আমি তাসনুব তাহনাব। বর্তমানে আমি আমার ব্যাক্তিগত কাজ সহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করছি টিভিএস ফিনিক্স ১২৫। আমি প্রথমে এই বাইকটির একটি খারাপ বিষয় বলতে চাই সেটা হচ্ছে ডিজাইনটা আমার কাছে ১২৫ সিসি হিসেবে একটু দুর্বল মনে হয়েছে কারণ এটা দেখে আমার কাছে ১২৫ সিসির একটি নিরীহ বাইক বলে মনে হয়। যাই হোক ডিজাইন আমার কাছে খারাপ মনে হলেও আশা করি আপনাদের কাছে সেটা খারাপ মনে হবে না। ডিজাইনটা আমার মন জয় না করলেও এর বিল্ড কোয়ালিটি আমাকে পুরোপুরি সন্তুষ্ট করেছে। আমি যখন বাইক নিয়ে বিভিন্ন রাস্তায় রাইড করি তখন আমার কাছে বাইকটা অনেক শক্তিশালী মনে হয়। আমি প্রায় ১ বছর ধরে রাইড করেও বিল্ড কোয়ালিটি নিয়ে কোন কমতি খুঁজে পাইনি।
লক্ষ্য করেছি যে ইঞ্জিনটা অনেক শক্তিশালী। আমি ১২৫ সিসির এয়ার কুল্ড ইঞ্জিন হিসেবে টপ স্পীড পেয়েছি ১০৮ কিমি/প্রতি ঘণ্টা এবং মাইলেজ পাচ্ছি লিটারে প্রায় ৬৫ কিমি । আমি যখন বাইকটা নিয়ে হাই আরপিএম এ রাইড করি তখন আমার কাছে ইঞ্জিনের বাজে শব্দ কিংবা ওভার হিট অনুভুত হয়নি। আমার কাছে ইঞ্জিনটা ১২৫ সিসি হিসেবে অনেক ভালো লেগেছে।
সিটিং পজিশনটা মোটামুটি মনে হয়েছে এর কারণ, আমি যখন দীর্ঘক্ষণ বাই রাইড করি তখন আমার কাছে একটু ব্যাক পেইন ফিল হয় এবং সিটিং পজিশনের সাথে ফুটরেস্টের ভালো কম্বিনেশন মনে হয় না। আমি মনে করি যে একটু বয়স্ক মানুষদের জন্য এই বাইকটা একদম পারফেক্ট। আমার বয়সের যারা রাইডার তারা একটু নিচু হ্যান্ডেল পছন্দ করে বেশী। আমি যখন ৭০ বেশি স্পীডে রাইড করি তখন একটু ভাইব্রেশন অনুভব করি। হেডল্যাম্পের আলোটা শহরের রাস্তার জন্য ঠিক আছে তবে হাইওয়েতে একটু সমস্যা হয়।
১২৫ সিসির বাইক হিসেবে আমার কাছে ব্রেকিংটা অনেক ভালো মনে হয়েছে। আমি যে কোন পরিস্থিতিতে অনায়াসেই ব্রেকিং করে নিতে পারি এবং ব্রেকিংটা অনেক সাপোর্ট দেয়। ভাংগা রাস্তায় রাইড করলে খুব কম ঝাঁকুনি অনুভব করি কারণ এর সামনে এবং পেছনে দুটা শকাপ ( সাসপেনশন) অনেক ভালো খেলে ( পারফরমেন্স দেয়) এবং টায়ারের সাইজটা আমার কাছে এর গঠন ও ইঞ্জিন শক্তি হিসেবে ঠিক মনে হয়েছে। এদিকে আরেকটি বিষয় বলতে চাই যে টায়ারের গ্রিপ অনেক ভালো এবং কম স্লিপ করে।
আমি এর একটা ফিচারস লক্ষ্য করেছি যে, বাইকের যখন কোন সমস্যা হয় তখন এর মিটার কনসোলে Error সিগন্যাল দেয় এবং এটা দেখে আমি সহজেই বুঝতে পারি যে বাইকের কিছু একটা সমস্যা হয়েছে।
আমার কাছে বর্তমান বাজারদর অনুযায়ী এই বাইকটার দাম একটু বেশি মনে হয়েছে । কারণ অন্যান্য বাইকের দাম এর তুলনায় অনেক কম। টিভিএস কোম্পানির কাছে আমার পরামর্শ থাকবে যে দামটা একটু কমানোর জন্য এছাড়া আর কোন পরামর্শ নেই ।
আমার পরবর্তী যে বাইক কেনার ইচ্ছা আছে সেটা হচ্ছে হোন্ডা সিবিআর। সবাইকে ধন্যবাদ।