সাধারণ ব্যবহারের জন্য আমি এই মোটরসাইকেলটি কিনি। সাধারণ ব্যবহার বলতে গেলে আমি দিনের প্রায় বেশীর ভাগ অংশ মোটরসাইকেল নিয়ে বিভিন্ন দিক যাতায়াত করে থাকি। আমি মোঃ আলী আহমেদ পেশায় একজন শিক্ষক। আমি বর্তমানে ব্যবহার করছি টিভিএস মেট্রো ইএস ১০০ সিসি। এই মোটরসাইকেলটি আমি প্রায় ১ বছর ধরে ব্যবহার করছি। মোটরসাইকেলটি ১ বছর চালিয়ে আমি ভালো মন্দ দিক খুঁজে পেয়েছি এবং কিছু কিছু দিক আমার খুব ভালো লেগেছে আবার কিছু কিছু দিক আবার আমাকে হতাশ করেছে। আজ আমি আপনাদের সাথে আমার মোটরসাইকেলের ভালো মন্দ কিছু দিক নিয়ে আলোচনা করবো। আশা করি সেগুলো আপনাদের জন্য বেশ ফলপ্রসূ হবে।
প্রথমে আসি ইঞ্জিনে কারণ একটি মোটরসাইকেলের প্রধান একটি অংশ হল ইঞ্জিন। আমার কাছে এর ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো লেগেছে। ইঞ্জিনটা মোটামুটি শক্তিশালী মনে হয়েছে এবং দুরের যাত্রায় ইঞ্জিনের পারফরমেন্সে কোনো ঝামেলা পায়নি।
ডিজাইনের কথা বলতে গেলে আমার কাছে এর ডিজাইনটা অনেক ভালো লেগেছে। ফুয়েল ট্যংকারের সাথে সুন্দর গ্রাফিক্স, এলয় রিম সব মিলিয়ে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। ডিজানের পাশাপাশি আমি অনেক ভালো বিল্ড কোয়ালিটি অনুভব করেছি। মোটরসাইকেলটি আমার কাছে অনেক মজবুত একটি মোটরসাইকেল বলে মনে হয়েছে। আমার কাছে বাইকটি বিল্ড কোয়ালিটি ও ডিজাইন দুটোই খুব ভালো মনে হয়েছে।
মোটরসাইকেলটি চালিয়ে আমি বেশ আরাম অনুভব করি। সিটটা আমার কাছে ভালো লেগেছে। দুরের যাত্রায় আমি কোনো ব্যাক পেইন অনুভব করিনি। আমি মনে করি এর সিটটা অধিক সময় বসে চালানোর জন্য উপযোগী। সিটের পাশাপাশি আমার কাছে হ্যান্ডেলটা বেশ ভালো মনে হয়েছে। হ্যান্ডেলটা ধরে বেশ আমি অনেক আরাম পাই। সুইচগুলোর মান আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। অন্যদিকে রাতে চালাতে গিয়ে আমি আজ পর্যন্ত এর হেডল্যাম্পের কোনো সমস্যা পাইনি। হেডল্যাম্পের আলো নিয়ে আমি সন্তুষ্ট।
আমি মনে করি যে ১০০ সিসির একটি বাইক হিসেবে এর কন্ট্রোলিং অনেক ভালো। আমি টপ স্পীডে কোনো ভাইব্রেশন অনুভব করিনি। টপ স্পীড এবং নরমাল স্পীড উভয় স্পিডে চালিয়ে আমি বেশ আরাম পাই। ব্রেকিং নিয়ে আমি আজ পর্যন্ত কোনো সমস্যা পড়িনি এবং আমি মনে করি যে ১০০ সিসির মোটরসাইকেল হিসেবে এর ব্রেকিংটা যথেষ্ট পরিমাণে ভালো। বিভিন্ন রাস্তায় চালিয়ে আমি এর অনেক ভালো সাসপেনশন বুঝতে পেরেছি। ভালো সাসপেনশন থাকার ফলে ঝাঁকুনি অনেক কম মনে হয়। পেছনের টায়ারটা ব্রেক করলে খুব বেশী স্লীপ করে না। কন্ট্রোলিং এর দিক দিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট।
বর্তমানে আমি ৬০ কিমি প্রতি লিটারে মাইলেজ পাচ্ছি। আমি মাইলেজ নিয়ে তেমন সন্তুষ্ট না কারণ টিভিএস যেমন মাইলেজ দাবি করে বা অন্যান্য ব্যবহারকারীরা যেভাবে বলে সে অনুপাতে আমি মাইলেজ পাচ্ছি না।
আমি তাদের সার্ভিসিং সেন্টারে গিয়েছি এবং তাদের আচরণ, ঠিক করার মান এবং অন্যান্য সব দিক আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি তাদের আফটার সেলস সার্ভিস নিয়ে অনেক সন্তুষ্ট।
ভালো দিক
- দেখতে সুন্দর
- চালিয়ে আরাম
খারাপ দিক
- তেল খরচটা আমার কাছে একটু বেশী মনে হয়েছে।
মোটরসাইকেলটির পারফরমেন্স, কোয়ালিটি এবং অন্যান্য সব দিক মিলিয়ে দামটা আমি মনে করি ঠিক রাখা হয়েছে কারণ অন্যান্য ১০০ সিসির বাইকগুলোর তুলনায় এর দামটা অনেক কম।
যদি কেউ এই মোটরসাইকেলটি কিনতে চান তবে আমি বলবো যে মোটরসাইকেলটি আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনারা কিনে হতাশ হবেন না।