আমি মোঃ ফয়সাল রহমান বাপ্পি, পেশায় একজন ছাত্র। পড়াশোনার পাশাপাশি বাইক চালাতে আমার খুব ভালো লাগে এবং এই বাইক চালানোর নেশা আমার ছোটবেলা থেকেই। বিভিন্ন কাজে এবং যাতায়াত সুবিধার্থে আমি বাইকেই বেশী প্রাধান্য দিয়ে থাকি। আমি এই পর্যন্ত ডায়াং, বাজাজ ডিস্কোভার বাইক ব্যবহার করেছি। বর্তমানে আমি ব্যবহার করছি টিভিএস ফিনিক্স ১২৫ সিসির এই বাইকটি। এই বাইকটি আমি প্রায় ১ বছর যাবত ব্যবহার করছি। আজ আমি আপনাদের সামনে এই বাইক নিয়ে ১ বছর রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন।
যেহেতু বাইকের প্রতি আমার অন্য রকম এক অনুভূতি রয়েছে সেই দিক থেকে বলতে চাই বাইকটি চালিয়ে আমার বেশ ভালো লেগেছে। এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অসাধারণ লেগেছে। অন্যদিকে ১২৫ সিসির বাইক হিসেবে এত সুন্দর কালার কম্বিনেশন রয়েছে যা আমার কাছে খুব ভালো লেগেছে। ফুয়েল ট্যংকারের সাথে অসাধারণ ডিজাইন, বিল্ড কোয়ালিটি তারপর আবার ইন্ডিয়ান টপ রেটেড কোম্পানি টিভিএস সব মিলিয়ে এত কম দামে ১২৫ সিসির বাইক ভাবাই যায় না।
বাইকটি আমাকে যথেষ্ট কম্ফোরট দেয়। আমি অনেকক্ষণ রাইড করার পরেও কোন ব্যাক পেইন অনুভব করি নাই। সিটিং পজিশনের কথা বলতে গেলে খুব ভালো তবে সিংগেল রাইডিং এর থেকে পিলিয়ন নিয়ে রাইডিং করতে কেন জানি আমার কাছে বেশী আরামদায়ক মনে হয়। সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবার টাও ধরে বেশ আরামদায়ক মনে হয়েছে। বাইকের সুইচগুলোর কোয়ালিটি বেশ ভালো এবং সব সুইচ গুলো বেশ কাছাকাছি। যার ফলে অন্ধকার রাস্তায় রাইডিং করার সময় সুইচ খুজে বের করতে ঝামেলা হয়না। বলে রাখা ভালো যে আমি প্রায়ই অন্ধকার রাস্তায় রাইড করেছি এবং আমার কাছে হেডল্যাম্পের আলোর কোন স্বল্পতা মনে হয়নি। সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভাল মনে হয়েছে।
এবার আসি কন্ট্রোলিং এ, কন্ট্রোলিং বলতে আমি খুব ভালো কন্ট্রোলিং পাচ্ছি।বাইকটি শহরের মধ্যে চালিয়ে কন্ট্রোলিং নিয়ে তেমন কোন ঝামেলাই পরিনি। আমি আমার বাইক নিয়ে টপ স্পীডেও কেমন কোন ভাইব্রেশন অনুভব করিনি তবে সামান্য ভাইব্রেশন এই সেগমেন্টের সকল বাইকগুলোতেই হয় বলে আমি মনে করি। আমি টপ স্পীডেও ভালো ব্রেকিং পেয়েছি এবং অন্যান্য যে কোন পরিস্থিতিতে ব্রেকিং নিয়ে আমি কোন সমস্যা অনুভব করিনি। তবে আমি মাঝে মাঝে দেখি যে পেছনের টায়ারটা ব্রেক করলে স্লিপ খায় যেটা আমার কাছে নেভেটিগ মনে হয়েছে। এছাড়াও বাইকটির সাসপেনশন যথেষ্ট ভালো মানের। আমি বিভিন্ন রোড কন্ডিশনে চালিয়ে সাসপেনশনের ভালো পারফরমেন্স পেয়েছি। আমার কাছে ১২৫ সিসির বাইক হিসেবে এর কন্ট্রোলিং মোটামুটি ভালো লেগেছে।
সবারই বাইক কেনার আগে একটা কমন প্রশ্ন থাকে যে বাইকটার মাইলেজ কত যায়। আমার বাইকে আমি বর্তমানে ৫০ কিমি প্রতি লিটারে মাইলেজ পাচ্ছি। তবে আমি বলব যে ১২৫ সিসির বাইক হিসেবে এর মাইলেজ খারাপ না। প্রথম প্রথম বাইকের তেলটা একটু বেশী খরচ হচ্ছিলো পরে এমনিতেই ঠিক হয়ে গেছে।
বাইকটি নিয়ে আমি খুব কম সার্ভিসিং সেন্টারে গিয়েছি। কারণ আমার বাইক আমাকে খুব একটা জ্বালাতন করে না। কিন্তু সার্ভিসিং সেন্টারের মান এবং আফটার সেলস সার্ভিস খুবই খারাপ। আমি ভাবতেই পারি না যে এত বড় একটা কোম্পানী যার বাইকের নামগুলো সব মানুষের মুখস্ত তারা কেন এত খারাপ সার্ভিস দিবে। আমার মনে হয় চাইনিজ ব্র্যান্ড গুলোর সার্ভিসিং এর থেকে অনেক ভালো। যাই হোক আমি আশা করি যে টিভিএস তাদের এই সার্ভিসিং খুব দ্রত উন্নত করবে এবং গ্রাহকদের ভালো সার্ভিসিং দিতে সক্ষম হবে।
আমার কাছে বাইকটির কোয়ালিটি অনুযায়ী দাম টা ঠিক মনে হয়েছে। বাইকটির একটা দিক আমার কাছে খুব ভালো লাগে সেটা হলো এর স্পীড। আমি যথেষ্ট ভালো স্পীড পাই কিন্তু অন্যদিকে অসন্তুষ্টির বিষয় হল এর চেইন সেটটা আমাকে খুব প্যারা দিচ্ছে। আমাকে মাঝে মাঝেই চেইন সেট নিয়ে ঝামেলায় পড়তে হয়।
সমস্ত কিছু বিবেচনায় আমি আমার বাইকের রেটিং দিবো ৫ এর মধ্যে ৪। কারণ এটা আমাকে খুশি করলেও খুব বেশি হতাশ করেনি। যাই হোক যারা এই বাইকটি নিতে চান তাদের কাছে আমার পরামর্শ যে বাইকটা অবশ্যই নিতে পারেন। বিশেষ করে যারা কমিউটার লাভার বাইকার আছে তাদের জন্য বলবো যে চোখ বন্ধ করে বাইকটা নিয়ে নিন। সবাই ভালো থাকবেন এবং সাবধানে বাইক চালাবেন। এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।