আমি মোঃ হাসিবুল ইসলাম। আমার বাসস্থান বাগাতিপাড়া, নাটোর। আমি পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসায়ীক বিভিন্ন কাজে আমি মোটরসাইকেলের প্রয়োজন অনুভব করি এবং ব্যবসায়িক উদ্দেশ্যে আমি মোটরসাইকেল কিনে ফেলি। আমি মনে করি মোটরসাইকেল আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্বাধীনভাবে চলাফেরা করার একটি বাহন। যে কেউ যে কোনো স্থানে মোটরসাইকেল নিয়ে অনায়াসেই চলাচল করতে পারে এমনকি ট্র্যাফিকের মধ্যেও মোটরসাইকেল নিতে আরামের সাথে চলাচল করা যায়। মোটরসাইকেল অনেক শখের একটি জিনিষ বেশীর ভাগ মানুষের শখ থাকে তাদের নিজের একটি বাইক থাকবে। এখন আমি পরিচয় করিয়ে দিতে চাই আমার মোটরসাইকেলের সাথে। আমার মোটরসাইকেল হল টিভিএস মেট্রো ১০০ সিসি। টিভিএস বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। আমি প্রায় ১ বছর যাবত এই মোটরসাইকেলটি ব্যবহার করে আসছি। আজ আমি আপনাদের সাথে আমি আমার রাইডিং অভিজ্ঞতা তুলে ধরবো।
ডিজাইন একটি বাইকের জন্য খুব বড় একটি বিষয়। প্রথমে আমি বলতে চাই যে আমার বাইকের ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগে। আমি মনে করি এই বাইকের জন্য এই রকম ডিজাইন যথেষ্ট। ফুয়েল ট্যংকারটা একটু ছোট। আমি মনে করি ফুয়েল ট্যংকারের সাইজটা আরেকটু বড় হলে দেখতে আরও ভালো লাগতো।
আমার বাইকের বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মনে হয়েছে। আমি মনে করি এর বিল্ড কোয়ালিটিটা সত্যিই উল্লেখযোগ্য। আমি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক দিয়ে পুরোপুরি সন্তুষ্ট।
এটা ১০০ সিসির একটি আরামদায়ক কমিউটার মোটরসাইকেল। সিটিং পজিশন অনেক ভালো আমি এই যাবত সিটিং পজিশনের কোনো ঝামেলা খুঁজে পায়নি। হ্যান্ডেলবার এবং এর সাথে সংযুক্ত সুইচগুলো বেশ ভালো এবং খুব সহজেই ব্যবহার করা যায়। অন্যদিকে হেডল্যাম্পের আলো আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আমি দুরের যেকোনো জিনিস রাতের অন্ধকারে পরিষ্কার দেখতে পাই। হেডল্যাম্পটা আরও রাইডিং কে আরও সুবিধা করে দিয়েছে।
টিভিএস মেট্রো ১০০ সিসির এই বাইকটি আমাকে যথেষ্ট ভালো কন্ট্রোলিং এনে দিয়েছে। কিন্তু আমার মোটরসাইকেলটা টপ স্পীডে খুব বেশী ভাইব্রেট করে থাকে। যদিও এটি অনেক কম ওজনের একটি বাইক তাই আমি মনে করি ভাইব্রেট করাটা স্বাভাবিক। অপরদিকে ব্রেকিংটা অনেক ভালো, সাসপেনশনের পারফরমেন্স খুব ভালো ও আরামদায়ক। সব মিলিয়ে আমি অনেক সন্তুষ্ট।
সার্ভিসিং নিয়ে আমার তেমন অভিজ্ঞতা নেই কারণ আমি তাদের সার্ভিসিং সেন্টারে যায়নি।
ইঞ্জিন পারফরমেন্স দারুন। ইঞ্জিনটা খুব তাড়াতাড়ি বেশী গরম হয় না এবং একটানা অনেকক্ষণ রাইড করার পরেও ইঞ্জিন পারফরমেন্সে কোণ ঘাটতি পাওয়া যায় না আমার এর ইঞ্জিন পারফরমেন্স দারুন লেগেছে।
আমি মনে করি এই দামের মধ্যে অনেক ভালো মানের মোটরসাইকেল হল টিভিএস মেট্রো ১০০ সিসি। এই ধরনের দামের মধ্যে আমি এতো ভালো মানের মোটরসাইকেল পেয়ে নিজেকে গর্বিত মনে করি। আমি সত্যিই দাম নিয়ে খুব সন্তুষ্ট।
কিছু ভালো দিক
- ভালো মাইলেজ
- ভালো এক্সেলেরেশন
- অনেক আরামদায়ক
খারাপ দিক হল
- সেলফ স্টার্ট নিয়ে আমার একটু সমস্যা রয়েছে।
সবশেষে আমি বলতে চাই যে এটি সাধ্যের মধ্যে অনেক ভালো মানের একটি মোটরসাইকেল। মাইলেজটা অসাধারণ। টিভিএস মেট্রো আসলেই খুব ভালো মানের একটি মোটরসাইকেল এবং আমি আজ পর্যন্ত কোনো বড় সমস্যায় পড়িনি।