Owned for 3months-1year [] Ridden for 1000-5000km
টিভিএস মেট্রো ১০০ মোটরসাইকেল রিভিউ - শাওন
আমি সোহেল। আমি TVS Metro 100 মোটরসাইকেলটি ব্যবহারকরি। বাইকটি কেনা এবং ব্যবহারের পরে আমি যে সামান্য অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরবো।
আর সবার মতোই কৈশোর থেকেই বাইকের প্রতি অগাধ ভালোলাগা ছিলো। অপেক্ষায় ছিলাম কবে নিজের বাইক হবে। আমি মোটরসাইকেল কিনতে চাইতাম কারন এটি স্টাইলিশ, সময় এবং টাকা বাচায়। শহরে যাতায়াতের জন্য আমার মতে এটি সেরা বাহন।
এক সময় সুযোগ পেলাম নিজের জন্য বাইক কেনার। আমার বাজেটের মধ্যে সকল দিক দিয়ে প্রয়োজন পূরন করছিলো TVS Metro 100. কমিউটার বাইক গুলোর মধ্যে এই বাইকটি আমার পছন্দ হয়। বাবাও বাইকটি পছন্দ করেন। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি এই মোটরসাইকেলটি কেনার।
বাইকটি কেনার পরে প্রথম প্রথম একটু সমস্যা হচ্ছিলো। মনে হচ্ছি চালিয়ে ঠিক শান্তি পাচ্ছি না। সপ্তাহখানেক চালানোর পরে মনে হলো এডজাস্ট হয়েছে। কিছুদিন পরে মনে হলো বাইকটি আমার জন্যই তৈরী হয়েছে। কন্ট্রোল, রেডি পিকআপ, চাকার ভালা গ্রিপ, এবং আরাম সকল দিক দিয়ে বাইকটি সন্তোষজনক। বৃষ্টির দিনে বাইক চালিয়েছি, চাকা পিছলানোর ঘটনা ঘটে নাই। বাইকটি ওজনে হালকা এবং সাইজে ছোট হবার কারনে আমার জন্য কন্ট্রোলিং সহজ ছিলো। সিটিং পজিশনটি চমতকার হবার কারনে সামনে বেকে বাইক চালাতে হয় না। শহরে চালানোর জন্য একজন বাইকারের এর থেকে বেশি কিছুর প্রয়োজন নেই বলেই আমি মনে করি।
আমি একাধিকবার লং জার্নি করেছি আমার এই বাইক দিয়ে। কখনই খারাপ অবস্থায় পড়িনি। আমি একদিনে প্রায় ১৮০কিমি এর অধিক পথ পাড়ি দিয়েছি এবং সেদিন কন্ট্রোলিং, স্পীড এবং কমফোর্ট ছিলো সত্যিই ঈর্ষনীয়।
ভালো দিক-
- ভালো সিটিং পজিশন
- ভালো টায়ার গ্রিপ
- তেল সাশ্রয়ী
খারাপ দিক
- আকারে ছোট এবং ওজনে হালকা
- ইলেক্ট্রিক্যাল দিকগুলো আরেকটু ভালো হবার দরকার ছিলো
স্পীড এবং মাইলেজ
বাইকটি আকারে ছোট হলেও কাজে ১২৫সিসি বাইকের মতো। মাইলেজে বাইকটি সেরা। আমি সব সময় ৬৫কিমি/লিটার পেয়েছি। স্পীড পেয়েছি ৯০কিমি/ঘন্টা। একটি ১০০সিসি কমিউটার বাইকে এর থেকে বেশি আশা অন্তত আমি করি না।
রক্ষনাবেক্ষন
বাইকের যত্ন বাইকের দীর্ঘস্থায়ীত্ব বাড়ায়। তাই আমি সব সময়েই নিয়মিত বাইকের যত্ন নেই। যখনই সুযোগ পাই নিজের হাতে বাইকের যত্ন নেই। বৃষ্টির দিনে প্রতিদিন অন্তত বাইকের কাদাগুলো পরিস্কার করি। অন্য সময়ে ধুলো ময়লাগুলো নিয়মিত পরিস্কার করি। বাইকের ইনজিন ওয়েল নিয়মিত পরিবর্তন করা এবং ভালো মানের ইনজিন ওয়েল ব্যবহার করা আমার অভ্যাস।
অন্যের উদ্দেশ্যে
মোটরসাইকেল একটি যন্ত্র, এবং যন্ত্র টেকে যত্নে। এটি অন্য স্পোর্টস বাইকের মতো দ্রুত হয়তো চলতে পারেনা, কিন্তু যত্ন নিলে টিকবে অনেক দিন এটি কনফার্ম। যদি কেউ সীমিত বাজেটে একটি ভালো বাইক কিনতে চান তাহলে TVS Metro 100 তার তালিকার শীর্ষে অবস্থান করবে এটি আমি হলফ করে বলতে পারি।