তিশালী এবং খুব দ্রুত স্পীড তুলতে সক্ষম। ইঞ্জিনের কোনো ঝামেলা আমি এই ৪ মাসে পাইনি। মোট কথা ইঞ্জিনের পারফরমেন্সটা মন জয় করার মত। ইঞ্জিনের পারফরমেন্স ভালো হলেও মাইলেজটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ আমি এখন প্রায় ৪৫ কিমি প্রতি লিটারে মাইলেজ পাচ্ছি। আমি মনে করি যে মাইলেজটা বেশী হলে চালিয়ে আরও বেশি মজা পাওয়া যেত।
আমি নাটোর গণি এন্টার প্রাইজ থেকে সার্ভিস করাই এবং তারা আমকে অনেক ভালো সার্ভিস দিচ্ছে। তাদের আচরণ, ঠিক করার মান ইত্যাদি সব কিছু আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এবং তারা অনেক আন্তরিক।
ভাল দিক –
-খুব দ্রুত স্পীড উঠে
-ডিজাইন সুন্দর
-আরামদায়ক
মন্দ দিক
-মাইলেজটা একটু কম
টিভিএস এপ্যাচি আরটিআর ১৫০ এর বর্তমান বাজার মুল্য কোয়ালিটি ফিচারস অনুযায়ী ঠিক মনে হয়েছে। যারা এই বাইকটা কিনতে চান তাদের কাছে আমার পরামর্শ থাকবে যে। বাইকটা অনেক ভালো মানের তবে যারা মাইলেজ তোয়াক্কা করেন না তারা নিঃসন্দেহে বাইকটা নিতে পারেন। আমার অনেক পছন্দের বাইক এটা। সবাইকে ধন্যবাদ।