Yamaha Banner
Search

টিভিএস এনর্টক ১২৫ ব্যবহারিক অভিজ্ঞতা ৪৭০০কিমি রেন্টু

English Version
2022-03-08
Owned for 3months-1year   []   Ridden for 5000-10000km


This user provides ratings about this bike


  9 out of 10
Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for money

This bike is purchased from Sakura Enterprise, Rajshahi

টিভিএস এনর্টক ১২৫ ব্যবহারিক অভিজ্ঞতা ৪৭০০কিমি রেন্টু


tvs-ntorq-125-user-review-4700km-by-rentu.jpg
যখন আমি একটি স্কুটার কেনার জন্য সিদ্ধান নিই এবং বাজারে খুঁজতে থাকি আমার পছন্দের বাইক। তখন আমি দেখলাম যে TVS Ntorq বাইকটি সদ্য বাজারে এসেছে। যেহেতু আমার বয়স একটু বেশি তাই আমার পছন্দ স্কুটার ক্যাটাগরির স্কুটার কারণ এই স্কুটার ব্যবহার করে অনেক আরাম। TVS Ntorq বাইকটা দেখে আমার অনেক ভালো লেগেছে । এদিকে স্কুটারের ডিজাইন সুন্দরের পাশপাশি দেখলাম যে অত্যাধুনিক সব ফিচারস দেওয়া আছে। যেহেতু স্কুটার কিনবোই তাই আর দেরি না করে আমি কিনে ফেলি TVS Ntorq। বিগত ৩ মাস যাবত আমি এই স্কুটারটি ব্যবহার করছি এবং ৪,৭০০ কিমি রাইড করেছি। আমার কাছে এই বাইকের কোন কোন দিক ভালো লেগেছে এবং খারাপ লেগেছে সেগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করবো।


TVS Ntorq বাইকের ভালো দিক



  • একটি স্কুটার হিসেবে এই বাইকের ডিজাইন নিঃসন্দেহে অনেক সুন্দর লেগেছে আমার কাছে । আমি দেখলাম যে সামনের থেকে পেছনের অংশ পর্যন্ত প্রতিটা বিষয় একদম নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে যার ফলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে।

  • ব্রেকিং সিস্টেম অনেক ভালো লেগেছে । ৩ মাস ব্যবহার করার পর আমার মনে হচ্ছে যে, যতদিন যাচ্ছে ব্রেকিং ততবেশি উন্নত হচ্ছে।

  • কন্ট্রোলটা স্কুটার হিসেবে দারুন লেগেছে। আমি যেভাবে রাইড করি না কেন এই স্কুটার ব্যবহার করে আমার কাছে কন্ট্রোল খারাপ লাগেনি।

  • রাইড করে অনেক আরাম কারণ আমি দেখেছি যে এই বাইকের পিলিয়ন সিটিং পজিশন বেশ নরম পাশাপাশি রাইডিং সিটিং পজিশনও অনেক নরম । তাই সব মিলিয়ে আরামদের দিক থেকে আমার অনেক ভালো লেগেছে এই বাইক। একদিনে আমি ২৫০ কিমি একটানা রাইড করেছি এই স্কুটার নিয়ে।

  • ইঞ্জিনের শক্তি অনেক বেশি। ৩ ভালভের ইঞ্জিন থাকার কারণে আমি অনেক ভালো টর্ক ও গতি পাই যা আমার চলার পথ অনেক স্মুথ করে।এদিকে এই ইঞ্জিন থেকে আমি শহরের মধ্যে ৬৮ কিমি এবং হাইওয়েতে ৭০ কিমি প্রতি লিটার মাইলেজ পাচ্ছি।

  • টায়ার সামনের এবং পেছনের অনেক মোটা যার কারণে আমি রাইড করে অনেক স্বাছন্দ্য অনুভব করি।


TVS Ntorq এর মন্দ দিক



  • বেশি স্পীডে রাইড করলে একটু ভাইব্রেশন হয়।

  • টিভিএস এর ডিলারদের সার্ভিস সেন্টার আরও উন্নত করা উচিত। বিশেষ করে রাজশাহীর।


সব মিলিয়ে আমার কাছে এই স্কুটার অনেক ভালো লেগেছে। আপনারা যারা এই TVS Ntorq সুন্দর বাইকটি কিনতে চান তাদের আমি কেনার জন্য পরামর্শ দিবো।


 


 



Rate This Review

Is this review helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on TVS Ntorq 125

TVS Ntorq 125 ভাল ও মন্দ
2022-04-09

বাংলাদেশের বাজারে টিভিএস কোম্পানির বেশ বড় বাইক লাইনাপ রয়েছে এবং সেগুলো বেশ পপুলারও বটে। তাদের অন্যতম একটি স্কুট...

Bangla English
টিভিএস এনর্টক ১২৫ ব্যবহারিক অভিজ্ঞতা ৪৭০০কিমি রেন্টু
2022-03-08

যখন আমি একটি স্কুটার কেনার জন্য সিদ্ধান নিই এবং বাজারে খুঁজতে থাকি আমার পছন্দের বাইক। তখন আমি দেখলাম যে TVS Ntorq বাইকট...

Bangla English
টিভিএস এনটর্ক ১২৫ ফিচার রিভিউ
2021-10-13

বর্তমান সময়ে আমরা এমন একটি যুগে বিদ্যমান যেখানে আমাদের কাছে প্রচুর বিকল্প রয়েছে। যেকোন দিক থেকে যেকোন কিছু বেছে...

Bangla English
Filter