আমি মোঃ আশিক উদ্দিন জীবন বর্তমানে আমি টিভিএস মেট্রো প্লাস ১১০সিসি
বাইক ব্যবহার করছি। কেন যেন বাইকার হিসেবে নিজেকে পরিচয় দিতে বড়ই বেশী ভাল লাগে । তাই শুরুতেই বলছি আমি একজন বাইকার। রাইডিং জগতে আমার প্রথম বাইক ছিল বাজাজ পালসার ১৫০ পরবর্তীতে টিভিএস এপাছে আরটিআর ১৫০সিসি দীর্ঘদিন যাবত ব্যবহার করেছি। আরটিআর সেল করে দেয়ার পর ভেবেছিলাম, এখন কিছুদিনের জন্য একটি স্বল্প মুল্যের এবং জ্বালানী সাশ্রয়ী বাইক নিই এবং পরবর্তীতে ভাল স্পোর্টস বাইক নিব, আর এই হিসেবে টিভিএস মেট্রো প্লাস বাইকটি আমার নেওয়া হয়। বাইকটি মূলত আমার অবসর সময় কাটানো এবং মাঝে মধ্যে লং ড্রাইভে যাওয়ার জন্য ব্যবহার করে থাকি। এ যাবত আমি বাইকটি নিয়ে ৩৬০০০ কিলোমিটার রাইড করেছি। আর বাইকটির তেমন যত্ন নেওয়া হয় না বললেই চলে, বলতে গেলে বাইকটি খুব রাফ ভাবে এবং খুব অযত্নে চলে, আর ঠিক এমনভাবে ব্যাবহারের পরও বাইকটি আমাকে এত ভাল সার্ভিস দিচ্ছে যার ফলে এই বাইকটি সত্যি আমার অনেক ভাল লেগেছে আর ঠিক এই কারনেই পরবর্তীতে আমি আমার স্পোর্টস বাইকটি নিলেও এই বাইকটি আর সেল করব না ।
তবে প্রত্যেকটি বাইকে কিছু না কিছু মন্দ দিক থাকে আর তাই বাইকটি ব্যাবহার করে ভাল বা মন্দ যে দিক গুলা পেয়েছি তুলে ধরার চেষ্টা করছি।
ভাল দিকঃ
#ভাল কন্ট্রোল
#ভাল স্পীড
#ভাল সাসপেনশন
#মাইলেজ ৫০ – ৫৫ কিলোমিটার প্রতি লিটার
মন্দ দিকঃ
#বেশি গতিতে হাল্কা কাপে
#পেছনের চাকা স্কিড করে
আমি যা আশা করেছিলাম তার থেকেও ভাল পেয়েছি এবং আমি বলবো যে এই বাইকটা হল অল্প বাজেটে সুন্দর আউটলুক, ভাল মাইলেজ এবং শহরের মধ্যে চলাচলের জন্যে সমৃদ্ধ একটা মোটরসাইকেল হল টিভিএস মেট্রো প্লাস-১১০সিসি।