মফস্বল এলাকায় আমার বাড়ী হউয়ার কারনে আমাকে শহরে আসা যাওয়াটা অনেক ভারী মনে হতো সাথে আমার নিজের ব্যবসার প্রয়োজনে বিভিন্ন এলাকায় যাওয়া আসা তো আছেই। এতদিন আমি বিভিন্ন গনপরিবহনে যাতায়াত সম্পন্ন করতাম কিন্তু সময়ের সাথে সাথে আমাকে অনেক দুরের পথেও ব্যবসার প্রয়োজনে যাওয়া আসা করা লাগছে তাই আমি শেষমেস সিদ্ধান্ত নিলাম শুধুমাত্র প্রয়োজনের জন্যে একটা মোটরসাইকেল নেওয়ার যেটাতে অতিরিক্ত কোনকিছুই থাকবে না বরং আমার চলার পথ সহজ করবে।
আমি একজন সাধারন মানুষ আর আমার পছন্দও সাধারন যার জন্যে আমি অন্য সবার মত অনেক স্টাইলিশ বাইক পছন্দ না আমি সর্বদাই চেয়েছি একটা সাধারন বাইক যা আমি টিভিএসের শোরুমে গিয়ে তাদের সর্বশেষ আসা কমিউটার সেগমেন্টের অন্যতম রেডন মোটরসাইকেলটার মধ্যে খুজে পায়।
আজ প্রায় ১ মাস হলো আমি এই মোটরসাইকেলটা ব্যবহার করছি আর এই সময়ের মধ্যে আমি আমার মোটরসাইকেলটা চালিয়েছি প্রায় ৫০০ কিলোমিটার। মুলত অতিরিক্ত শীতের কারনে বাইক নিয়ে খুব একটা বের হউয়া না তাই ১ মাস হয়ে গেলেও তেমন চালানো হয় নি।
মোটরসাইকেলটা আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম আর আমার বলতে খুব ভাল লাগছে যে আমি যেমন চেয়েছিলাম আমার এই মোটরসাইকেলটা ঠিক তেমনই। কেনার সময় আমি আশা করিনি যে এই বাইকটাতে আমি এত ভাল পারফরমেন্স পাবো। এককথায় বলতে গেলে বর্তমানে বাইকটা ঠিক যেন আমার ইশারাতেই চলছে প্রতিটা কাংক্ষিত পারফরমেন্সের সাথে।
সামান্য কয়েকটা দিক যেগুলা আমার কাছে মনে হয়েছে যে আরও ভাল হতে পারতোঃ
প্রথমত, এর গ্রাবরেইলটা অনেক উচু যার জন্যে পেছনে যিনি বসছেন তার জন্যে খুব একটা সমস্যা না হলেও একটু বিরক্তিকর মনে হচ্ছে কিন্তু বেশি সমস্যা হচ্ছে হালকা পাতলা কোন পন্য এতে করে পরিবহন করার সময়। বাইকটা ২য় গিয়ারে থাকার সময় ক্লাচ ধরলে কেমন জানি বিরক্তিকর একটা শব্দ হচ্ছে আর সাইলেন্সারের রঙটা পুরোটা সাদা হলে খুব ভাল হতো।
কমিউটার সেগমেন্টে আরও অনেক অগনিত বাইক থাকার পরেও কেন আমি টিভিএসের রেডন বাইকটা পছন্দ করলাম? এই বাইকের ডিজাইনটা খুব সাধারন যেটাতে কোনরকম ওভার ডিজাইন ঠিক যেমন আমি চাইছিলাম।