বাইক কেনার ক্ষেত্রে বাজেট আমার কাছে মুখ্য বিষয়, তাই আমার বাজেটের মধ্যে সুন্দর একটি বাইক খুঁজতে থাকি যা আমাকে ভালো পারফরমেন্স দিবে। বাংলাদেশের বাজারে প্রথম যখন
TVS Raider 125 বাইকটা আসলো তখন থেকেই বাইকটা আমার মন জয় করে নিয়েছে। আমি দেখলাম যে বাইকটা সব দিক থেকে অনেক ভালো এবং আমি আমার পছন্দের একটি বাইক পেয়ে গেলাম। এখন পর্যন্ত আমার এই বাইকটা রাইড করা হয়েছে ১ বছরে ১৫,০০০ কিলোমিটার। আজকে আমি আপনাদের সাথে আমার এই ১৫,০০০ কিমি রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো।
TVS Raider 125 বাইকের ভালো দিক:
*আমার কাছে বাইকের ডিজাইন অনেক বেশি ভালো লেগেছে। আমি যেমন সুন্দর একটা বাইক চেয়েছিলাম ঠিক তেমনই একটি বাইক পেয়েছি।
*রাইড করে আমার কাছে অনেক আরামদায়ক মনে হয়েছে। এই বাইকের সিটিং পজিশন পিলিয়ন এবং রাইডারের জন্য অনেক আরামদায়ক মনে হয়েছে আমার কাছে।
*ইঞ্জিনের শব্দ ও শক্তি দুটাই ১২৫ সিসি হিসেবে অনেক ভালো। আমি যেভাবে স্পীড তুলতে চাই ঠিক সেভাবেই স্পীড তুলতে পারি।
*কন্ট্রোল অনেক ভালো , বাইকের সুন্দর গঠন ও ভালো স্টাবিলিটির জন্য কন্ট্রোল আমার কাছে অনেক ভালো মনে হয়েছে।
*মিটার কনসোল দেখতে অনেক সুন্দর যা প্রিমিয়াম একটা অনুভুতি দেয়।
TVS Raider 125 এর মন্দ দিকের মধ্যে যা যা পেয়েছি:
*আমার কাছে মনে হয়েছে যে বাইকের চেইন দ্রুত লুজ হয়ে যায় , যার ফলে আমার রাইড করতে একটু সমস্যা অনুভব করি।
**ইগ্নিশন সিস্টেমে সমস্যা মনে হয়েছে।
*ইঞ্জিনের টেপেড মনে হচ্ছে যে প্রথমের দিকে একটু লুজ হয়ে যাচ্ছিল এখন সেটা ঠিক মনে হয়েছে।
*পেছনের ও সামনের টায়ার আরও মোটা করলে ভালো হত।
*সেগমেন্ট অনুযায়ী দাম আমার কাছে বেশি মনে হয়েছে।
TVS Raider 125 বাইক নিয়ে এই ছিলো আমার রাইডিং অভিজ্ঞতা যা আমি ১ বছর রাইড করে পেয়েছি। আপনারা যারা এই বাইকটি কিনতে চান তাদের উদ্দেশ্যে পরামর্শ থাকলো যে, বাইকটা অবশ্যই আপনার সাথে বা আপনার চাহিদা সাথে মানানসই হয় কিনা সেটা দেখে নিবেন। ধন্যবাদ।