Owned for 3months-1year [] Ridden for 5000-10000km
টিভিএস মেট্রো ১০০ মোটরসাইকেল রিভিউ - আশিক ইসলাম
Brand: TVS
Model: Metro
Engine: 4-stroke, single cylinder, air-cooled.
Fuel Tank Capacity (L):16 Liters
Weight (KG):108 KG
কন্ট্রোল
আমাদের দেশে প্রাপ্ত কমউটার বাইকের মধ্যে TVS Metro কন্ট্রোলিং এবং হ্যান্ডেলিং এর দিক দিয়ে অন্যতম সেরা একটা বাইক। আমি শহরের রাস্তাতেই বাইকটি বেশী চালাই। আমার ব্যাক্তিগত মত হলো কন্ট্রোল নিয়ে আপনাকে বাড়তি কোন চিন্তাই করতে হবে না। এই অসাধারণ কন্ট্রোলের অন্যতম একটি কারণ আমি মনে করি এর সিটিং পজিশান। এর ডাইমেনশান অত্যন্ত ভালো হবার কারণে শহরের অলি-গলিতে চালানোর জন্য খুবই উপযোগী। তবে গতি বেশী থাকলে হাইওয়েতে বাঁক নেয়ার সময় কিঞ্চিৎ অসুবিধা বোধ করতে পারেন এর তুলনামূলক হালকা ওজন এবং চিকন টায়ারের কারণে। তবে এর ব্রেকিং সিস্টেম অত্যান্ত ভালো হবার কারণে এই সমস্যার অনেকটাই সমাধান হয়ে যায়।
ইনজিন
বাইকটির ইঞ্জিন নিয়ে আমার কোনোই অভিযোগ নাই এবং আমার ব্যাক্তিগত মত হলো বেশিরভাগ Metro ইউজাররাই আমার সাথে এক মত হবেন। TVS Metro এর ইঞ্জিন ১০০ সিসির ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল। ইঞ্জিন এর ম্যাক্স পাওয়ার 5.50 kW (7.5 bhp) @ 7500 rpma এবং টর্ক 7.5 Nm @ 5000 rpm । কমিউটার বাইক হিসাবে এই ইঞ্জিন পারফর্মেন্স আপনাকে অভিযোগের কোনই সুযোগ দিবে না। প্রায় আড়াই বছর ধরে বাইকটি চালাচ্ছি, কেনার সময় যা আশা করেছিলাম এর ইঞ্জিন তার থেকে অনেক ভালো। বাইকটি চালিয়ে আমার মনে হয়েছে ইঞ্জিনের পাশাপাশি এর অন্যান্য যন্ত্রাংশও অনেক যত্ন করে বানানো।
স্পীড ও মাইলেজ
আমার কমিউটার বাইকই কেনার ইচ্ছা ছিল। নিজেকে ভাগ্যবান মনে করি এই বাইকটি কেনার জন্য। কমিউটার বাইকের কাছে আমাদের মূল প্রত্যাশা থাকে মাইলেজ আর ঝামেলা বিহিন মসৃণ গতির জন্য। এই দুইটি দিক নিয়ে কারোরই কোন অভিযোগের সুযোগ দিবে না বাইকটি। যেকোনো পরিস্থিতিতেই আপনি মাইলেজ লিটারে ৬০ কিমি পাবেনই । আপনি যদি একা চালান তবে ৮০ কিমি / ঘন্টা গতি তুলতে আপনাকে কোন বেগ পেতে হবে না।
ভালো দিক
- মার্জিত লুক
- আরামদায়ক
- জ্বালানী সাশ্রয়ী
- মজবুত এবং দীর্ঘস্থায়ি
- মেন্টেনেন্স খরচ কম
মন্দ দিক
- টায়ার তুলনামূলক চিকন
আমি নিয়মিত আমার এই বাইক চালাচ্ছি দুই বছরেও বেশী সময় ধরে, এই সময়ে আমি আমার বন্ধুবান্ধদের অন্য মডেলের বাইক চালিয়েছি। যদি তুলনা করতে বলেন তবে বলবো গতি আর স্টাইলের কথা বাদ দিলে যারা বাইকের কাছ থেকে ভালো পারফর্মেন্স আশা করেন তাদের জন্য এই বাইকটি সেরা।