আমি শরিফুল ইসলাম আজকে আমার টিভিএস মেট্রোপ্লাস বাইকটি সম্পর্কে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই। এটি আমার জীবনের ১ম বাইক। এই বাইকটি আমি গত ১ মাস আগে কিনেছি এবং এই সময়ের মধ্যে আমি প্রায় ৬০০ কিমি চালিয়েছি। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমার এই বাইকটি আমার পছন্দের সাথে এবং আমার বয়সের সাথে খুব ভাল মানায়। শুধু তাই না, আমি মনে করি এই বাইকের যে আকার এবং ডিজাইন ব্যবহার করা হয়েছে তাতে যে কারও সাথে এই বাইকটা বেশ ভালই মানাবে বলে মনে করি। আমার বাইকটা আমি সবচেয়ে বেশি ব্যবহার করি আমার ব্যক্তিগত কাজের ক্ষেত্রে। আমি আমার বাইকের ইঞ্জিনের পারফরমেন্স সবসময়ই সন্তোষজনক পেয়েছি। একদিনে আমার বাইকটি আমি প্রায় ৬০ কিলোমিটারের মত চালিয়েছি এবং আমার কাছে এই যাত্রায় সবচেয়ে ভাল লাগার দিক হল আমি বাইকে তেমন কোন সমস্যা টের পাইনি বরং এত দীর্ঘ সময় বাইক চালানোর পরেও আমি শরীরের কোন অংশে কোন রকম বিরক্তি বা ক্লান্তি অনুভব করিনি। সকল পারফমেন্স বিবেচনায় বলতে চাই এই বাইকটির দাম সঠিক রয়েছে। অন্যদিকে আমার বাইকের ব্যবহারবিধি আমার দেখা অন্যান্য বাইকের থেকে অনেক সহজ। আমি এই ধারনা থেকে বলতে পারি যে এই বাইকটা আমার মত নতুন বাইকারদের জন্যে বেশ ভাল হবে।
ভাল দিকঃ
১/ তেল খরচ খুব কম।
২/ বাইকের গঠন অনুযায়ী আমার বডির সাথে বেশ মানানসই।
৩/ ইঞ্জিনের শব্দটা চমৎকার।
৪/ এর গিয়ার পরিবর্তনের সিস্টেম খুব সহজ।
৫/ ডিস্ক ব্রেক না থাকলেও আমি বেশ ভাল কন্ট্রোলিং সুবিধা পাচ্ছি।
৬/ সিটি পজিশন বেশ বড়।
আমার বাইকে এখন পর্যন্ত খারাপ কোন দিক চোখে পড়েনি তবে আগামীতে যদি কোন খারাপ দিক পাই তাহলে আমার পরবর্তী রিভিউ এর মাধ্যমে সবার সাথে শেয়ার করবো।
বাইকটি পছন্দের কারণ?
এই বাইকটি পছন্দের মূল কারণ হচ্ছে, এটি আমার সাধ্যের মধ্যে ভাল মাইলেজ সমৃদ্ধ একটি বাইক। এছাড়া বাইকটি দেখতেও সুন্দর, যা আমার বডির সাথে বেশ মানানসই।
মাইলেজ সিটিঃ ৫২ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৬৫ কিমি।
আমি আমার বাইকে ইঞ্জিন পারফরমেন্স ভাল পাচ্ছি এবং এই ক্ষেত্রে বলে রাখা ভাল যে আমি আমার বাইকের প্রয়োজনীয় যত্ন নিই। সেজন্য আমার বাইকে এখনো মন্দ কোন দিক পাওয়া যায়নি। সেক্ষেত্রে সবার প্রতি আমার পরামর্শ থাকবে নিজের বাইকের প্রতি অবহেলা করবেন না। যতটা সম্ভব যত্ন নিন। কোন কোম্পানিই বদনাম নেওয়ার জন্যে খারাপ ভাবে বাইক তৈরি করে না বরং বেশিরভাগ সময়ই আমাদের অবহেলার কারনে বাইকের পারফরমেন্স খারাপ হয়ে যায় আর আমরা কোম্পানির দোষ দিয়ে থাকি। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।