আমি মোঃ সুমন ইসলাম এবং আমি পেশায় একজন ব্যবসায়ী। আমার বর্তমান ঠিকানা একডালা যেটা নাটোর জেলায় অবস্থিত। আজকে আমি এখানে হাজির হয়েছি মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে আপনাদের সামনে আমার বাইকের ভালো মন্দ কিছু দিক তুলে ধরার জন্য এবং আমি যে বাইকটি বর্তমানে ব্যবহার করছি তার নাম হল টিভিএস এপ্যাচি আরটিআর। বলে রাখা ভালো যে এটা আমার প্রথম বাইক না আমার এর আগেও একটি বাইকছিলো। ফ্যামিলির কাজ এবং ব্যবসা দেখাশোনা করার জন্য বাইকের প্রয়োজন আমি অনুভব করি এবং দীর্ঘ ২ বছর যাবত আমি ব্যবহার করে আসছি টিভিএস এপ্যাচি আরটিয়ার ১৫০।
ইঞ্জিনের পারফরমেন্সটা এখনও ঠিক আছে। একইভাবে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি খুব সুন্দর এবং উল্লেখযোগ্য। আউটলুকের কথা বলতে গেলে খুব সুন্দর আউটলুক যেটা যে কাউকে খুব সহজে নজর কাড়বে।
বাইকটির কম্ফোরটের দিক দিয়ে বেশ ভালো। সিটিং পজিশনটা খুব ভালো এবং হ্যান্ডেলবারটাও সিটিং পজিশনের সাথে সুন্দর ভাবে কম্বিনেশন করা হয়েছে। হ্যান্ডেলবারের সুইচগুলো বেশ ভালো কাজ করে এবং মেজর কোনো সমস্যা এখনও লক্ষ্য করিনি। হেডল্যাম্পের আলো রাতের রাইডে বেশ উজ্জল আলো দেয় তবে আমার কাছে মনে হয়েছে যে আলোটা আরও বেশি হলে ভালো হত।
একইভাবে কন্ট্রোলের কথা নিয়ে বলতে গেলে আমি হাই স্পীডেও কোন ভাইব্রেশন অনুভব করিনি, ব্রেকিং সিস্টেমটা অনেক সুন্দর এবং আমি যে কোনো পরিস্থিতিতে খুব সুন্দরভাবে ব্রেক করে কন্ট্রোল করতে পারি। সাসপেনশন দুটাই বেশ ভালো এবং আমি যে কোন রাস্তায় অনেক কম ঝাঁকুনি অনুভব করি। আমি আজ পর্যন্ত কোনো স্কীডের সম্মুখীন হইনি কারণ এর টায়ারগুলো যথেষ্ট ভালো মানের।
একটা বাইকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইলেজ এবং অনেক বাইকার মাইলেজের দিকটাই বেশি লক্ষ্য করেন । আমার টিভিএস এপ্যাচি আরটিআর
আমাকে মাইলেজ দিচ্ছে বর্তমানে প্রায় ৪৫ কিমি এর মতো।মাইলেজটা আরও বেশি হতে পারতো।
সার্ভিসিং সেন্টার নিয়ে বলতে গেলে আমার কাছে তাদের আচরণ ব্যবহার বেশ ভালোই মনে হয়েছে। তাদের কাজ করার মান এবং ব্যবহার অন্যান্য সব কিছু অনেক ভালো।
ভালো দিক
-আরামদায়ক রাইডিং
-সুন্দর আউটলুক
-ভালো কালার কম্বিনেশন
মন্দ দিক
-আমাকে চেইনটা বেশ কয়েকবার পরিবর্তন করতে হয়েছে
-হাইড্রলিকটাও খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়
কোয়ালিটি,পারফরমেন্স এবং বাইকের সার্ভিস অনুসারে আমার কাছে দামটা ঠিক আছে বলে মনে হয়েছে। যখন কোন প্রশ্ন আসে যে আমি এই বাইকটা কিনবো কি না, এতে আমার পরামর্শ থাকবে যে বাইকটা গুনে মানে অনেক ভালো তবে তেল খরচটা একটু বেশি তাই যদি কেউ সেটা মেনে নিতে পারেন তাহলে অবশ্যই কিনতে পারেন। সবাইকে ধন্যবাদ