আমার নাম জয়, বর্তমানে আমি রাইড করছি ১১০ সিসির একটি বাইক যার নাম
TVS Metro Plus । যখন আমি একটি বাইক কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তখন বাজারে দেখলাম যে TVS Metro Plus বাইকটা অনেক ভালো এবং যারা ব্যবহার করেছে তারা সবাই কম বেশি অনেক ভালো বলেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে বাইকটা কিনবো এবং অবশেষে বাইকটা কিনে ফেলি। এখন পর্যন্ত বাইকটা রাইড করেছি ৮ মাসে ৮০০০ কিলোমিটার এবং এই রাইডিং করে আমি কেমন পারফরমেন্স পেয়েছি তা আপনাদের সাথে আজকে শেয়ার করবো।
TVS Metro Plus বাইকের ভালো দিক
*প্রথমত আমার কাছে এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স এবং ইঞ্জিনের টর্ক অনেক বেশি ভালো লেগেছে।
*অন্যদিকে বাইকের ব্রেকিং সিস্টেমটাও আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ আমি দেখেছি যে , যেকোন পরিস্থিতিতে বাইকটা অনেক ভালো ফিডব্যাক দেয়।
*চালিয়ে অনেক আরাম মনে হয়েছে কারণ আমি দিনের বেশিরভাগ সময়ই বাইকটা রাইড করি এবং রাইড করে আমার কাছে খারাপ কিছু মনে হয়নি।
*১১০ সিসি হিসেবে কন্ট্রোলটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি যেভাবে বাইকটা কন্ট্রোল করতে চাই ঠিক সেভাবেই কন্ট্রোল করে নিতে পারি।
TVS Metro Plus বাইকের মন্দ দিক
*আমি যখন বাইকটা বেশি স্পীডে রাইড করি তখন এর হেডল্যাম্পের অনেক বেশি ভাইব্রেশন হয় যা আমার রাইডিং ব্যাঘাত ঘটে ।
*মাইলেজটাও আমার কাছে অনেক কম মনে হয়েছে ১১০ সিসি হিসেবে। কারণ আমি শহরের মধ্যে পাচ্ছি ৪৮ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাচ্ছি ৫০ কিমি প্রতি লিটার।
*এদিকে আমি আরেকটা খারাপ বিষয় লক্ষ্য করেছি যে , বাইকটা বেশি স্পীডে রাইড করলে ইঞ্জিনের শব্দটা নষ্ট হয়ে যায়।
সব মিলিয়ে আমার কাছে TVS Metro Plus বাইকটা এখন পর্যন্ত ভালো লেগেছে। আপনারা যারা এই বাইকটা কেনার ইচ্ছা পোষণ করেছেন তারা অবশ্যই বাইকটা কিনতে পারেন।