বাইক চালানোর শখটা আমার অনেক ছোটবেলা থেকেই। আমার কাছে বাইক রাইডিং একটা শখ এবং আমার শখকে পূরণ করার জন্য আমি ব্যবহার করেছি বাজাজ ডিস্কোভার ১৩৫ এবং বর্তমানে ব্যবহার করছি বাংলাদেশের জনপ্রিয় একটি মোটরসাইকেল যার নাম টিভিএস এপ্যাচি আরটিআর। বাজাজ ডিস্কোভার বাইকটি আমার এখনও আছে স্মৃতি হিসেবে।
আমি মোঃ সোহাগ আলী বর্তমানে পড়াশোনা করছি। আমার বর্তমান ঠিকানা জামনগর,বাগাতিপারা,নাটোর। আমি বিগত ১ বছর যাবত ব্যবহার করছি টিভিএস এপ্যাচি আরটিআর ১৫০। এই বাইকটা কেনার মুল কারণ ছিলো এর ডিজাইন ও আউটলুক। টিভিএস এপ্যাচি আরটিআর এর ডিজাইন ও আউটলুক আমার খুব পছন্দ তাই দ্বিতীয় বার না ভেবে এই বাইকটা কিনে ফেলি। আমি আজকে মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে আপনাদের সাথে আমার ১ বছর রাইডিং অভিজ্ঞতা গুলো শেয়ার করবো।
আমি শুরুতেই বলেছি যে এই বাইকটার ডিজাইনটা আমার খুব পছন্দ। সুন্দর কালার কম্বিনেশন,গ্রাফিক্স ও বডি শেপ সব মিলিয়ে বাইকটি আমার কাছে অসাধারণ লাগে। অন্যদিকে বিল্ড কোয়ালিটি অনেক মজবুত এবং মজবুত গঠনের ফলে আমি রাইড করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। ডিজাইন ও বিল্ড কোয়ালিটি বিবেচনায় বাইকটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে।
বাইকটি চালিয়ে আরাম অনেক বেশি। রাইডিং সিটিং পজিশন ও পিলিয়ন সিটিং পজিশনটা অনেক প্রশস্ত যার কারণে পিলিয়ন নিয়ে রাইড করেও কোন সমস্যা হয় না। সিটিং পজিশন বসে এর হ্যান্ডেলবারটা ধরে আমি বেশ আরাম পাই। হ্যান্ডেলবারের সুইচগুলো যথেষ্ট ভালো এবং সেগুলো অনেক ভালো কাজ করে। এদিকে রাতে আমি এর হেডল্যাম্প থেকে যথেষ্ট পরিমাণে আলো পাই এবং আলো নিয়ে কোন বিড়ম্বনায় ভুগি না।
আমি বাইকটার টপ স্পীড প্রায় ১১৫ কিমি প্রতি ঘণ্টায় তুলেছি এবং হাই স্পীডে কোনো ভাইব্রেশন অনুবভ করিনি। হাই স্পীড ও নারমাল স্পীডে ব্রেকিং অনেক ভালো যার কারণে খুব সহজে নিয়ন্ত্রন করতে পারি এবং গ্রামের বিভিন্ন রাস্তায় রাইড করে আমি এর সাসপেনশনের বেশ ভাল পারফরমেন্স পেয়েছি। এদিকে টায়ারের গ্রিপ গুলো যথেষ্ট ভালো এবং সেগুলো খুব ভালো কন্ট্রোলিং নিশ্চিত করে। সব মিলিয়ে টিভিএস এপ্যাচি আরটিআর এর কন্ট্রোলিং অসাধারণ।
ইঞ্জিনের শব্দটা অনেক গম্ভীর এবং পারফরমেন্স চমৎকার। ইঞ্জিনটা আমাকে খুব ভালো স্পীড এনে দেয় এবং ইঞ্জিনের শক্তিটা অনেক বেশি। ইঞ্জিন পারফরমেন্সটা ভালো মনে হলেও এর মাইলেজটা আমার কাছে একটু কম মনে হয়েছে। এখন আমি মাইলেজ পাচ্ছি ৪৫ কিমি ।আমার মতে ৫০ কিমি মাইলেজ হলে ভালো হত।
সার্ভিস সেন্টারের মান বেশ ভালোই। তারা অনেক আন্তরিক এবং খুব সুন্দর কাজ করে। আমি তাদের আফটার সেলস সার্ভিসে সন্তুষ্ট।
ভালো দিক
-অনেক আরামদায়ক
-ভালো ইঞ্জিন শক্তি
-সুন্দর ডিজাইন ও মজবুত বিল্ড কোয়ালিটি
মন্দ দিক
-তেল খরচটা একটু বেশি
কোয়ালিটি, পারফরমেন্স ও ফিচারস এর দিক দিয়ে টিভিএস এপ্যাচি আরটিআর এর বাজারমুল্য আমার কাছে সঠিক মনে হয়েছে এবং আমার পরামর্শ থাকবে যে, টিভিএস এপ্যাচি আরটিআর অনেক ভালো মানের একটি বাইক তাই আপনারা নিঃসন্দেহে এটি কিনতে পারেন। আমার ব্যবহার করে অনেক ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।