বাংলাদেশে টিভিএস এর যে সকল বাইক বেশী দেখা যায় তার মধ্যে একটি হল টি ভি এস এপ্যাচি আরটি র । টিভিএস এর এই বাইকটি বর্তমানে বেশী দেখা যাচ্ছে কারণ এর স্টাইলিশ লুক, সুন্দর গ্রাফিক্স এবং বিভিন্ন দিক গ্রাহকদের মন জয় করছে। বাংলাদেশে এপ্যাচি আর টি আর ব্যবহারকারীর মধ্যে আমি একজন আর টি আর ব্যবহারকারি। আমি হৃদয় সাহা পেশায় একজন ছাত্র । আমি এই বাইকটি কিনি মূলত ভার্সিটিতে যাতায়াত করার জন্য এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে বাইকের প্রয়োজন পরে তবে আমি বাইকটি নিয়ে ভার্সিটিতেই বেশী যাতায়াত করি। এই বাইকটির পূর্বে আমি ব্যবহার করেছি বাজাজ ডিস্কোভার ১০০ সিসির বাইকটি। বর্তমানে আমি এপ্যাচি আর টি আর প্রায় ১ বছর ধরে ব্যবহার করে আসছি এবং এই ১ বছরে এই বাইকটি কিছু ভালো মন্দ দিক নিয়ে আমার একটি অভিজ্ঞতা হয়েছে যা আজকে আমি আপনাদের সাথে ভাগাভাগি করে নেবো।
টিভিএস এপ্যাচি আর টি আর ১৫০ সিসির বাইকটির বিল্ড কোয়ালিটি অনেক ভালো। আমি বাইকটি চালিয়ে যা বুঝেছি যে বাইকটির বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কোনো ঘাটতি খুঁজে পায়নি।অন্যদিকে ডিজাইনটাও চোখে লাগার মতে।আমি যেহেতু ম্যাট সিরিজের বাইক ব্যবহার করছি সেই হিসেবে এর ডিজাইন নিয়ে আমি কোনে কমতি পায়নি আমার কাছে এর ডিজাইনটা অনেক ভালো মনে হয়েছে। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে।
বাইকটি চালিয়ে আমি মোটামুটি আরাম অনুভব করি। সিটিং পজিশনটা ভালই বলা যায়। তবে আমি মনে করি এর সিটিং পজিশনটা আরেকটু আরামদায়ক করা দরকার কারণ সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবারের কম্বিনেশন আমার কাছে ভালো মনে হয়নি।হ্যান্ডেলবারের সাথে সংযুক্ত সুইচগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আমি রাতের বেলা রাইড করে এর হেডল্যাম্পের আলোর কোন কমতি পায়নি।
কন্ট্রোলিং এর দিক দিয়ে আমি বলবো এটা তেমন একটা ভালো বাইক না। আমি টপ স্পীড তুলতে গিয়ে অবাক হয়েছি কারণ টপ স্পীডে অন্যান্য ১৫০ সিসি বাইকের তুলনায় এটি অনেক বেশী ভাইব্রেশন সৃষ্টি করে যার ফলে রাইড করা কঠিন হয়ে পরে। বাইকটির টর্ক এবং বি এইচ পি বেশী হলেও এই রকম শক্তিশালী বাইকের জন্য যথেষ্ট ভালো ব্রেকিং আমি পায়নি। ব্রেকিংটা আমার মনে হয় আরও উন্নত করা উচিত। অন্যদিকে সাসপেনশনের পাওফরমেন্স খুব একটা ভালো আমি পায়নি। বেশি ভাঙ্গা রাস্তায় চলাচল করলে পুরো শরীর ব্যাথা করে ফেলে। এই ধরনের বাইকের জন্য এই রকম সাসপেনশন উপযোগী না।আমার মনে হয় এর সাসপেনশনটাও আরও উন্নত করা উচিত। আমি মাঝে মাঝে কষে ব্রেক করলে এর পেছনের চাকাটা হালকা স্প্লিপ খায় তবে কষে ব্রেক করলে সব বাইকেরই টায়ার স্প্লিপ করে তবে আমার মনে হয় আমারটা একটু বেশী করে।
বাইকটির যে দিকটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে সেটা হল- হেডল্যাম্পের ডিজাইনটা অনেক সুন্দর অন্যদিকে খারাপ দিক হল- প্রচন্ড ভাইব্রেশন দেয় এবং বেশীক্ষন রাইড করলে ব্যাক পেইন অনুভুত হয়।
বাইকটির মাইলেজ মোটামুটি ভালো।আমি শহরের মধ্যে বেশি চলাচল করি এবং মাইলেজ নিয়ে আমি তেমন চিন্তা করিনা।তবে আমার কাছে মনে হয়েছে যে এর মাইলেজটা বেশ ভালই পাচ্ছি আমি।
সার্ভিসিং সেন্টারের মান অনেক খারাপ।তাদের ঠিক করার মান আমার কাছে ভালো মনে হয়নি এবং তাদের সার্ভিসিং এর জায়গাটা আরেকটু বড় করলে আমার মনে হয় ভালো হতো।কারন বেশী গ্রাহক আসলে পা ফেলার জায়গা থাকে না।
বাইকটির ডিজাইন,বিল্ড কোয়ালিটি, এবং অন্যান্য সব কিছু মিলিয়ে আমার কাছে এর দামটা একটু বেশী মনে হয়েছে। কেউ যদি এই বাইকটি কিনতে চান তবে আমি মনে করি না কিনাই ভালো।