বাংলাদেশের বাজারে টিভিএস কোম্পানির বেশ বড় বাইক লাইনাপ রয়েছে এবং সেগুলো বেশ পপুলারও বটে। তাদের অন্যতম একটি স্কুটার রয়েছে যা অল্পকিছুদিন আগেই লঞ্চ হয়েছিল TVS Ntorq 125 । যদিও এই স্কুটারে বেশিরভাগ বিষয়ই ভাল, তবে কিছু মন্দ দিক সাথে চলেই আসে। আজকে চলুন আলোচনা করি সেসব ভাল-মন্দ দিকগুলো নিয়ে।
TVS Ntorq 125 ভাল দিকঃ পারফেক্ট ওয়েট, যা যেকোন রাস্তায় চলাচলে এবং কন্ট্রল করতে বেশ সাহায্য করেঃ
TVS Ntorq 125 বাইকটি ১১৮ কেজি। এর ফলে স্কুটারটি এই সেগমেন্টে বেশ স্ট্যান্ডার্ড একটি ওয়েট বহন করে, যাতে করে হাইওয়ে বা শহরের রাস্তায় এমনকি অলিগলি রাস্তায় কন্ট্রল বেশ সহজ এবং বেশ স্মুথ ফিল পাওয়া যায়।
সিটের নিচে বড় স্টোরেজঃ Ntorq 125 -এ প্রয়োজনীয় জিনিসপত্র বহন করার জন্য এবং আপনি যখন কোথাও দাঁড়ান তখন সেগুলি রাখার জন্য সিটের নিচে স্টোরেজ ব্যাবস্থা বিশালাকার।
হাই টর্ক আপনার রাইডকে আরো আকর্ষনীয় করে তোলেঃ Ntorq 125 হেভি রেসপন্স হাই টর্ক একটি স্কুটার, যাতে করে এক্সেলেরশন বেশ স্মুথ এবং ফাস্ট থাকে।
UBS পোর্ট সাপোর্টঃ নিজেকে সকলের সাথে সংযুক্ত রাখতে এবং কখনই নেটওয়ার্কের বাইরে যেন যেতে না হয় এই স্কুটারে রয়েছে USB চার্জিং সুবিধা।
মাইলেজ আপনাকে সন্তুষ্ট করবে:Ntorq 125 স্কুটারে এফ আই ইঞ্জিন রয়েছে এবং তা ব্লু কোরের সাথে যুক্ত হয়ে ভাল মাইলেজ দেয়।
TVS Ntorq 125 মন্দ দিকঃ ডুয়াল ডিস্ক ব্রেকিং দেয়া থাকলে ভাল হতঃ এই স্কুটারটিতে টিভিএস ডুয়াল ডিস্ক ব্রেক দিতে পারত, যদিও এটিতে এসবিএস রয়েছে, তবে ডুয়াল ডিস্ক থাকলে তা ব্রেকিং সিস্টেমকে আরও ভালভাবে পরিচালনা করতে পারে।
হেডল্যাম্পের আলো খুব একটা মানসম্মত নয়ঃ এই স্কুটারের হেডল্যাম্প পজিশনিং কিছুটা ভিন্ন, আর এই কারনে আলো হওয়া উচিৎ বেশ পাওয়ারফুল। কিন্তু এই স্কুটারের হাই বিম এবং লো বিম খুব বেশি সারফেস কভার করে না এবং আলোর মান আরো উন্নত হলে ভাল হত।
TVS Ntorq 125 সম্পর্কে আরও জানতে অনুগ্রহ করে লিংকে
ক্লিক করুন।